বাগেরহাটে র্যাবের অভিযানে ২৮৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৮৩ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোংলা থানার হলদি বুনিয়া গ্রামের সুরেন বিশ্বাসের ছেলে অভিক বিশ্বাস (২৭) ও বরিশাল জেলার এয়ারপোর্ট থানার কুলাকানা গ্রামের মো. শামীম মোস্তফার ছেলে ইফতেখারুল বাশার (২৫)।
র্যাব-৬ জানায়, গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় তমা ব্রীজের পূর্ব পাশে জাহিদুল এর দোকানের সামনে থেকে ২৮৩ পিস ইয়াবাসহ অভিক বিশ্বাস ও ইফতেখারুল বাশারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় সুজনের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল ১১ টায় খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। “সুজন-সুশাসনের জন্য নাগরিক”এর আহ্বানে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, সম্পাদক এড. কুদরৎ ই খুদা, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, নারী নেত্রী রসু আক্তার, এড. শামীমা সুলতানা শিলু, পেইভ-এর পীস এ্যাম্বেসেডর শরিফ শফিকুল হামিদ চন্দন ও নিজামউর রহমান লালু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শেখ আঃ হালিম, বিকাশিত নারী নেটওয়ার্কের জেলা সাঃ সম্পাদক লাকী আক্তার, খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, শেখ আইনুল হক, সাবিদ খান, শেখ হেদায়েত হোসেন, অবকাশ গণ গ্রন্থগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, রাজু আহমেদ, সুপ্রিয় মন্ডল, গণ সংহতি আন্দোলন জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরি সোহেল, ছাত্র ফেডারেশনের আহবায়ক আল আমিন শেখ, নজরুল ইসলাম, এস এম খলিলুর রহমান, ইউনুস আলী পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রমূখ। মানববন্ধন পরিচালনায় ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। প্রখর রোদকে উপেক্ষা করে শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনসহ সকল ধরণের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। প্রতিটি ঘটনা তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিদ্যামান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যু দন্ড। ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমবেতভাবে রুখে দাড়াতে হবে।
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ ভবানীপুর গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা ও রেজা মন্ডল সমর্থকদের সঙ্গে রাশিদুল ও লাবু শকাতি সমর্থকদের বিরোধ সৃষ্টি হয়। শনিবার সকালে রাশিদুল ও শকাতির লোকজন বাদশা ও রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ফরিদ হোসেনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোক ছিলেন।
কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোংলা বন্দরকে যেভাবেই হোক আরো বেশি শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে…এনবিআর চেয়ারম্যান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম বলেছেন, মোংলা বন্দরকে যেভাবেই হোক আরো বেশি শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে। এ বন্দর আরো বেশি কার্গো হ্যান্ডেলিং যাতে করতে পারে সেজন্য যে সকল সুযোগ-সুবিধা প্রয়োজন তা বৃদ্ধি করতে হবে। শনিবার সকালে মোংলা কাস্টমস হাউসে ‘কাস্টমস ই-পেমেন্ট বিষয়ক সচেতনতামূলক সভা/সেমিনার’র শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আবু হেনা মো: রহমাতুল মুনিম সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। সেমিনারে তিনি বলেন, ২০২২সালের ১লা জানুয়ারী থেকে দেশের সকল কাস্টমস হাউজ ও কাস্টমস ষ্টেশনে শুল্ক, করাদি, ফি, সব ধরণের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য মো: সাইফুল ইসলাম, সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন ও মোংলা কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহমদ।
এরপর এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, যে কোন জায়গায়, যে কোন কাজে ও বিষয়ে অনেক সমস্যা থাকবে। সমস্যার ভিতর দিয়ে কাজ করতে হবে। সমস্যাগুলোকে চ্যালেঞ্চ হিসেবে নিয়েই এর থেকে উত্তরণ ঘটাতে হবে। সমস্যাগুলো শুধু এনবিআর সম্পর্কিত নয়, বন্দর ও কাস্টম কর্তৃপক্ষসহ অন্যান্য বিভাগ জড়িত রয়েছে। সকল বিভাগের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধান করা হবে।
ঝিনাইদহে দিনি দিন জনপ্রিয় হয়ে উঠছে পাবদা মাছের চাষ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহে ভালো লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে পাবদা মাছের চাষ। আর প্রতিবেশী দেশ ভারত ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এ মাচ। ২০১৬ সালে ২ জন চাষীর মধ্যদিয়ে শুরু হয়ে এখন পাবদা চাষীর সংখ্যা দাড়িয়েছে ৩০ জনে। গেল মৌসুমে ১৫০ মেট্রিকটনের বেশী পাবদা উৎপাদিত হয়েছে। সামনের উৎপাদন আরো বেশী হবে বলে আশা করছে মৎস্য বিভাগ।
বিল এলাকা এবং মাটি ও পানি উপযোগী হওয়ায় মহেশপুর উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে পাবদা মাছের চাষ। ময়মনসিংহের বিভিন্ন বে-সরকারী হ্যাচারী থেকে খামারীরা পোনা সংগ্রহ করে চাষ করে থাকেন। পরবর্তিতে সেগুলো পুকুরে মিশ্র ও দানাদার খাবার খাইয়ে বড় করা হয়। সাধারনত এক বিঘা আয়তনের একটি পুকুরে দেড় লক্ষ টাকা খরচ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ বিক্রি করা যায়। দেশেই নয় বিদেশেও রপ্তানী করা হচ্ছে পাবদা মাছ।
মৎস্য খামারি আব্দুর রহমান বলেন, এ মাছ বিক্রিতেও রয়েছে সুবিধা। দেড় শ’ কিংবা দুই শ’ মন যে পরিমাণই মাছ ধরা হোক না কেন তা পুকুর পাড় থেকেই কিনে নিয়ে যান ঢাকা, চট্রগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আসা বড় বড় ব্যাপারীরা। ফলে লাভ এবং বিক্রয় সুবিধা পাওয়াই পাবদা চাষ জনপ্রিয় হচ্ছে বলেন জানান তিনি।
মহেশপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পাবদা মাছ চাষ লাভ জনক। এই চাষ বৃদ্ধিতে নিয়মিত খামারীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিক্রিতেও সহযোগীতা করছে মৎস্য বিভাগ। এছাড়াও জেলার মহেশপুরে উৎপাদিত এসব পাবদা মাছ ভারতে এলসির মাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা সহ দেশীয় বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। গড়ে ৩৩০ টাকা কেজি দরে পাবদা বিক্রি হয়। গত ১ বছরে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। সাধারনত মার্চ মাসের শুরুতে পুকুরে পাবদা পোনা ছাড়া হয় এবং ছয় মাস পর থেকে তা সংগ্রহের উপযোগী হয়।
পাইকগাছায় উপ নির্বাচনে সরকারি দলের ভয়াবহ সন্ত্রাস ও আচরণবিধি ভঙ্গের ঘটনায় খুলনা বিএনপির উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার জনগনের ভোট ছাড়াই ক্ষমতা দখল করে সমগ্র নির্বাচনী ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচনেই পুলিশ, প্রশাসন, দল, গুন্ডা, সন্ত্রাসী সব যেন মিলেমিশে একাকার থাকে। সরকারি দলের প্রার্থীর অনুকুলে সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে বিরোধী দলীয় প্রার্থীকে নির্বাচনী মাঠ থেকে তুলে দিয়ে একতরফা পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগনের ভোটের অধিকার হরন করা হচ্ছে সরকারের মুল টার্গেট। পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনেও সেই কুপ্রবৃত্তি থেকে বেড়িয়ে আসতে পারেনি আওয়ামী লীগ সরকার। অবিলম্বে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনসহ নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত সকলকে নির্বাচনী পরিবেশ সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
খুলনা পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচনী আচরন ভঙ্গের করনীয় নির্ধারনে ১০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভা বক্তারা এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি অ্যাড, শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, ৪ অক্টোবর ২০২০ নির্বাচনী প্রচারনার দিন থেকে বিএনপির প্রার্থীর ডা. আব্দুল মজিদের নিজ ইউনিয়ন লস্করসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম পিন্টু, ছাত্রদল থানা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হুদা মিন্টুসহ ১০জন আহতের ঘটনায় থানায় অভিযোগ দিলেও থানা পুলিশ মামলা গ্রহন করেনি এবং এছাড়া ৩ অক্টোবর বিএনপির প্রার্থী তার পিতার কবর জিয়ারত করা কালীন সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এছাড়া পাইকগাছা উপজেলার ১০ ইউনিয়নে বিএনপির সভাপতি সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বাড়িতে পুলিশী হয়রানির কারনে তারা অনেকেই বাড়ি ছাড়া হয়েছে। সম্ভাব্য এজেন্টদের নানভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে যাতে করে তারা এজেন্ট হতে অস্বীকৃতি জানায়। খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য প্রতিদিনই উন্নয়ন পরিকল্পনা সভার নামে ইউনিয়নে ইউনিয়নে দলীয় কর্মকান্ডের নামে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। যা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের সামিল। সভায় আগামী ১২ অক্টোবর পাইকগাছা প্রেসকাব মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর উপস্থিতিতে খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহনে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ও একই সাথে বিএনপির প্রার্থীর ধানের শীষ প্রার্থীর পক্ষে গনসংযোগে অংশগ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, অ্যাড, শরিফুল ইসলাম, এ্যাড. মোমরেজুল ইসলাম, মোল্লা খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম নান্নু, জি এম কামরুজ্জামান টুকু, ডা, আব্দুল মজিদ, এ্যাড. কে এম শহিদুল ইসলাম, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, ওয়াহিদুজ্জামান রানা, হাসানুর রশিদ মিরাজ হাফেজ বাশার, এ্যাড, আব্দুস সাত্তার, জি এম আসাদুজ্জামান, নাজমুল সাকিব পিন্টু, জসিম উদ্দীন লাবু, শামসুল বারিক পান্না, এনামুল হক সজল, মনিরুজ্জামান লেলিন প্রমূখ।
ধানে পাতাপোড়া রোগ, দিশেহারা কৃষক
আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর)
আর মাসখানেক পরেই ঘরে উঠবে আমনধান। ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। সেইলক্ষ্যে ধানের যতœনিতে দিনভর পরিশ্রম করছেন কৃষক। এরইমধ্যে কৃষকের কপালে পড়েছে ভাজ। হঠাৎ করেই ধানের আগা পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। উপজেলায় বেশিরভাগ মাঠে এই রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ কোন ফল। কৃষকরা এমন হতাশায় দিন কাটালেও উপজেলা কৃষি অফিস তাদের কোন খবর রাখে না বলেই অভিযোগ।
রঘুনাথপুর গ্রামের কৃষক সুলতান আহম্মদ বলেন, পাঁচবিঘা জমির ধানগাছ কমবেশি আগা পুড়ে যাচ্ছে। বেশি আক্রান্ত হয়েছে একবিঘা। দুইবার স্প্রে করেও ফল মিলছে না। দিনদিন আক্রান্তের মাত্রা বাড়ছে। রোহিতা মাঠের কৃষক আব্দুর রহিম বলেন, আট শতক জমিতে গুটিস্বর্ণা ধান চাষ করেছি। ধানের থোড় আসার মত হয়েছে। ১৫-২০ দিন আগে এক কোনায় কিছু ধানগাছের পাতা পোড়া দেখা দেছে। পরে এক সার দোকানির পরামর্শে তিন প্রকারের কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করিছি। এখন দেখছি পুরোজমি ধরা করেছে। ওই মাঠের অসিত দাস ও দেবাশীষ বিশ্বাসের দেড় বিঘা করে জমিতে ধানের আড়াপোড়া রোগ দেখা দিয়েছে। তারাও কীটনাশক ব্যবহার করে কোন ফল পাচ্ছেন না। বাগডোব মাঠের কৃষক ওয়াসিম আকরাম বলেন, আমার ১২ কাঠা জমির ধানের আগাপুড়ে গেছে। এছাড়া মাঠের অধিকাংশ জমিতে এই সমস্যা। কৃষি অফিসাররা কোনদিন মাঠে উঁকি মেরেও দেখেন না।
চলতি মৌসুমে উপজেলার ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে গুটিস্বর্ণা, ব্রি-৫১, ব্রি-৮৭, ব্রি-৯০সহ নানা জাতের আমন চাষ হয়েছে। খোঁজনিয়ে জানা গেছে, উপজেলার মাহমুদকাটি, রঘুনাথপুর, জালালপুর, হেলাঞ্চি, কাশিপুর, ইত্যা, কাশিমনগর, রোহিতা, বাগডোব, পট্টি, সরণপুর, দেবিদাসপুর, কাঁকড়ের বিল, হানুয়ার, শাহাপুর, মোবারকপুর, হরিদাসকাঠি, ঢাকুরিয়া মাঠে বিক্ষিপ্তভাবে ধানে আড়াপোড়া রোগ দেখা গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা বলছেন, গত দুই বছর ধরে আমন মৌসুমে ধানে এই সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে তারা চিন্তায় থাকলেও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের কোন খোঁজ নেননি। অনেক কৃষক তার এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে চেনেন না।
খেদাপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ধানের আগা পোড়া রোধে নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি। তাদেরকে ব্যাকটোবান, বেকট্রোল ও নেকসুমিন নামক কীটনাশকের যেকোন একটি পরিমাণমত ব্যবহারের পরামর্শ দেওয়া হেচ্ছ।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, উপজেলার বেশকিছু নিচু ও ছায়াযুক্ত জমির ধানে আগাপোড়া রোগ দেখা দিয়েছে। যেসব জমিতে বেশি ইউরিয়া ব্যবহার করা হয়েছে সেসব জমিতে এই সমস্যা বেশি। জমির পানি সরিয়ে দিয়ে পটাশ ব্যবহার করলে এই সমস্যা দূর হবে। আমাদের উপসহকারীরা কৃষকদের
পরামর্শ দিচ্ছেন। কৃষকরা সেটা না শুনে বাকির আশায় কীটনাশকের দোকানে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। ফলে তারা প্র্রতিকার পাচ্ছেন না।
ঝিনাইদহে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা থেকে কাসেম বিশ^াস নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রামের মেহগণি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মনসুর বিশ^াসের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে সকাল ১১টার দিকে একটি মেহগনি বাগানের মধ্যে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।
পাইকগাছায় ধর্ষন ও পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে নড়াইল থেকে ধর্ষন ও পর্ণোগ্রাফি মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২) কে গ্রেফতার করেছেন। মোবাইলের সুত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ হোসেন শুত্রবার মোস্তাকে গ্রেপতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, চেচুয়া গ্রমের ফজলু মিস্ত্রীর ছেলে একই এলাকার জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে গত ১০-৬-২০ তারিখে মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯( ৩)তৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন, যার নং-১৩। এ বিষয়ে ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী জানান, মোবাইলের সূত্র ধরে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় “আত্মপ্রকাশ পাইকগাছা” সংগঠণের আত্মপ্রকাশ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণের মধ্য দিয়ে “আত্মপ্রকাশ পাইকগাছা” নামে একটি সামাজিক সংগঠণের আত্মপ্রকাশ ঘটেছে। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর যৌথভাবে এর উদ্বোধন করেন। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে পৌরসভার সরলে পৌর পানি শাখা কার্যালয়ে সংগঠণের সভাপতি আরিফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। ফয়সাল আশিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, আব্দুল গফফার মোড়ল, মোঃ সাইফুল, সাইদুর রহমান, ফিরোজ আহমেদ, নয়ন মনি বিশ্বাস, সাজিদ শাহরিয়ার, মামুন হোসেন, ইসরাফিল হোসেন, হাসান আলী, ইকরামুল হোসেন, দীপ্ত কুমার দাশ, উজ্জ্বল পাল। উক্ত সংগঠণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চা বিক্রির সরঞ্জাম, মাদক, বাল্য বিবাহ, জুয়া বন্ধ ও রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে।
সবজির দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে!
বেনাপোল প্রতিনিধি
গত মার্চ মাস থেকেই করোনার কারণে কর্মহীন অনেক মানুষ। বেসরকারি সেক্টেরের অনেক সেক্টরেই চাকরি হারিয়েছেন অনেকে, অনেকে চাকরিতে থাকলেও বেতন বোনাস কমে গেছে। এর বাইরে ছোট ও মধ্যম মানের ব্যবসায়ীদেরও ব্যবসা কম। অসহায় স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে নতুন স্বাভাবিক পৃথিবীতে মানুষের জীবন। এদিকে দ্রব্যমূল্যের বাজারেও আগুন। সম্প্রতি কাঁচা বাজারে ঢোকাটাই কষ্টকর হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য।
সরেজমিনে জানা যায়, সব ধরনের সবজির দামের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম। তিন থেকে সাত দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২৫০ শত টাকায় পৌঁছেছে। এই সময়ে মরিচের দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ১০০ টাকা এবং সব ধরনের সবজির দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজির সরবরাহ থাকলেও বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় এসব সবজির দাম। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই এটি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
শনিবার (১০ অক্টোবর) সকালে বেনাপোল ও শার্শার বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২৫০ টাকা, বেগুন ৭৫ থেকে ৮০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, আলু ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, করল্লা ৮০ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁকরল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
অথচ তিন থেকে চার দিন আগে কাঁচা মরিচ ১৫০ টাকা, বেগুন ৫০ টাকা, গাজর ১০০ টাকা, খিরই ৩০ থেকে ৩২ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙে ৩৫ থেকে ৩৬ টাকা, পটল ৩০ থেকে ৩২ টাকা, পেঁপে ২০ থেকে ২২ টাকা, আলু ৩৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, উচ্ছে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৫৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাকরল ৫০ থেকে ৫২ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছিল। তবে সপ্তাহখানেক আগেও এসব পণ্যের দাম ছিল খুবই স্বাভাবিক। একেবারেই হাতের নাগালে।
শনিবার সকালে বেনাপোল বাজারে আসা ক্রেতা জিয়া বলেন, ‘করোনার সময়ে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ পড়েছে বিপাকে। দাম যাতে শিগগির নিয়ন্ত্রণে আসে এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
শার্শার নাভারন বাজারে আসা ক্রেতা আলমগীর হোসেন বলেন, ‘সবজির বাজার বেসামাল অবস্থা। তিন-চার দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি কমপক্ষে ৮০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দামও। বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।’
বেনাপোল চেকপোস্টের শাপলা হোটেলের মালিক মনিরুজ্জামান বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় সবধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে।’
একইভাবে পলাশ হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাঁচা মরিচের পাশাপাশি সব ধরনের সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।’
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, দেশে এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এতে সবজিসহ তরিতরকারির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ব্যবসায়ীরা বাইরের জেলা থেকে এসব সবজি ও ঝাল ক্রয় করে আনছে। পরিবহন ভাড়া বেশি হওয়ার কারণে সবজি ও ঝালের মূল্য বৃদ্ধি পেয়েছে।
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মন্টু’র পক্ষে জেলা যুবলীগ নেতার গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে শনিবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবু। তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য রাম টিকাদার, মোঃ আকরামুল ইসলাম, অঞ্জন মন্ডল, ইউপি সদস্য বিশ্বজিত রায়, কৃষ্ণপদ শীল, নীশিত মজুমদার, সুকুমার কবিরাজ,শিবু প্রসাদ মন্ডল, জিয়াউর রহমান, সুজন মন্ডল, সবুজ ব্যাপারী,শ্রীকৃষ্ণ রফতান, জাহিদুর রহমান, জহির উদ্দিন শেখ, বিপ্লব, কামরুল, মাসুদ প্রমুখ।
