নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্ত-মৃত্যু কমেছে

7
Spread the love

ঢাকা অফিস

দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪১তম সপ্তাহে নমুনা পরীক্ষা ও সুস্থতার হার বাড়লেও শনাক্ত ও মৃত্যু ৪০তম সপ্তাহ থেকে হ্রাস পেয়েছে। রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪০তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৮১ হাজার ৩০টি। এই সময় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৯২ জন , সুস্থ হয়েছেন ১১ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১৯৬ জন। ৪১ তম সপ্তাহে সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৮১ হাজার ৭২৩টি। এই সময় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০৮ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১৭৫ জন।

রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪০ তম সপ্তাহের চেয়ে দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত কমেছে ১ দশমিক ৯০ শতাংশ, সুস্থতা বেড়েছে দশমিক ০৪ শতাংশ আর মৃত্যু কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ।