মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের নির্দেশ

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ রবিবার বিকেলে নগর ভবনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় সিটি মেয়র স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ এবং অধিকতর নাগরিক সেবা প্রদানের জন্য কেসিসি’র সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। এছাড়া সভায় তিনি করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ড্রেনসহ মশকের উৎপত্তি স্থলগুলিতে নিয়মিত মশক নিধন ঔষধ স্প্রে করারও নির্দেশনা প্রদান করেন। সিটি মেয়র এ বিষয়ে নগরবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুন্নাহার এ্যানি, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্যা মারুফ আল রশীদ, গাজী সালাউদ্দিন, মো: জিয়াউর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।