ডুমুরিয়ায় পূজা মন্দিরে যাতায়াতে রাস্তা নির্মানে বাঁধা !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূজা মন্দিরে যাতায়াতের রাস্তা নির্মাণে বাঁধা দিয়েছে প্রভাবশালী এক প্লট ব্যবসায়ী।এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব বিলপাবলা এলাকায় এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে পূর্ব বিলপাবলা কালিতলা মন্দির কমিটির সভাপতি দেবাশীষ মন্ডলের সাথে কথা বলে জানা যায়,কয়েক যুগ হলো স্থানীয় সনাতন ধর্মালম্বীরা এ কালি মন্দিরে পূজা অর্চণা করে আসছে। সম্প্রতি ওই মন্দিরের নামে সাড়ে ৭ শতাংশ জমি ক্রয় করে তার মধ্যে ১ শতাংশ জমি যাতায়াতের রাস্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে।গত তিনদিন পূর্বে স্থানীয় ইউপি ও জেলা পরিষদের অর্থায়নে ওই রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে।এমতবস্থায় কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই ঘটনার দিন সকালে এসে ইয়াসিন আলী খান নামের এক প্রভাবশালী প্লট ব্যবসায়ী দলবল নিয়ে বাঁধা দেয়।এসময় কারন জানতে চাইলে কাজ বন্ধ করতে হবে বলে অশ্লীল গালিগালাজ দিতে থাকে।তাৎক্ষনিক ভাবে বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান কে অবহিত করা হয়।এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই প্রভাবশালীরা স্থান ত্যাগ করে। ঘটনা প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল হাসান গাজী দুঃখ প্রকাশ করে বলেন,মন্দিরে যাতায়াতের পথ নির্মাণ কাজে বাঁধা দেয়া প্রশ্নই আসেনা। এজন্য স্থানীয়দের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে যানবাহনে অর্থদন্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে মহিলা কলেজ মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম আদালত পরিচালনা করেন।আদালত সূত্রে জানা যায়,ড্রাইভিং লাইসেন্স,হেলমেট,ওভারলোড সহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১২টি যানবাহনে ২২হাজার ১’শ টাকা অর্থদন্ড করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিদর্শক সাবেরুজ্জামান।
ওলামা সম্মেলন সফলে খালিশপুর থানা শাখায় প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খালিশপুর থানা সভাপতি মুফতী আবু সালেহ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী জাকির আশরাফ এর পরিচালনায় বায়তুল মুকাদ্দাস জামে মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অব্যাহত যিনা, ব্যভিচার ও ধর্ষণ রোধে ওলামায়ে কেরামের করনিয় শীর্ষক ওলামা সম্মেলন সফলে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ। উপস্থিত ছিলেন মাওলানা ইবাদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মুফতী মেসবাহ উদ্দিন, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা উসমান গনী, মাওলানা নাসির উদ্দীন, মুফতী আবুল কাশেম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ ইমদাদুল হক, হাফেজ ইমরান হুসাইন, হাফেজ তরিকুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
২৩ অক্টোবর থেকে কুয়েটে ‘দুর্গাপূজা’র ছুটি শুরু
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২৩ অক্টোবর শুক্রবার থেকে ছুটি শুরু হচ্ছে, চলবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি শেষে আগামী ০১ নভেম্বর, ২০২০ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। তবে ছুটি চলাকালে নিরাপত্তা, চিকিৎসা, মেরামতসহ অন্যান্য জরুরী সেবা চালু থাকবে। শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসে
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের সদস্য নবনির্বাচিত সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি শ্রী নারায়ন সরকার, মো. রাসেল কবির, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সদস্য আলহাজ্ব আসলাম তালুকদার, ১নং জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম তানজির রহামন উষান, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় অভি, ১নং জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম তানভির রহমান অপু, যুগ্ম আহবায়ক মো. সোহেল মোড়ল, মো. রফিকুল ইসলাম রুবেল, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
ফকিরহাটে ১৫দিনে গনধর্ষন সহ ৪টি ধর্ষন মামলা দায়ের