মহানগর জাতীয় যুব সংহতি মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ঘোষিত সারা বাংলাদেশে ধর্ষন ও নারী নির্যাতন এর প্রতিবাদে শনিবার সকাল ১১ টায় খুলনা প্রেস কাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিত্ত্বে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, জাপার কেন্দ্রীয় সদস্য এ্যাড. এস এম মাসুদুর রহমান, জাপার কেন্দ্রীয় সদস্য এস এম এম এসাদুজ্জামান ডলার, জাপার কেন্দ্রীয় সদস্য মোঃ ওদুত মোড়ল, জাপা নেতা মোঃ রাসেল হোসেন, জাপা নেতা মোঃ মোতাহার উদ্দিন, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন লালু, হানিফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রেজা মহাসিন। জাপা নেতা হাফিজুর রহমান বাবলু, যুব নেতা যথাক্রমে মোঃ বেল্লাল হোসেন, গাজী মোশারফ হোসেন, আখতার হোসেন, রাজন দাস, মোঃ জাকির হোসেন, মোঃ মামুন, মোঃ কামরুল, আকবর হোসেন, মোঃ জহির, মোঃ রানা, ইমরান হোসেন, ছাত্র নেতা তপু রায়হান, যুব নেতা মোঃ রুহুল আমিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ এস কে রনি, মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
মোড়েলগঞ্জের জিউধরায় কৃষকের ৫ বিঘা জমির বীজপাতা বিনষ্ট করেছে প্রতিপক্ষ
এম.পলাশ শরীফ/আরিফুল ইসলাম আরিফ
বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামে এক কৃষক পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে ৫ বিঘা ফসলি জমির বীজপাতা বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। আমন মৌসুমে ফসল বুনতে দেয়নি প্রতিপক্ষ প্রভাবশালি মহল।
সরেজমিনে, পাজাখোলা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক রিপন হাওলাদার, মিজানুর রহমান স্বপন ও মাহফুজ হাওলাদার বলেন, দীর্ঘ ১০ বছর ধরে পার্শ্ববতী মংলা উপজেলার জয়মনি গ্রামের সুলতান হাওলাদার, ডা. খান হাবিবুর রহমান ও গৌতম হালদারের নিকট থেকে প্রতিবছর নগদ হাড়ির টাকা দিয়ে ৫ বিঘা জমিতে মৎস্য ও ধান চাষাবাদ করে আসছেন। এ জমিতে বছরে উৎপাদিত ফসল থেকে পরিবার পরিজন নিয়ে তাদের জীবিকা নির্বাহ হয়।
সম্প্রতি পার্শ্ববতী বাইনতলা গ্রামের দেলোয়ার হোসেন চাপরাশি প্রতিহিংসা শিকার হয়ে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে আসছে।
বর্তমান আমন মৌসুমে জমিতে বীজপাতা রোপন করতে পারেনি ওই কৃষক পরিবার। এতে তাদের অর্ধলক্ষ টাকা মূল্যের ২০ পোন রোপা আমন বীজ বিনষ্ট করা হয়েছে।
প্রকৃত জমির মালিককে বিবাদী না করে রিপন হাওলাদারসহ তার ২ সহোদরের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। যার প্রেক্ষিতে মহামান্য আদলত বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দায়েরের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষক পরিবার বিষয়টি ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ সর্ম্পকে দেলোয়ার হোসেন চাপরাশি বলেন, রিপন হাওলাদারের রাখা জমির মধ্যে তার জমি রয়েছে। আইনের মাধ্যমে তিনি জমি ফেরৎ পেতে চান। কাউকে তিনি হয়রানি করছেন না।
দেশের উন্নয়নে সতস্ফুর্তভাবে উপযুক্ত ব্যক্তিদের কর দেওয়া অপরিহার্য
-এনবিআর চেয়ারম্যান
তথ্য বিবরণী
আয়কর ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সাথে রাজস্ব পর্যালোচনা সভা শনিবার বিকালে খুলনা কর অঞ্চলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে সতস্ফুর্তভাবে উপযুক্ত ব্যক্তিদের কর দেওয়া অপরিহার্য। বর্তমান সরকার কর ব্যবস্থাকে আধুনিক, গতিশীল, যুগোপযোগী এবং করবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, কর আহরণে কর দপ্তরের কর্মকর্তা সক্রিয় রয়েছেন এবং আরও সচেষ্ট থাকতে হবে। কর এবং ভ্যাট আদায়ে জনগণ যাতে জুলুম ও অযথা হয়রানির শিকার না হয় সেদিকে কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। ই-পেমেন্ট পদ্ধতি চালুর ফলে করদাতারা সহজে কর দিতে পারছেন। কর ও ভ্যাট দপ্তরের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় কর প্রদানে মানুষের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম, সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) ড. আব্দুল মান্নান শিকদার, সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মোঃ আমিনুর রহমান, উপসচিব ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান, খুলনা কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ মোস্তবা আলী, খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার মোঃ রফিকুল ইসলাম, খুলনা ট্যাকসেস আপীল ও ট্রাইব্যুনাল দ্বৈত বেঞ্চের সদস্য অনিমেষ রায়, সদস্য মোহাঃ আবু তাহের চৌধুরীসহ খুলনার কর ও ভ্যাট কর্মকর্তা অংশ নেন। ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়।
ফকিরহাটে ডেয়ারী ফার্মের তালা ভেঙে বিদেশী জাতের গরু চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুরে ১টি ডেয়ারী ফার্মের তালা ভেঙে দুইটি বিদেশী জাতের গাভী ও তার বাছুরকে চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরচক্র। শনিবার ভোর রাতে লখপুরের সন্দীপ পাড়ার মোঃ রিপন ও আবদুর রহমান নামের আপন দুই ভাই এর বসত বাড়ির ডেয়ারী ফার্মে এঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসির সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ফার্মের তালা ভেঙে অজ্ঞাত চোরেরা অষ্ট্রেলীয়ন জাতের ১টি গাভী ও ১টি বছুর চুরি করে পালিয়ে যায়। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ্য টাকা। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে, যার নং-৩৪৫। তাং ১০/১০/২০২০।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দের কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ
খবর বিজ্ঞপ্তি
৯ ও ১০ই অক্টোবর শুক্র ও শনিবার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ ২ দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচি চরমোনাই তে বরিশালে অংশগ্রহণ করেন। মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহমান মিয়াজি ও সাধারন সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর নেতৃত্বে প্রশিক্ষণ কর্মসূচি তে অংশগ্রহণ করেন মোঃ মেহেদি হাসান, মোঃ আব্দুর রশিদ, ফেরদাউস গাজী সুমন, হাফেজ মোঃ হাসান, মাওলানা ফরিদ উদ্দীন আজহার, মোঃ শিমুল ব্যাপারী, মোঃ মোমিন ইসলাম নাসিব, মোঃ আরিফুল ইসলাম, মোঃ টিপু সুলতান, মোঃ আব্দুর রাকিব প্রমূখ
মণিরামপুরে গাছের ডাল পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে গাছের শুকনো ডাল পড়ে নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাকলা কাঁঠালতলা গ্রামে এঘটনা ঘটে।
নাহিদ ওই গ্রামের নাসির হোসেনের ছেলে। সে স্থানীয় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, সকালে ছেলেটির স্বজনরা বাড়িতে নিজেদের একটি রেইনট্রি গাছ কাটছিলেন। গাছটি ফেলানোর জন্য সেই গাছে বাধা দড়ি ধরে টানছিল ছেলেটি। একপর্যায়ে গাছটি অন্য একটি গাছের উপর পড়ে। তখন সেই গাছের একটি শুকনো ডাল ভেঙে ছেলেটির গায়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ছেলেটির মৃত্যু হয়।
