খুবির নব-নিযুক্ত উপ-উপাচার্যের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

1
Spread the love

স্টাফ রিপোর্টার

আজ ১৮ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ রোববার বিকেল ৫ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নব-নিযুক্ত উপ-উপাচার্য শোক বইতে মন্তব্য ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর এ কে ফজলুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদ, খুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাস, আইকিউএসির পরিচালক ও স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, খুবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, স্বাশিপের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান ও খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।