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মাত্র ১৫দিনে গনধর্ষন সহ ৪টি ধর্ষন মামলা দায়ের হয়েছে মডেল থানায়। যেখানে সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। তার পরও ধর্ষন ও নারী নির্যাতন থেমে নেই। এবার তালাকপ্রাপ্ত চাচিকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিম নিজ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে জাড়িয়া কাহারডাঙ্গা এলাকার সেলিম বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস (৩০)। ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করে বলেন, ১২বছর পূর্বে জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় জনৈক ব্যাক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামীর সংসার চলাকালীন সময়ে আল আমিন বিশ্বাস এর সাথে চার বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এব্যাপারে ভুক্তভোগী নারীর স্বামী জানতে পারলে তাকে গত ৩মাস আগে ডিভোর্স দিয়ে দেয়। পরে আল আমিন বিশ্বাস-কে বিয়ে করার কথা বললে বিয়ে করতে অস্বীকার জানায়। এর কিছু দিন আগে আল আমিন বিশ্বাস সুকৌশলে শারীরিক সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে ব্লাকমেইল করে আসতো উক্ত নারীরকে। এবং পরবর্তীতে ভিডিও ভাইরাল করে দেবার কথা বলে তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। ঘটনার দিন ১৮ই অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ঐ নারীকে বিবাহ করার কথা বলে আল আমিন বিশ্বাস এর নিজ বাড়ির পিছনের পুকুর পাড়ে তাকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-১৩,তারিখ ১৮/১০/২০২০ইং। অভিযুক্ত আল-আমিন বিশ্বাসকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন। এব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এর আসল রহস্য উদঘাটন হবে। ভিকিটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামীকে আটক করা হয়েছে।
মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনে সদস্য পদে মইনুল বিজয়ী
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের উত্তর খারইখালী ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে মহিউদ্দিন হাওলাদার মইনুল তালা প্রতিকে ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. শহিদুল ইসলাম খান বৈদ্যুতিক পাখা প্রতিকে ৩২৫ ভোট পেয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ইউনিয়নের ১১নং উত্তর খারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন শুরু হয়। এ বারে এ নির্বাচনে স্বতঃফুর্তভাবে শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মত। বৃদ্ধ প্রতিবন্ধীরাও এসেছে ভোট দিতে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৭৪ জন, এর মধ্যে কাষ্ট হয়েছে ১০০৬ ভোট, বাতিল হয়েছে ৯ ভোট। নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, রিটানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল, প্রিজাডিং অফিসার সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবীর। এ ছাড়াও র্যাব-৬ এর ৭ সদস্য’র টিম, থানা তদন্ত কর্মকর্তা ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে ৩১ সদস্য’ পুলিশের টিম, আনসার বিডিপি ১৭ সদস্য ৮ সদস্য, কেন্দ্র পুলিশ ও গ্রাম পুলিশ এ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শাখাওয়াত হোসেন মোল্লা ৮জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরবর্তীতে ৯ জুন ওই ওয়ার্ডের আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফশীল ঘোষণা করে। ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তারিখ নির্ধারন করেন উপজেলা নির্বাচন অফিস ও সহকারি রিটানিং অফিসার। যার প্রেক্ষিতে ৩ প্রার্থীর মধ্যে মহিউদ্দিন হাওলাদার মইনুল(তালা), মো. শহিদুল ইসলাম খান(বৈদ্যুতিক পাখা) ও সোলাইমান শিকদার(মোরগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করেন।
এদিকে নির্বাচন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার এক প্রতিক্রিয়ায় বলেন, শান্তিপূর্নভাবে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাদিকার প্রয়োগ করেছে। আইনশৃংখার নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজেষ্ট্রেটসহ বিভিন্ন প্রশাসনের টিম সার্বক্ষনিক মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন। উপস্থিত ছিলো চোখে পড়ার মত।
ফুলতলায় দেশী মদসহ আটক ২
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ ফুলতলার গামছা চান্দিনা এলাকা থেকে ৪ লিটার দেশী চোলাই মদসহ ২ ব্যক্তিকে আটক করে মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো অভয়নগর ধুলগ্রাম এলাকার মোহাম্মদ আলী শেখের পুত্র মিন্টু শেখ (৩৮) ও আকরাম শেখের পুত্র সাদ্দাম শেখ (২০)। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
আবাসিক হোটেল থেকে তরুণীসহ বিজিবি সদস্য আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হিমেল আবাসিক হোটেল থেকে তরুণীসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে তাদের আটক করা হয়। আটক বিজিবি সদস্য সোহেল রানা (৩৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বদিউজ্জামানের ছেলে। তিনি কুষ্টিয়া মিরপুর-৪৭ ব্যাটালিয়নের সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা হিমেল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিজিবি সদস্য সোহেল রানা ও তরুণীকে আটক করা হয়। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্য সোহেল রানাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপ-নর্বাচনে নৌকার প্রার্থীর বিজয়
