ক্রিসেন্ট জুট মিলের তার চুরি মামলার আরো দু’আসামি গ্রেফতার : একজনের আদালতে স্বীকারোক্তি

1
Spread the love

স্টাফ রিপোর্টার 

খালিশপুরের দি ক্রিসেন্ট জুট মিলস কোম্পানী লিমিটেড এর একলাখ ৯০হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রকারের তার চুরি মামলার আরো দু’আসামিকে গ্রেফতার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

আসামিরা হলেন দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের কেসিআই কাবের পিছনে সালামের বাড়ির ভাড়াটিয়া মৃত. দানেশ কাজীর ছেলে মো. ছবেদ কাজী (৭২) ও সেনহাটি গ্রামের জাকারিয়া মাদ্রাসা কোয়াটারের মৃত আব্দুল মান্নান খানের ছেলে আব্দুল জিয়াদ খান (৩২)। 

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই মো. আসাদুজ্জামান দু’আসামিকে আদালতে হাজির করেন। এসময় জিয়াদ খান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। পরে তাদের দুজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান জানান, ৮অক্টোবর দিবাগত রাত দেড়টা থেকে সোয়া ২টার দিকে  ছবেদ কাজী ও জিয়াদ খানকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর এ মামলার অপর আসামি তুহিন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ি আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১ জুলাই সরকারী সিদ্ধান্ত অনুযায়ি খালিশপুরের দি ক্রিসেন্ট জুট মিলস কোম্পানী লিমিটেড বন্ধ হয়ে যায়। মিলটি ভৈরব নদীর তীরে ১৬০০মিটার এলাকা জুড়ে। মাত্র ১২জন নিরাপত্তা কর্মি দিয়ে পাহারা দেয়া হয়। ১৯ আগস্ট রাত ৩টার দিকে মিলের ৩নং ক্রেন জেটির পাশে ৩জন লোককে দেখা যায়। ২৩ আগস্ট রাত পৌনে ৪টার দিকে মিলের পোস্ট জুট জেটির নিররপত্তা প্রহরী ভৈরব নদী থেকে নৌকাযোগে ৩জনকে মিলের ভিতরে প্রবেশ করতে দেখে বাঁধা দেয়। ২৪ আগস্ট সকালে মিলের কর্মকর্তারা পরিদর্শনে গেলে দেখতে পায় ১, ২ ও ৩নং মিল থেকে অজ্ঞাত চোরেরা  ১ লাখ ৯০হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রকারের তার চুরি করে নিয়ে গেছে। এঘটনায় মিলের ব্যবস্থাপক (প্রসাশন) মো. কালাম মল্লিক বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং-২৪।