আফিলগেটে স্বামীর বিচারের দাবিতে দ্বারে-দ্বারে ঘুরছেন নূরজাহান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানার আফিলগেট চেকপোষ্ট এলাকার আকবার এর পুত্র বাস ড্রাইভার রিগান (৩২) এর অত্যাচারের হাত থেকে রেহায় পেতে ৭ বছরের পুত্র সন্তান ফয়সাল কে নিয়ে বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী নুরজাহান (২৬)। ২০০৭ সালে ইসলামী শরিয়ত মোতাবেক ইষ্টার্ণ জুট মিলের শ্রমিক নুরুজ্জামান এর কন্যা নুরজাহান এর সাথে বিবাহ হয় বাস ড্রাইভার রিগানের । বিয়ের পর থেকে স্ত্রী নুরজাহান কে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এর মধ্যে গত বছরের জুন মাসে ড্রাইভার রিগান শিরোমনি এলাকায় একজনের স্ত্রীকে কৌশলে ভাগিয়ে নিয়ে বিবাহ করে , কিছুদিন পর তাকেও তালাক দেয় । পরবর্তিতে চলতি বছরের জুলাই মাসে কৈয়া বাজারের এক মহিলাকে বিবাহ করে , ছোট শিশু পুত্রসহ স্ত্রীর খোজ খবর ভরনপোষন না দিয়ে এবার স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দিচ্ছে তার স্বামী বহু বিবাহের হোতা রিগান । স্বামীর অত্যাচারের হাত থেকে রেহায় পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন নুরজাহান । লিখিত অভিযোগে নুরজাহান বেগম জানান, বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার চলতে থাকে, এর মধ্যে আমার ছোট সন্তানের কথা ভেবে মুখ বুজে রিগানের নির্যাতন সহ্য করে সংসার করছিলাম , আমার ভরণ পোষণ দেওয়াতো দুরে থাক এখন আমাকে মিথ্যা মামলাসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। স্থানীয়রা জানান রিগান নিয়মিত মাদক সেবন করে, রিগানের কারনে অনেকের সংসার ভেঙ্গেছে । এছাড়া বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকান্ড করায় এলাকায় একাধিকবার শালিস দরবার হয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্মর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।
কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপনির্বাচন রিংকু কাউন্সিলর নির্বাচিত
সাবজাল হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে সর্বাধিক ১৬৬৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, এই নির্বাচনে বোতল প্রতিকের মনিরুজ্জামান রিংকু ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উটপাখি মোঃ নাসিম উদ্দিন পেয়েছেন ১০২১ ভোট পেয়েছেন। এছাড়াও অন্য দুইজন প্রার্থী পাঞ্জাবী প্রতিকের আলমগীর হোসেন ৪২৬ ও ডালিম প্রতিকের মিজানুর রহমান পেয়েছেন ২০৭ ভোট। শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
রিটার্নিং অফিসার সূত্রে জানাগেছে, এই ওয়ার্ডে মোট ভোটার ৬৩০৬। এরমধ্যে পুরুষ ভোটার ৩১৩৬ ও নারী ভোটার ৩১৭০ জন। এই উপনির্বাচনে ২টি ভোট কেন্দ্রে ১ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহন সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ আগস্ট কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী মৃত্যুবরন করলে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ ভেটে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ মেয়র নির্বাচিত হলে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করা হয়।
বাগেরহাটে পুকুর থেকে অজগর উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১০অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলার উওর রাজাপুর গ্রামের ভোলার-পার এলাকার ইদ্রিস হাওলাদারের বাড়ির পুকুরে হাস ধরার জন্য তারা করলে সিপিপি টিম লিডার লুৎফর হাওলাদারের নেতৃত্বে সাঁপটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের পাশে বনের মধ্যে অবমুক্ত করা হয়। এ সময় সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হকসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।
ধানসাগর ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয় সিপিপির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়।পরে আমরা উর্দ্ধোতন কর্মকর্তাদের উপস্থিতিতে বনের মধ্যে অবমুক্ত করেছি। আট ফুট লম্বা অজগরটির ওজন ৯ কেজি।
চৌগাছায় সরকারি মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের ম্যানেজার ইমদাদ হোসেন সরকারি বাওড়ের মূল্যবান গাছ কোন টেন্ডার ছাড়াই অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে দুই লক্ষাধিক টাকা মূল্যের এক ট্রলি গাছ চৌগাছা পৌরসদরের কুঠিপাড়া কাঠের মিলে নেয়ার পথে কাঠ বোঝাই নছিমনসহ ধরা পড়ে চালক।
বাওড় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা বলছেন, শনিবার যে গাছ মিলে বিক্রি করেছেন ম্যানেজার তার আনুমানিক মূল্য ২ থেকে ৩ লাখ হবে। তাদের অভিযোগ বাওড় এবং বাওড়ে বিলের পাড়ে যেসব মূল্যবান গাছ ছিল বিগত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে ম্যানেজার সেসব গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। যার মূল্য ২০ লাখ টাকার বেশি হবে বলেও জানান তারা। (ট্রলি) চালক বেড়গোবিন্দপুর গ্রামের শরিফুল ইসলাম জানান, বাওড় অফিস থেকে গাছ নিয়ে তিনি কাঠমিলে (স-মিল) নিয়ে যাচ্ছেন। তিনি জানান এটি ২য় গাড়ি। এর আগে একগাড়ি মিলে রেখে এসেছি। এই গাছ কে বিক্রি করলো জানতে চাইলে তিনি বলেন বাওড়ের ম্যানেজার (নাম বলতে পারবো না) আমাকে কাঠ মিলে নেয়ার জন্য গাড়িতে তুলে দিয়েছেন।
বাওড় ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, কোন গাছ টেন্ডার বা নিলাম করা হয়নি। আম্পানে গত ২০ মে এ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় পড়ে যাওয়া গাছ রয়েছে। তবে তার দাবি সে গাছগুলো বাওড়ের স্টোরে রয়েছে। তাহলে স-মিলে যে গাছ নেয়া হচ্ছে এগুলো কোনগাছ প্রশ্ন করলে তিনি কোনা জবাব দিতে পারেন নি।
মেয়াদ উওীর্ণ বেনাপোল পৌর সভার নির্বাচনের দাবিতে ২১ টি সংগঠনের মতবিনিময় সভা
বেনাপোল প্রতিনিধি
১০ বছর ধরে হচ্ছে না মেয়াদ উওীর্ণ বেনাপোল পৌর সভার নির্বাচন। “পৌরবাসী”নামে একটি সংগঠনের ব্যানারে ২১ টি সংগঠন পৌরসভার নির্বাচনের দাবিতে আজ শনিবার দুপুরে এক মতবিনিময় সভা করেছে স্থানীয় সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে।
সংগঠনের আহবায়ক মুস্তাফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে পৌরসভার নির্বাচনের দাবি নিয়ে বক্তব্য রাখেন বিশিস্ট মুক্তিযোদ্ধা শাহ আলম, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন স¯পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন, সাংবাদিক মহসিন মিলন, সাংবাদিক বকুল মাহবুব, সাংবাদিক আ: রহিম, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, যশোর জেলা পরিষদের সদস্য অহেদুজ্জামান অহিদ, বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, ৪ নং বেনাপোল ইউণিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক সাজেদুর রহমান, বন্দর হ্যন্ডলিং ইউনিয়নের সভাপতি রাজু মিয়া, ্রটাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহীন, প্রাইভেট কার সমিতির সভাপতি মতিয়ার রহমান, আকবর হোসেন প্রমুখ।
সভায় আগামী সপ্তাহে নির্বাচনের দাবিতে মানব বন্ধন, সমাবেশ , ও সাংবাদিক সম্মেলন করার ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য সীমানা নির্ধারন নিয়ে ১২ টি মামলা থাকায়, গত দশ বছর ধরে বেনাপোল পৌর সভার নির্বাচন হচ্ছে না।
পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক মাছ ব্যবসায়ীকে মারপিট করে আহত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক মাছ ব্যবসায়ীকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে পৌরসভার জিরোপয়েন্টস্থ বরফ মিলের সামনে।
অভিযোগে জানা যায়, উপজেলার হাড়িয়ারডাঙ্গা গ্রামের ফজলু করিম সরদারের ছেলে গোলাম কিবরিয়া রুহিন একজন মাছ ব্যবসায়ী। ঘটনার দিন আঠারমাইল থেকে মাছ বিক্রি করে বাড়ী ফিরছিল। প্রতিমধ্যে পাইকগাছা জিরোপয়েন্টস্থ বরফ মিলের সামনে পৌছালে নাইম মোড়ল ও নয়ন মিস্ত্রী সহ কয়েকজন দুস্কৃতিকারীরা রুহিনকে গতিরোধ করে মারপিট করে মটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় তারা ১৫০ সিসি একটি হাংক মটরসাইকেল ও তার কাছে থাকা মাছ বিক্রির ২২ হাজার ৮৩০ টাকা নিয়ে চলে যায়। স্থানীয়রা আহত রুহিনকে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঘটনার বর্ণনা দিয়ে রুহিনের পিতা ফজলুল করিম সরদার বলেন, রোববার আদালতে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশ ব্যাপী ধর্ষণের প্রতিবাদে ১২ অক্টোবর নগরীতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
দেশ ব্যাপী ধর্ষণ ও নারি নির্যাতনের প্রতিবাদে আগামী ১২ অক্টোবর সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী গ্রহণ করেছে জাতীয় নারী জোট খুলনা। উক্ত কর্মসূচীতে যথা সময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংগঠনের সভাপতি রুনা লায়লা।
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোষ্ট মোড়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন, পরিবেশবীদ মাসুদ আহমেদ সঞ্জু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সুজনের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আশরাফুন নাহার আশা, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল আহমেদ, পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। এছাড়াও ডাস, হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।
সাতক্ষীরায় জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত চেক বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ।
উক্ত চেক বিতরন অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলার ৯ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আড়ংঘাটা থানা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়ংঘাটা থানা শাখার উদ্যোগে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বস্ত্রবিতরণ অনুষ্ঠান ১০ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় আড়ংঘাটা শীতলাতলা মাতৃমন্দিরে থানা সভাপতি বাবু দেবাশিষ মন্ডল উজ্জল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ সভাপতি সমর কুন্ডু , থানা সাধারণ সম্পাদক অসীত মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার সানা, রঘুনাথ ঘোষ, বিশ্বজিত দে, শুভ কুন্ডু, আশিক কবিরাজ, অধ্যাপক সুকৃতি মন্ডল, দেবদাস মন্ডল দেবু , দেবদাস হালদার, চন্দ্রন বিশ্বাস, সনজিত সরকার, পিন্টু, পবিত্র মন্ডল, দেবাশিষ বিশ্বাস, চন্দ্রশেখর হালদার, কালিপদ রায়, পরিমল বাড়ই, প্রদীপ বিশ্বাস, কানন বালা মন্ডল, রন্জু কুমার প্রমুখ ।
দেবহাটার সখিপুর ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৭নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে শনিবার বিকেলে (১০ই অক্টোবর ) স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক স্থানীয় সরকার গঠনের লক্ষ্যে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৭নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোনাজাত আলী , ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা আরতী রানী ঘোষ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাসক শেখ শরিফুল ইসলাম পলাশ, সাবেক ইউপি সদস্য আলম বিশ্বাস, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাবুর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক সহ মসজিদের ইমাম, ফারুক হোসেন, রুহুল আমিন খোকন, দেলোয়ার হোসেন বাচ্চু মোহাম্মদ রফিকুল ইসলাম, আবু দাউদ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ।
রামপালে ৩৯ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ৩৯ টি সার্বজনীন দূর্গা মন্দিরে এ বছর দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামপাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত বরণ কু-ু জানান, প্রতি বছরের ন্যায় এবার ও যথা নিয়মে এবং করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে পূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কথা হয় রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের সাথে, তিনি জানান, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে করে সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সারদীয় দূর্গা পূজা পালনের জন্য সরকারের দিক নির্দেশিত মোতাবেক এবং যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অনুষ্ঠিত হতে পারে সে জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে এ বছর ১৯ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের চাল দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারেেণ সরকারি কিছু দিকনির্দেশনা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতাপনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নিচের তলায় এ ক্যাম্প পরিচালনা করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহযোগিতায় নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মিডিয়া পার্টনার ছিলো রেডিও নলতা ৯৯.২ এফএম। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পে রোগি দেখা হয়। চিকিৎসকবৃন্দ এসময় সহ¯্রাধিক রোগিকে পরীক্ষা নীরিক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং তাদের প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। এর আগে রোগিদেরকে ক্যাম্পে ঢোকার সাথে সাথে স্বাস্থ্য বিধি মেনে হাত ধোয়ানো ও মাস্ক প্রদান করা হয়। সকাল ১০ টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি শেখ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও মেডিকেল ক্যাম্প পরিচালক সেলিম শাহরিয়ার। এসময় অন্যদের মধ্যে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ^াস, নলতা হাসপাতালের জসিম উদ্দিন প্রমুখ অসহায় প্লাবিত মানুষের স্বাস্থ্য সেবার উপর বিশেষ নির্দেশনা, প্রতিবন্ধীদের জন্য করণীয় ও করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ সচেতনামূলক বক্তব্য রাখেন।