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত বিপুল ভোটে জয়লাভ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ২০ অক্টোবর (মঙ্গলবার ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উপজেলার সর্বত্র বিজিবি, র্যাব ও পুলিশের টহল ছিল। অপরদিকে, একই দিন দুপুরে বাগেরহাটের জেলা প্রসাশক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদশর্ন করেন। এ সময় তাঁরা ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতি সহ শান্তিপুর্ন পরিবেশ দেখে সন্তোশ প্রকাশ করেন। এছাড়া উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ও পুরুষদের দীর্ঘ লাইন এবং ভোট কেন্দ্রের আশপাশে পরিবেশ ছিল উৎসব মুখর। শরণখোলা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত (নৌকা ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান খান (ধানের শীষ ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। ৩৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৮৯ হাজার ৩’শ ৩৭জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৬’শ ২জন ও নারী ভোটার ৪৪ হাজার ৭’শ ৩৫ জন। মোট ভোট পড়েছে ৫৭,৬২৮। যা মোট ভোটারের শতকরা ৬৪ ভাগ। এর মধ্যে নৌকার প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত ৫৬,১৮৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া ধানের শীষের প্রার্থী খান মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট এবং লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড. শহীদুল ইসলাম ৭৬৭ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন সুত্র জানায়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং ফরাজী বেনজীর আহমেদ বলেন, সবকটি কেন্দ্রেই শান্তিপুর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত ৫৬১৮৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
ডুমুরিয়ায় সদস্য পদে দুটি ওয়ার্ড উপ-নির্বাচনে অমিতেষ বালা ও তুষার মল্লিক বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দ’ুটি ওয়ার্ডে ৬জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতায় অংশ গ্রহন করে।মোট দু’টি ওয়ার্ডে ২হাজার ৩’শ ভোটারের মধ্যে ১হাজার ৯’শ ৬৬জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন।এতে ২নং ওয়ার্ডে অমিতেষ বালা মিলন বল প্রতীকে ৮’শ ৮১ ও ৩নং ওয়ার্ডে তুষার মল্লিক একই প্রতীকে ৫’শ ৪০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়। নির্বাচনে প্রিজাইটিং অফিসেরর দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মোঃ মনির হোসেন এবং উপজেলা বনকর্মকর্তা মো: ফুরকানুল আলম। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন ইন্সপেক্টর ইমদাদ হোসেন,এস আই আমিনুল ইসলাম ও এ এস আই নজরুল ইসলাম।
বটিয়াঘাটা সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ ও মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা উপজেলা বিআরডিবি অফিসে মঙ্গলবার সমবায়ীদের সাথে মতবিনিময় সভা ও সমিতির সদস্যদের মাঝে ঋন বিতরণ করা হয়েছে। বিকাল ৩টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এসএম ফরিদ রানা। আরডিও সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুবি সেকশান অফিসার আজিজুর রহমান, ইউসিসিএর নির্বাহী সদস্য জগোত আলী মোড়ল, বিআরডিবি অফিসের পরিদর্শক প্রীতিশ কবিরাজ, সমবায়ী মোঃ সাইদুর রহমান, আব্দুর রহিম শেখ, অমিয় কান্তি মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ধৃতি সুন্দর রায়, সাগর শেখ ও ছাত্রলীগনেতা শেখ ইব্রাহীম। এসময় প্রায় ৩০ জন সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
পাইকগাছায় উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী
পাইকগাছা প্রতিনিধি
শান্তিপুর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্যে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ পরাজতি হয়েছেন। বেলা ৪ টা ৪৫ মিনিটের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখানের ঘোষণা দেন। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলে চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করে। সেই অনুয়ায়ী মঙ্গলবার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও অপরজন হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হলে প্রথমের দিকে কিছু ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলি ফাঁকা হয়ে যায়। আবার বেলা ৪ টার দিকে কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিত ছিল চোখে পড়ার মত। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও গড়ইখালীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিত ছিল সন্তোষজনক।
