ইসলামী বই সহ জামায়াত শিবিরের ৩ নেতাকর্মী আটক

15
Spread the love

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানার শিরোমণি হাবিব বিল্ডিং এলাকা থেকে ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ইসলামী বই সহ জামায়াত শিবিরের ৩ নেতাকমীকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ । আটককৃতরা হলো শিরোমণি পুর্বপাড়ার মোঃ শাহ্ আলমের পুত্র মোঃ আশরাফুল , মৃত আঃ সাত্তারের পুত্র শওকত শেখ, মৃত নাজির হোসেনের পুত্র শেখ আবজাল ( ৬৩) । খানজাহান আলী থানার এস আই শওকত মাহমুদ জানান আটককৃত ৩ জন সহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা হয়েছে । মামলা নং-০৫, তাং ০৯-/১০/২০২০ ইং ।