স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৩পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৩৬/১১ হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোডের মৃত. খন্দকার আসলাম হোসেনের ছেলে খন্দকার আশিকুজ্জামান ওরফে ইমন (২৫), নতুন বাজার লঞ্জঘাট রেনুর গলির মো. মনিরুল ইসলামের ছেলে মো. সোহান (২১) ও গোবরচাকা গাবতলার মোড়ের শুভেচ্ছা গলির মৃত. মোশাররফ খাঁনের ছেলে মো. অপু খাঁন (২৭)।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৩৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।