খুলনায় করোনায় মৃত্যু ১০০ ছাড়াল

1
Spread the love

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বুধবার করোনায় আক্রান্ত হয়ে নগরীর খালিশপুর শিশু পার্ক এলাকার নজরুল ইসলাম (৬০) মারা যান।  এ নিয়ে খুলনা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

খুলনা সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত খুলনা জেলায় ৬ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭১০ জন হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খুলনার করোনা হাসপাতাল সূত্র জানায়, সেপ্টেম্বর মাস পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ৯২ জন রোগী মারা যান। অক্টোবর মাসে গত ২২ দিনে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে মারা যান ৫ জন। ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের কেউ মারা যাননি। এটাই ছিল গত ৪ মাসে সবচেয়ে দীর্ঘ সময়। সূত্রটি আরও জানায়, গত ১৬ অক্টোবর দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আবদুর রহিম হাওলাদার (৮০), ১৯ অক্টোবর দৌলতপুর থানা এলাকার মানিক তলার মোশাররফ হোসেন এবং ২০ অক্টোবর নগরীর মিয়াপাড়া এলাকার রাজু আহমেদ (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বুধবার মারা গেছেন খালিশপুর শিশু পার্ক এলাকার নজরুল ইসলাম। তিনি ২০ অক্টোবর করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই নিয়ে পরপর ৩ দিন ৩ জন মারা গেল।

এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার বলেন, স্বল্প সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও সেবাকর্মীরা দিনরাত বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন। যারা মারা যাচ্ছেন তারা করোনা ছাড়াও আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।