অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া গ্রামে খেয়াঘাটের পাশে আল মামুন আকুঞ্জী নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টায় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর জেলার অভয়নগর উপজেলার শুভড়াড়া গ্রামের বাসিন্দা মিঠু আকুঞ্জীর ছেলে আল মামুন আকুঞ্জীকে অজ্ঞাত তিন থেকে চার বন্দুকধারী তার নিজের ঘেরের পাশে বুকে তিনটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
গুলি করে হত্যার সত্যতা স্বীকার করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, আমি খুলনা মেডিক্যালের উদ্দেশ্যে রওনা হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক বিস্তারিত বলা সম্ভব হবে।