ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৩ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি সড়ক দূর্ঘনায় ৫জন নিহত ও ৭জন আহত হয়েছে।গত কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহিলা কলেজের সামনে এবং দুপুরে জিলেরডাঙ্গার হোগলাডাঙ্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশ এক বাস চালককে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে পৌছালে বরিশাল অভিমুখে হাওলাদার পরিবহন(ঢাকা মেট্রো ব ১৪-০৮৯১) নং একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মাহেন্দ্রা চালক আমিনুল বিশ্বাসসহ (৬০) ৭জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রা চালক আরাজি সাজিয়াড়া এলাকার আমিনুল বিশ্বাস,যাত্রী সাহস এলাকার মিজানুর রহমান শেখ (৫৫), হাবিবুর রহমান (৪০),নিতাই চন্দ্র সরকারসহ (৬০) চারজনই মারা যান। এ ঘটনার তিন ঘন্টার পরে দুপুর সোয়া ১টার সময় একই সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে পৌছালে ঢাকা মেট্রো ট ১৫-১৭৫২ নং একটি ড্রাম ট্রাক অতিক্রম করতে গিয়ে ইঞ্জিন চালিত একটি ভ্যানে ধাক্কা দেয়।এতে ভ্যান চালক শরিফুল ইসলাম (৩০) আহত এবং ঘটনাস্থতলেই তার মা হালিমা বেগম (৫৫)‘র মৃত্যু হয়।
ঘটনা প্রসংগে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা ও হাইওয়ে পুলিশসহ আমরা যৌথভাবে অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুলনায় প্রেরণ করে।থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, উপজেলার দু’টি স্থানে দুর্ঘটনায় লোকজন হতাহত ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা নিহতের স্বজনদের কাছে ম্যাসেজ দিয়েছি এবং মান্নান মোল্যা (৬০) নামের বাস চালককে আটক করা হয়েছে।