খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র নৌকা প্রতীকের সমর্থনে গত ১৪, ১৫ ও ১৬ অক্টোবর খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, খুলনা জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ এর নেতৃত্বে পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজার কাটিপাড়া বাজার, শষ্ঠিতলা বাজার। লস্কর ইউনিয়নের আলমতলা, বাইনতলা। চাঁদখালী ইউনিয়নের গজালিয়া, মৌখালী, চাঁদখালী বাজার, কাটাখালী। কপিলমুনি ইউনিয়নের কাজী মুছা, শলুয়া। হরিঢালী ইউনিয়নের রহিমপুর, মাহামুদ কাটি, সোনাতন কাটি বাজার সহ পৌর এলাকায় ব্যপক গণসংযোগ, প্রচার মিছিল, হাটসভা ও পথসভা করেন। এ সময়ে বিভিন্ন স্থানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ সদস্য, মরহুম মোস্তফা রশিদী সুজ পুত্র এস.এস. খালেদীন রশিদী সুকর্ণ, আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন বিশ^াস, বেনজির আহম্মেদ, বাচ্চু, ভাইচ চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, হারুন জমাদ্দার, শংকর দেবনাথ, আশরাফ আলী বিশ^াস, জি.এম. ইকরামুল ইসলাম, প্রভাষক মাইনুল ইসলাম, এড. শেখ আবুল কালাম আজাদ, এড. আরাফাত হোসেন, চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, ইকবাল হোসেন খোকন, চেয়ারম্যান কাওসার আলী, মোঃ নুরুল ইসলাম, মুনছুর হাজী, ছাত্রনেতা অফি আজাদ বান্টি, নিত্যান্দ দাশ, মৃনাল কান্তি বাছাড়, মফিজুর রহমান, শেখ মোঃ রাসেল, আব্দুল হালিম খোকন, জহুরুল হক সানা, আব্দুল হক আজাদ, শিবলী সাদিক, সঞ্জয় মজুমদার, রাজিব গোলদার, মিজানুর রহমান, শিমুল গাজী, হাবিবুর রহমান হাবিব, মাসুদুর রহমান মানিক, মাসুদ পারভেজ রনি, শরিফুল ইসলাম লিটন পার্থ প্রতিম চক্রবর্তী, চিনময় রায়, রাফেজ ইসলাম, তাজুল ইসলাম বাপ্পী, আবির আকাশ, আশরাফুল ইসলাম পিন্টু, গাজী রবিউল ইসলাম, নয়ন ইসলাম প্রমুখ।
গণসংযোগ ও বিভিন্ন স্থানের পথসভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরে চলমান উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে আগামী ২০ অক্টোবর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক এম.এন.এ শহীদ এম.এ গফুরের সুযোগ্য পুত্র মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।