আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুমিকা অপরসীম : ওসি এজাজ শফী

57
Spread the love

পাইকগাছা প্রতিনিধি ॥

“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুলিশের একটা অংশ। আইন শৃখংলা রক্ষায় তাদের ভুমিকা অপরসীম” খুলনার পাইকগাছায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে ওসি এজাজ শফী এসব কথা বলেন। রোববার সকালে উপজেলার মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা ওসি এজাজ শফী। উপজেলা ও ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা অংশ নেন। প্রশিক্ষনে অনির্বাণ লাইব্রেরীর সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র ওসি এজাজ শফীকে লাইব্রেরীর একটা প্রকাশনী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, আক্তারুজ্জামান সহ প্রশিক্ষণার্থীগণ।

বিএনপির নেতৃবৃন্দের বিবৃতির প্রতিবাদে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটির সাংবাদিক সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিবৃতির প্রতিবাদে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটি সাংবাদিক সম্মেলন করেছে। রবিবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিএনপি ভিত্তিহীন বিবৃতি প্রদান করেছেন। গড়ইখালীতে কোন ঘটনা ঘটেনি। আমরা জানতে পারি জনৈক শামছুল আলম পিন্টু নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করলে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুরব্বী ও জনসাধারণ তার প্রতিবাদ করে। অথচ, এ ধরণের সংবাদ পরিবেশন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।