এদিকে দলীয় সুত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু পেয়েছেন ৭৬ হাজার ৪৫ ভোট ও তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ পেয়েছেন ২ হাজার ৯ শত ৫২। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল ৭৯ টি এবং বুথ সংখ্যা ছিল ৫ শত ৭২ টি। মোট ভোটার ২ লক্ষ ১৯ হাজার ৭’শ ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৫’শ ৬৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৯ হাজার ৫’শ ৫২ জন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, শান্তিপুর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান এ বিজয় আমার একার নয়, এ বিজয় জনগনের, এ বিজয় বাংলাদেশ আওয়ামীলীগের। বিশাল ব্যবধানে বিজয়ী করার জন্য এলাকাবাসী দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ফকিরহাটের বেতাগা ইউনিয়নে উন্নয়ন সমন্নয় কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, জন অংশীদারীত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে বেতাগা ইউনিয়ন উন্নয়ন সমন্নয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সন্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর দিপংকর কুমার মল্লিক, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল-আমীন ও বেতাগা ইউনিয়ন উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ। বেতাগা ইউনিয়ন সি আই জি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ,বেতাগা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য সচিব মোঃ নাজরুল ইসলাম, ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি বাছাই কমিটির আহবায়ক শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাঃ সবুজ কুমার মিত্র, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান মন্ডল, ফকিরহাট উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মৎস্য অফিসের বেতাগা ইউপি লিফ মোঃ জিল্লুর রহমান ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ কামাল হোসেন প্রমূখ। এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের ১৪টি স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ, বেতাগা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বেতাগা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে সচেতন সকলকে একসাথে কাজ করতে হবে। মানুষকে সচেতন করার মাধ্যমে এই সামাজিক সঙ্কট কমিয়ে আনা সম্ভব। নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে বেসরকারি শক্তিসমূহের উচিৎ রাষ্ট্রীয় উদ্যোগসমূহ সফল করে তুলতে এই কাজে জোরালোভাবে এগিয়ে আসা।
মঙ্গলবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। প্লাটফর্মের আহ্বায়ক নারীনেত্রী আশালতা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যার মনোরঞ্জন ম-ল, বটিয়াঘাটা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দমোহন বিশ^াস, নাগরিক নেতা প্রহাদ জোদ্দার প্রমূখ।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মর্সূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, হাট-বাজারে প্রচারাভিযান ইত্যাদি।
মোড়েলগঞ্জে নাসির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জে মরহুম আলহাজ্ব আঃ লতিফ প্রতিষ্ঠিত ডাঃ নাসির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অসচ্ছাল, মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোড়েলগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের মাধ্যমিক স্তরের ১৭টি প্রতিষ্ঠানের অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া খান আবু বকর হেফজখানা ও এতিমখানায় পাচ হাজার টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী শামসুন নাহার যুথিকে চার হাজার টাকা দেওয়া হয়েছে। এসএম কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ আব্দুল খালেক তালুকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, মোঃ জাকির হোসেন রিয়াজ, প্রধান শিক্ষক মমতাজ বেগম, আঃ মালেক হাওলাদার প্রমুখ।
দেশব্যাপি ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জ ছাত্রদলের মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী ধর্ষন ও চলমান নারী, শিশুর উপর সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ কালীগঞ্জের জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ সকাল ১১ টায় শহরের থানা রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠত এ মানববন্ধনে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন। সরকারি কে.সি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সালাম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,এ সরকারের আমলে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন যেভাবে বেড়েছে দেশের মানুষ আজ আতঙ্কিত। নির্যাতিতরা যখন বিচার হীনতায় ভুগছেন তখন সারাদেশের ছাত্রসমাজ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। সরকার দলীয় লোকজনের ছত্রছায়ায় থাকা একটি গোষ্টি প্রতিনিয়ত এমন জঘন্য কাজ ঘটিয়ে চললেও তারা থাকছে ধরাছোয়ার বাইরে। এমন অবস্থায় ছাত্রসমাজ যখন শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে বিচার দাবি করছে তাদের ওপরও চালানো হচ্ছে নির্যাতন। এতেই প্রমানিত হয় সরকারের পক্ষ থেকে যত নীতিবাক্যই আওড়ানো হোক না কেন আসলেও শস্যের মধ্যেই ভুত রয়েছে। ছাত্রদল নেতৃবৃন্দ আরও বলেন, এমন জঘন্য কাজের সাথে যারা জড়িত তারা যে দলেরই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
চিতলমারীতে স্বাস্থ্যবিধি মেনে ১৪৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হবে
কামরুজ্জামান চিতলমারী থেকে :
বাগেরহাটের চিতলমারীতে ১৪৯ টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের সংক্রমক রোধে স্বাস্থ্যবিধি মেনে যাতে সনাতন ধর্মবলন্বরা আসন্ন শারদী দুর্গোৎসব পালন করে সে উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
দেবীর আমন্ত্রণএর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হতে আরমাত্র একদিন বাকি। আগামী ২২ শে অক্টোবর বৃহস্পতিবার থেকে ৫দিন ব্যাপী দূর্গাদেবীর আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দূর্গাপূজা।।দশমীবিহিত পূজা ও বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় উৎসবের।এবার করোনা ভাইরাস মহামারীর কারনে আসন্ন দুর্গোপূজায় প্রতিমা বিসর্জন কালে কোন প্রকার সোভাযাত্রা করা যাবেনা বলে উপজেলা প্রশাসন আগ থেকেই জানিয়ে দিয়েছেন। মন্ডপে প্রবেশের সময় শাররীক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে। দোকান পাট বা কোন মেলাও বসছেনা এবারের দুর্গোউৎসবে।
পূজামন্ডপ গুলোতে চলছে প্রতিমা শিল্পদের শেষ মুহুর্তের রং তুলির আচড়, এবার মন্ডপে আলোকসজ্জা তোরণ নির্মাণসহ সাজসজ্জা তেমন একটা হবে হবেনা । শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপগুলোতে স্থায়ী পুলিশ পাহারা ছাড়াও থাকছে পুলিশের একাধিক মোবাইল টিম। থানার ওসি মীর শরিফুল হক জানান আসন্ন শারদীয় দুর্গোপূজায় ১৭শ ৬০জন আনসার সদস্য ও অর্ধ শতাধিক পুলিশ মোতায়েন করা হবে। পুরো মন্ডপ এলাকা থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা । ইউএনও মো: মারুফুল আলম জানান এউপজেলায় ১শ৪৯ টি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোউৎসব অনুষ্ঠিত হবে। সরকারের নির্দেশনা মোতাবেক কোন দোকান পাট ও মেলা বসানো যাবেনা। বিসর্জনের সময় কোন শোভা যাত্রা করা যাবেনা, তবে নিরাপত্তার ব্যাপারে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
কেশবপুরে ১১ দলীয় রাত্রকালীন ক্রিকেট খেলার শুভ উদ্বোধন
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের উদ্যোগে একরাতের ১১ দলীয় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। এসময় প্রধান অতিথি খেলোয়াড়দের বলেন, আজ যারা এখানে খেলা করছে তারা একদিন উপজেলা থেকে ক্রমান্নয়ে বিভাগ তারপর জাতীয় পর্যায়ে খেলবে। ওরাই আমাদের নতুন প্রজন্ম। ওদের মাধ্যমে এদেশের মানুষ ভাল কিছু আশা করে। খেলার পাশাপাশি লেখা-পড়া,গান,কবিতা,নাটক,প্রবন্ধ,বঙ্গবন্ধুর আত্বজীবনী পড়া ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করা, লালন করা। সর্বপরি ভাল খেলোয়াড়দের অনুস্বরণ করা, অনুকরণ করার মধ্যদিয়ে সফলতা।
অনুষ্ঠানে ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী ও সম্পাদক সবুজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সচিব ও উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, ভালুকঘর ক্যাম্প ইনচার্জ রিপন কুমার হালদার, ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের উপদেষ্টা কানাই লাল ভট্টাচার্য্য, চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি ও প্রেসকাবের সদস্য সোহেল পারভেজ, সূর্য তরুন খেলাঘরের সভাপতি আমিনুর রহমান, সাংবদিক শামীম রেজা, স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের কমিটির সকল সদস্যবৃন্দ। উক্ত খেলায় উপজেলা কাস্তা, ফতেপুর, নেহারপুর (১), চিংড়া, কেশবপুর সদর, সেনপুর, বগা, রেজাকাঠি, বারুইহাটি, রাজাগঞ্জ, নেহালপুর (২) ক্রিকেট দল অংশ গ্রহণ করে। উক্ত খেলায় বারুইহাটি ক্রিকেট দল বনাম নেহালপুর ক্রিকেট দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নেহালপুর ক্রিকেট দল বীজয় লাভ করে।
ঝিনাইদহে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাজার গোপালপুরে মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিচুর রহমান খোকা, কোটচাদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মিনা, সৈয়দ নিজামুল গণি লিটু, নাজির উদ্দিন, আশরাফুল ইসলাম আশরাফ, ইছাহাক আলী জোয়ার্দ্দার, কবির হোসেন, আব্দুল্লাহ আল মাসুমসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও আলতাফ হোসেন।
বক্তারা বলেন আওয়ামীলীগের উন্নয়নের জোয়ার দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এছাড়াও তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একযোগে কাজ করার আহবান জানান।
দেবহাটায় পালিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
দেবহাটা (সাতক্ষিরা) প্রতিনিধি
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় পালিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২০ই অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম.স্পর্শ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, দেবহাটা প্রেসকাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সাসের কর্মসূচী সমন্বয়কারী শামীম হুসাইন প্রমুখ। এসময় বক্তারা করোনা কালীন সময়কে অধিক গুরুত্ব দিয়ে নিয়মিত হাত ধোয়া সহ ও স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরেন। সভায় হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।
দেবহাটায় ভিজিডি উপকারভোগী নির্বাচনে সভা
দেবহাটা (সাতক্ষিরা) প্রতিনিধি
দেবহাটায় ২০২১-২২ চক্রের ভিজিডি সুবিধাভোগী নির্বাচনের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মুনির আহমেদ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান, পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, সখিপুর ইউপি সচিব গোলাম রব্বানী, নওয়াপড়া ইউপি সচিব শেখ কামরুজ্জামান, দেবহাটা সদর ইউপি সচিব মহসিন হালদার, ডাব্লু,জে,সি,সি এর উপজেলা কো-অডিনেটর শাহনেওয়াজ খান শাহিন প্রমুখ।
উপকারভোগী বাছায় ও বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। আগামী ৩০ অক্টোবার পর্যন্ত নারী সুবিধাভোগীরা আবেদন করতে পারবে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা তথ্য আপা কেন্দ্র থেকে মহিলা বিষয়ক দপ্তরের ওয়েবসাইডে যেয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাথে সুবিধাভোগী ও তার পরিবারের বিভিন্ন তথ্য যোগ করতে হবে। পরবর্তীতে ইউনিয়ন কমিটি যাচাই-বাচাই করে উপজেলা কমিটির মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রস্তুত করবে।
ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশগ্রহণ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার দিন ব্যাপী নানা কর্মসুচীতে অংশ গ্রহণ ও মতবিনিময় করেছেন। তিনি সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ডুমুরিয়া বড় বাজার, দাসপাড়া ও গোলনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। সাড়ে ১০ টায় আরাজি ডুমুরিয়া ও মির্জাপুর দক্ষিণপাড়ার দীর্ঘ দিনের বিদ্যুতের তার দিয়ে সমস্যা সমাধানে পল্লী বিদ্যূতের ডিজিএম এর সাথে আলোচনায় অংশ নেন। সন্ধ্যায় শিক্ষক সৈয়দ সোলায়মান হাসান আবিদের জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করেন। এসমেয় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজা, এস কে রাজ, রাব্বি হোসেন শেখ, মেহেদী হাসান মাসুম, কাজী ফাহাদ, কাজী মুন্না, সৈয়দ আইউব হোসেন, রানা প্রমুখ। পরে তিনি আরাজি সাজিয়াড়ার ফারুকের চায়ের দোকান,খলশীর আতাউরের চায়ের দোকান, খাজুরা আবাসনের ইলিয়াছ ও শরীফের চায়ের দোকানে আগতদের সাথে মতবিনিময় করেন।
আশাশুনির বিভিন্ন দূর্গাপুজা মন্ডপে সরকারি অনুদানের টাকা বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ব সরকারি অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি দুর্গাপূজা মন্দির চত্বরে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের টাকা বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পূজা উদযাপন পরিষদেও সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবুহেনা সাকিল, শেখ জাকির হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যা. সুবোধ চক্রবর্তী, কালিপদ রায়সহ উপজেলা পুজা উদযপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটি ও পুজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। এসময় প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে বরাদ্ধ ৫শ কেজি করে চাউল, যার মূল্য হিসেবে ১৭ হাজার ৭শ ৮৫ টাকা করে বিতরণ করা হয়। প্রধান অতিথি এবিএম মোস্তাকিম বিতরণকালে বলেন, ‘ধর্ম যার যার-উৎসব সকলের’ এব্রত নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মালম্বিদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গোৎসব পালনে সকল ধর্মের মানুষ একে অপরের সহযোগিতা করার আহবান জানান। এবছর করোনা প্রাদূর্ভাবের কারনে সরকারিভাবে নির্দেশনা অনুযায়ী কোন মন্ডপে আনসার ব্যাটেলিয়ন নিয়োগ না থাকায় স্বেচ্ছাসেবক কার্যক্রম জোরদার করতে হবে। এবছর উপজেলার ১১ ইউনিয়নে ১০৪ টি মন্ডপে দূর্গোৎসব পালিত হচ্ছে।
কুল্যার ব্যবসায়ী সামাদ গাজী বাকীতে মাল বিক্রয় করে বিপদগ্রস্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের স্টেশনারী মালামাল ব্যবসায়ী আঃ সামাদ বাকীতে মালামাল বিক্রয় করে বিপদ গ্রস্ত হয়ে পড়েছেন। কুল্যা গ্রামের মৃত আঃ জব্বার গাজীর পুত্র ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ গাজী লিখিত ভাবে জানান, তিনি বুধহাটা বাজারে ব্যবসা করাকালীন ১৯৮৮ সালে তৌরাত আলী তার কাছ থেকে মাল μয় করে গ্রামে গ্রামে ও স্কুলের সামনে টল দোকানে বিক্রয় করতো। ব্যবসার মধ্যে ২৩,৭৩৮ টাকা বাকী ফেলায়। হালখাতার চিঠি দিলেও হালখাতা করে না। পুজি করে ছামাদের বড় ভাই আব্দুল জলিল গাজীর নিকট থেকে ১৮,০০০ টাকা এ্যাডভান্স-এ দোকান ভাড়া নেয়। পাওনা টাকা চাইতে থাকলে আরো মালামাল না দিলে টাকা দেব কি করে বলে অনুনয় করতে থাকে। ৫/৬ বছর টালবাহানার পর তিনি বুধহাটা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। উভয় পক্ষের বসাবসিতে ৬ মাসে দু’কিস্তিতে ২৩৭৩৮ টাকা পরিশোধের সিদ্ধান্ত হলেও টাকা দেয়নি। সর্বশেষে ৩১/৮/৯৩ তারিখে দু’মাস সময় নিয়ে টাকা পরিশোধ করার অঙ্গীকারে স্ট্যাম্প করে দেয়। কিন্তু টাকা না দিয়ে দোকান থেকে মালামাল নিয়ে দোকান ছেড়ে দেয়। তখন নিত্য ঘোষের কাছে দোকান ভাড়া দিয়ে ৩ বছর ধরে ঘরভাড়ার মাধ্যমে ১৮০০০ টাকা আদায় করে নেয়। ২০০১ সালে আবার তৌরাত তার কাছে এসে ভালভাবে ব্যবসার কথা বলে মাল নিতে শুরু করে এবং ১০,৭৭৪ টাকা বাকী করে। ৩,১৫০ টাকা দিলেও ৭,৬২৪ টাকা দেয় না। এক পর্যায়ে ২/৬/২০০৩ তারিখে তৌরাত ছামাদেেক জমি রেজিষ্ট্রি করে বকেয়া টাকাসহ মোট ৫০ হাজার টাকার বিনিময়ে তার জমি রেজিষ্ট্রী করে দেয়। টাকা দিলে জমি ফেরৎ দেবে এমন শর্ত ছিল। কিন্তু ৪/৫ বছরেও টাকা না দেওয়ায় সামাদ জমি নিজের করে ব্যবহার শুরু করেন। ২০০৭ সালে তৌরাত একসাথে সিটি গোল্ডের ব্যবসা করার জন্য সামাদকে রাজি করিয়ে নগদ ৪৪,০০০ টাকার মাল ক্রয় করিয়ে নেয়। ২৫,০০০ টাকা ক্যাশ বাকী থাকাকালীন তৌরাত মালামাল কিনে সাতক্ষীরা থেকে বাসে বাড়ী ফেরার পথে মালের ব্যাগ চুরি হয়ে যায়। তখন থেকে তৌরাত নিজের বাড়ীতে যে মালামাল ছিল ও মালে পড়ে থাকা বাকী টাকা নিজের মতো করে ব্যবসা করতে থাকে। কিন্তু সামাদের কোন টাকা পরিশোধ করে না। ২০০৮ সালে কুরবানির আগে সামাদ তার বাড়িতে গিয়ে টাকা চাইলেও দেয়নি। ৫/৬ বছর ব্যবসার ২৫,০০০ টাকা তাগাদা করলেও দেয়নি। ২০১২ সালে জমির মূল্য বেড়ে গেলে জমি ফেরৎ নিতে চায় এবং ১৩ সালে ব্যবসার পাওনা ২৫,০০০ টাকা কিছু কম দেয় এবং ওর মার জমি ও সামদের জমি এক সঙ্গে মিউটেশন করতে ঐ টাকা থেকে ব্যয় করে। পরবর্তীতে জমি ফেরৎ নিতে দেরী হওয়াতে বাড়তি টাকার কথা উঠলে তৌরাত বাড়তি টাকা দিতে রাজী না হওয়ায় আর এগোয়নি। দীর্ঘদিন পর গত ১৪ অক্টোবর গুনাকরকাটি সামাজিক বন্ধনে অভিযোগ কওে তৌরাত। ১৭ বছর আগে ক্রয় করা জমি সামাদ যাদেরকে দানপত্র করে দিয়েছিলেন তারা ফেরৎ দিতে রাজী না হওয়ার কথা জানিয়ে দেন সামাদ। কিন্তু তৌরাত নানা অপবাধ ছড়িয়ে বেড়াচ্ছে বলে লিখিত অভিযোগে বলা হয়েছে।
তালায় ২শত হতদিরদ্র ব্যক্তির মাঝে কাজের বিনিময় অর্থ প্রদান
ইলিয়াস হোসেন,তালাঃ
তালা উপজেলার জালালপুর ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২শত হতদরিদ্র মানুষের মাঝে কাজের বিনিময়ে অর্থ প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্গত মানুষদের জন্য জরুরী সহায়তা’ প্রকল্পের আওতায় “স্টার্ট ফান্ড ও এফসিডিও” এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ উপজেলার দোহার, গৌতমকাটি,সাতপাকিয়া, তেঘরিয়া ও আটুলিয়া মানুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অর্থ বিতরণ করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। এ সময় তালা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ^ত, মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, তীর্থ কুমার দেন, মির্জা মনিরুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ আফজাল হোসেন, জিএম মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ৫ গ্রামের ২০০ জন অংশগ্রহণকারী হতদরিদ্র মানুষ ২০ দিন কাজ শেষে দিনপ্রতি ৩শত টাকা করে মজুরী পাবেন। এরমধ্যে মঙ্গলবার প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ম ৭দিনের মজুরী প্রদান করা হয়।
তালায় জলাবদ্ধতা নরিসনে প্রয়োজনীয় পদক্ষপে গ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
তালা প্রতিনিধি