আশাশুনি নৈকাটি মাদরাসায় জরুরী সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার নৈকাটি দাখিল মাদরাসা পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারাসা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় সুপার আলহাজ¦ মাওঃ ইমদাদুল হক, সদস্য মনির উদ্দিন, মনিরুল ইসলাম, আবু তালেব মোড়ল, মহররম মোড়ল, মহসীন আলি, গনেশ চন্দ্র সরকার, শাহজাহান আলি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সুপার ঝড়ে বিধ্বস্থ চালের টিন ও আনুষঙ্গিক সরঞ্জমাদি বিক্রয়ের হিসাব প্রদান করে বলেন, কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২ অক্টোবর শুক্রবার বিভিন্ন মসজিদে ও মাইকিং করে উক্ত মালামাল নিলামে বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়। ৪ অক্টোবর কমিটির সদস্য, গন্যমান্য ব্যক্তি ও উপস্থিত ডাকে অংশ নেওয়া ব্যক্তিবর্গের অংশ গ্রহণে প্রকাশ্য ডাক/সেলের মাধ্যমে সর্বোচ্চ মূল্য ২১ হাজার টাকায় মালামাল বিক্রয় করা হয়েছে। সভাপতিসহ সদস্যগণ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় ষড়যন্ত্রমূলক অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মাদরাসার নিরাপত্তা প্রহরী ও আয়াপদে নিয়োগের জন্য ৬ অক্টোবর দৈনিক ইনকিলাব ও দৈনিক দৃষ্টিপাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখনো কোন প্রার্থী আবেদন করেননি। কোন প্রার্থীর সাথে যোগাযোগ বা লেনদেনের কোন ঘটনাও ঘটেনি। সরকারি বিধি মোতাবেক নিরপেক্ষ ভাবে নিয়োগ পরীক্ষা হবে। দরখাস্ত পাওয়ার পর নিয়োগবোর্ড গঠনসহ সকল কার্যক্রম বিধি মোতাবেক করা হবে। নিয়োগ বোর্ডই নিয়োগের কার্যক্রম পরিচালনা করবেন।
প্রতাপনগরে ভেঙ্গে যাওয়া রাস্তায় মাটির কাজ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে প্লাবনের পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তায় মাটির কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সড়কের মাটির কাজের শুভ উদ্বোধন করা হয়। সুপার সাইকোন আম্ফান ও পরবর্তীতে নদীর পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের সকল এলাকার সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এসব সড়কে মাটির কাজ করে আপাতত সড়ক যোগাযোগ ব্যবস্থা করা হবে। পরে সড়কগুলোতে ইটের কাজ বা কার্পেটিং করা হবে। এলক্ষ্যকে সামনে রেখে মুসলিম এইড এর আর্থিক সহায়তায় ৮নং ওয়ার্ডে মাদিয়া শিরসা জিসি রাস্তা হতে উত্তরমুখো গামী মাটির রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় মুসলিম এইড এর কর্মকর্তা, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ দিবস পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “সবার জন্য মানসিক স্বাস্থ্য-অধিক বিনিয়োগ অপরাধ সুযোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ^াস, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ আলোচনা রাখেন।
নাকতাড়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জাতীয় ভিটামনি এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। শনিবার সকালে ক্যাম্পেইন পরিদর্শন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান। ইউনিয়নের নাকতাড়া কমিউনিটি কিনিকে ভিটামিন এ প্লাস অস্থায়ী ক্যাম্প স্থাপিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ক্যাম্পে এলাকার শিশুদের ভিটামিন এপ্লাস ক্যাপ্সুল খাওয়ানো হচ্ছে। কার্যক্রম পরিদর্শন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। তিনি আগত শিশুদের ভিটামিন ক্যাম্পুল খাওয়ায়ে দিনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সাথে কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে মতবিনিময় করেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা দানের কথা জানান চেয়ারম্যান সাকিল। ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করছেন স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল। এসময় সাবেক ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, পরিবার কল্যাণ সহকারী নাছিমা খাতুন, স্বেচ্ছাসেবক হারান সরকার ও ববিতা রাণী উপস্থিত ছিলেন।
শোভনালীতে কমিউনিটি কিনিক ও ক্যাম্পেইন পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালীতে কমিউনিটি কিনিক ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরির্দশ করা হয়েছে। শনিবার সকালে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। শোভনালী ইউনিয়নের গোঁদাড়া কমিউনিটি কিনিক এবং বালিয়াপুর কমিউনিটি কিনিক পরিদর্শনসহ কামালকাটি পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। পরিদর্শনকালে তিনি কিনিকসহ ক্যাম্পেইনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, এফডব্লিউভি রুমা পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য সহকারী গাউসুল আযম, সিএইচসিপি আছাফুজ্জামান বাপ্পী, রবীন্দ্রনাথ মন্ডল সহ সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুষ্কৃতকারী চক্র
ফকিরহাট প্রতিনিধি :
ঢাকা মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকা থেকে চালককে চেতনানাশক ঔষধ স্প্রে অথবা খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সুকৌশলে আব্দুল মান্নান নামের এক চালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুষ্কৃতচক্র। অচেতন অবস্থায় রাস্তার পাশে একটি বাগানের ভেতর স্থানীয়রা দেখতে পেয়ে মোল্লাহাট থানা পুলিশ অবহিত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। ঘটনাটি শনিবার দুপুরের দিকে। ইজিবাইক চালক আব্দুল মান্নান ফকিরহাট উপজেলার ছোট-বাহিরদিয়া এলাকার বাসিন্দা। এ রিপোর্ট রেখা পর্যন্ত ইজিবাইকের সন্ধান মেলেনি।
ফকিরহাট বুড়ির বটতলা থেকে মটরসাইকেল চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বুড়ির বটতলা এলাকা থেকে একটি এ্যাপাসি লাল রং এর মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দুপুরে। স্থানীয়রা জানান, বুড়ির বটতলা এলাকার মহিউদ্দিন শেখের পুত্র সাদিক শেখ তার মটরসাইকেল রেখে নামাজ পড়তে যায়। নামাজ শেষে এসে দেখে তার মটরসাইকেলটি নেই। প্রত্যক্ষদর্শী একজন নারী জানান, মটরসাইকেলটি অজ্ঞাত দুই যুবক নিয়ে পালিয়ে গেছে। উল্লেখ্য, ফকিরহাটে সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে মটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
কথিত সাংবাদিক বদরুজ্জামানের বিরুদ্ধে ফের সংবাদ সম্মেলন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও সাপ্তাহিক জীবন স্্েরাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী কথিত সাংবাদিক কাম হোমিও চিকিৎসক মো. বদরুজ্জামানের বিরুদ্ধে ফের সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকালে কথিত সাংবাদিক বদরুজ্জামানের চাঁদাবাজী, ভয়ভীতি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নওয়াপাড়া প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমি সুনামের সাথে নওয়াপাড়া বাজারে ব্যবসা করছি। ২০১৯ সালে ১৪ নভেম্বর বদরুজ্জামান নিজেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার অভয়নগর প্রতিনিধি দাবি করে আমাকে জমি কিনে দেয়ার কথা বলে ৩ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। জমি কিনে না দিয়ে প্রতারণা শুরু করে। জমি কেনার টাকা ফেরত চাইলে শুরু করেন ছলচাতুরী। সাংবাদিক হিসেবে বিভিন্ন ধরণের ভয়ভীতিও দেখান। পরবর্তীতে আমি নওয়াপাড়া প্রেসকাবের মধ্যস্ততায় দুই লাখ টাকা ফেরত পাই। বাকি টাকা চাইলে বদরুজ্জামান আমার বিরুদ্ধে যশোর জেলা বিজ্ঞ আদালতে চাঁদাবাজীর একটি মিথ্যা মামলা দায়ের করে। বিষয়টি পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) তদন্ত করে। পিবিআই এর তদন্ত রিপোর্টে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এরপর বদরুজ্জামান বেপরোয়া হয়ে আমার বিরুদ্ধে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক জীব¯্রােত পত্রিকায় ‘কুলি থেকে কোটিপতি’ ‘রাস্তার জমি দখল করে ঘাট-গুদাম নির্মাণ’ ও চাঁদাবাজী মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করা’ শিরোনামে একই দিনে তিনটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। ওই সংবাদগুলোতে যেসব সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে তারা পত্রিকার সাথে জড়িত নয় মর্মে গত ৯ অক্টোবর শুক্রবার নওয়াপাড়া প্রেসকাবে তারা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তারা নিজেদের ওই পত্রিকার (জীবন¯্রােতের) সাথে জড়িত নয় বলে দাবি করে। সম্প্রতি আমার কাছে দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক ইত্তেফাক অভয়নগর প্রতিনিধি পরিচয়ে প্রতারক বদরুজ্জামান দুই লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এছাড়া প্রতিমাসে ৪০ হাজার টাকা করে মাশোহারা না দিলে আমার বিরুদ্ধে সংবাদ, মামলা ও আমার ব্যবসা লাঠে উঠাবে বলে হুমকি দিতে থাকে। এঘটনায় আমি বদরুজ্জামানের বিরুদ্ধে যশোর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। এরই ধারাবাহিকতায় কয়েকদিন পূর্বে একাধিক বিবাহের হোতা, প্রতারক ও চাঁদাবাজ বদরুজ্জামান আমার বিরুদ্ধে মোস্তাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করায়।
বক্তব্যের শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের স্বনামধ্য ও মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রনীভূমিকা পালনকারী দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও যশোর জেলা প্রতিনিধির নিকট বদরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক প্রতারক বদরুজ্জামানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, মাসুম বিল্লাহ, মোহাম্মদ সেলিম, ফিরোজ মোল্যা, গৌতম অধিকারী প্রমুখ।
অভয়নগরে সন্ত্রাসী বদিয়ার বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অভয়নগর (যশো) প্রতিনিধি
অভয়নগরে একাধিক মামলার আসামী জামায়াত নেতা সন্ত্রাসী বদিয়ার বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নওয়াপাড়া প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সেম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গাগেট বাজার কমিটির বার বার নির্বাচিত সভাপতি মশরহাটী গ্রামের গোলাম রানা।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, জামায়াত নেতা ও নওয়াপাড়া সিডল টেক্সটাইল মিল সিবিএর যুগ্ম সম্পাদক বদিয়ার ও তাঁর বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। বদিয়ার সহ তাঁর বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে আটক না করায় সে আরো বেপরোয়া হয়ে উঠেছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বদিয়ারের হাতে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ববরণ করেছে মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। জেসমিন নামে এক গৃহবধুকে উত্যাক্তের প্রতিবাদ করায় আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে জামায়াত নেতা বদিয়ার ও তাঁর বাহিনী উপজেলার প্রেমবাগ, মাগুরা, চেঙ্গুটিয়া ও ভাঙ্গাগেট এলাকায় পেট্রোল বোমার বিষ্ফোরণ ঘটিয়েছিল। সরকার পরিবর্তনের সাথে সাথে বদিয়ার ও তাঁর বাহিনী স্থানীয় আওয়ামী লীগে যোগদান করে এলাকায় পূনরায় চাঁদাবাজী, ধর্ষণ, ছিনতাই, বোমাবাজী ও সন্ত্রাসী কর্মকা- শুরু করে। এ ঘটনায় অভয়নগর থানায় একাধিক মামলা আছে। এছাড়া ভৈরব সেতুতে আগত দর্শনার্থীদের বিভিন্ন হয়রানি করার অভিযোগও আছে বদিয়ারের বিরুদ্ধে। গত ২৩ জুলাই সিডল টেক্সটাইল মিলের দুই নারী শ্রমিক ধর্ষনের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা আছে। এই বদিয়ার ও তাঁর বাহিনীর বিরুদ্ধে আমি বার বার প্রতিবাদ করায় গত ২৪ সেপ্টেম্বর বিকালে বাহিনী প্রধান বদিয়ার, তারঁ সহযোগি কামরুল, রতন, আসাদ, জহির, মেহেদী সহ অজ্ঞাত সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র সহকারে আমার বাড়ির মধ্যে আমার ছেলে জিহাদ কামালকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে বিষ্ফোরণ ঘটায়। এঘটনার পর আমি নিজে বাদি হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করি। দুঃখের বিষয় অদ্যবধি বদিয়ার ও তাঁর বাহিনীর একজনও পুলিশের হাতে আটক হয়নি। যে কারণে বদিয়ার ও তার বাহিনীর লোকেরা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে চলেছে। ফলে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।
তিনি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে সন্ত্রাসী বদিয়ার ও তাঁর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, গোলাম রানার স্ত্রী পারভীন নাহার, মেয়ে নাসরিন সুলতানা, ছেলের বৌ খুকুমনি, ভাইপো নাদের আলী, ভাগ্নে আজমল হোসেন, ভাই সেলিম খা, অহিদুল ইসলাম, ইশারত বিশ্বাস ইশা প্রমুখ।