তালা উপজেলায় জলাবদ্ধতা নরিসনে প্রয়োজনীয় পদক্ষপে গ্রহণের দাবীতে প্রেসকাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভূমিজ ফাউন্ডেশন, উপজেলা নাগরিক কমিটি, প্রেসকাব ও পানি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, বাংলাদশেরে দক্ষণি-পশ্চমি অঞ্চলরে জলাবদ্ধতা সমস্যাটি প্রায় চার দশকব্যাপী অব্যাহত আছ।ে সমস্যাটি সমাধানরে জন্য সরকাররে পক্ষ থেেক এ যাবৎ যে সব পদক্ষপে বাস্তবায়ন করা হয়েেছ তাহলো নদী থেেক পলি অপসারণ, নদী খাল খনন, স্লুইসগেট ও বাঁধ সংস্কার, বকিল্প পথে পানি নষ্কিাশন প্রভৃত।ি কন্তিু এসব র্কাযক্রম দ্বারা জলাবদ্ধতার প্রশমন ঘটানো যায়নি বরং জলাবদ্ধতার আরও বস্তিৃতি ঘটেেছ এবং এলাকা ক্রমশঃ বসবাসরে অনুপযোগী হয়ে পড়ায় এসব এলাকা থেেক ব্যাপক সংখ্যক মানুষ বাস্তুভটিা ছেেড় অন্যত্র চলে যাচছে।
তিনি বলেন, গত শতাব্দীর ৯০ দশকের শুরুতে তালা উপজেলায় জলাবদ্ধতা শুরু হয়। উপজেলার সব কয়টি ইউনিয়ন এ সমস্যা দ্বারা আক্রান্ত। ক্ষতিগ্রস্ত জনসংখা ৩ লক্ষাধিক। কৃষি, মৎস্য, পশুপালন, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সক্টেরই কম-বেশি জলাবদ্ধতা দ্বারা আক্রান্ত। অধিকাংশ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। যে সব নদীগুলোর মাধ্যমে উপজেলার পানি নিষ্কাশিত হয় তা হলো- কপোতাক্ষ, শালতা, শালিখা, বেতনা ও আপারভদ্রা নদী। এরমধ্যে কপোতাক্ষ অববাহিকায় টিআরএম চালু থাকায় এই অববাহিকার বস্তিীর্ণ অ ল জলাবদ্ধতা মুক্ত হয়েছে। কিন্তু পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে। যেমন পলি দূরবর্তী এলাকায় না পৌঁছানো, পেরিফেরয়িাল বাঁধ রক্ষণাবেক্ষণ, নদী ভাঙ্গনে নদী তীরে বসতি এলাকা ও হাটবাজার হুমকির মুখে পড়া, বিলের দরিদ্র মানুষদের জন্য পুনর্বাসন কর্মসূচী না থাকা, ক্ষতিপূরণ উত্তোলনে ভোগান্তি এবং যথাসময়ে নদীর উপর ক্রসড্যাম দওেয়া এবং অপসারণ করা। শালতা নদী সরকার কর্তৃক খনন করা হচ্ছে কিন্তু অচিরেই এ নদী আবারও পলি দ্বারা ভরাট হয়ে যাবে। শালিখা নদী পোল্ডারের মধ্যে আবদ্ধ। ১, ২, ও ৬-৮ পোল্ডারের জন্য সরকার যে প্রকল্প গ্রহণ করেছে সেখানে বেতনা নদীর জন্য প্রস্তাবিত টিআরএমকে বাদ দেওয়া হয়েছে। ফলে এ প্রকল্পের পরিণতিও হবে পূর্ববর্তী প্রকল্প সমূহের অনুরূপ। আপার ভদ্রা অববাহিকার বিলবুড়লী ও পাথরা বিল নর্ধিারতি আছে টিআরএম বাস্তবায়নের জন্য কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি , ১, ২ ও ৬-৮ পোল্ডারের জন্য গৃহীত প্রকল্পের মধ্যে বেতনা অববাহিকার জন্য টিআরএম কার্যক্রম অন্তর্ভুক্ত করা এবং শালতা ও আপারভদ্রা অববাহিকায় টিআরএমকে যুক্ত করে প্রকল্প প্রণয়ণ, কপোতাক্ষ অববাহিকার জন্য গৃহীত দ্বিতীয় পর্যায় প্রকল্পের মধ্যে পাখিমারা বিল ও নদী ব্যবস্থাপনা এবং দরিদ্র মানুষদের জন্য পুনর্বাসন কার্যক্রম যুক্ত করা, আবদ্ধ শালিখা নদী উন্মুক্ত করে বেতনা ও কপোতাক্ষের সাথে সংযোগ, পাকুড়িয়া নদীকে কপোতাক্ষ ও বেতনার সাথে সংযোগ, আমতলী নদীর সাথে শালতার সংযোগ প্রদান, নদী-খাল-বলি-স্লুইসগেট-বাঁধ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সকল কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানান পানিসম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ^ত, দিলীপ কুমার সানা ও যুব পানি কমিটির আহবায়ক মোঃ রেজওয়ান উল্লাহ প্রমুখ।
ফকিরহাটের বেতাগা ইউনিয়নে উন্নয়ন সমন্নয় কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, জন অংশীদারীত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে বেতাগা ইউনিয়ন উন্নয়ন সমন্নয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সন্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর দিপংকর কুমার মল্লিক, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল-আমীন ও বেতাগা ইউনিয়ন উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ। বেতাগা ইউনিয়ন সি আই জি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ,বেতাগা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য সচিব মোঃ নাজরুল ইসলাম, ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি বাছাই কমিটির আহবায়ক শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাঃ সবুজ কুমার মিত্র, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান মন্ডল, ফকিরহাট উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মৎস্য অফিসের বেতাগা ইউপি লিফ মোঃ জিল্লুর রহমান ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ কামাল হোসেন প্রমূখ। এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের ১৪টি স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ, বেতাগা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বেতাগা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।











































