সংসদ সদস্য সালাম মুর্শেদী ও অ্যাড. সাইফুলকে বৃহত্তর আমরা খুলনাবাসী নেতৃবৃন্দের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য খুলনার কৃতি সন্তান আবদুস সালাম মুর্শেদী। পাশাপাশি প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে নির্বাচিত হওয়ায় সালাম মুর্শেদী ও অ্যাড. মো. সাইফুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি
জি এম মহিউদ্দিন, কবি সৈয়দ আলি হাকিম, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম, আব্দুস সালাম আকন শিমুল, আব্দুস সালাম, সরদার আবু তাহের ও জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন ও এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত আরা হীরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মীর কওসার মিজু, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল ফজলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
শার্শায় র্যাবের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া বাজারের বকুলতলা কলেজ রোডে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৫ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার বাগুরি গ্রামের মৃত. বজলুর রহমান সানার ছেলে মো. গোলাম রসুল সানা (৩০)।
র্যাব-৬ জানায়, ৫ অক্টোবর রাতে যশোর জেলার শার্শা থানাধীন বাগআঁচড়া বাজারের বকুলতলা কলেজ রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর সামনে থেকে ৭৫০ পিস ইয়াবাসহ গোলাম রসুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোটচাঁদপুরে র্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন ফুলবাড়ী বাজারে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার পারলাট গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান রুবেল (২৪)।
র্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন ফুলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের সাব্দার আলী এর চা দোকানের সামনে থেকে ৪১ বোতল ফেন্সিডিলসহ হাসান রুবেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনায় আউটসোসিং ডেভেলমেন্ট স্কিমের উদ্বোধন
তথ্য বিবরণী
অনলাইন ভিত্তিক ই-কমার্স এন্টারপ্রিনিউরশিপ ও ফ্রিল্যান্সিং এবং আউটসোসিং ডেভেলমেন্ট স্কিমের উদ্বোধন মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ এবং ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরম’ এর ব্যবস্থাপনায় ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যে এবং করোনা সংকটে উচ্চশিক্ষিত যুবসমাজকে স্বনির্ভরতায় উদ্বুদ্ধকরণ এর ভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করে খুলনা জেলা প্রশাসন। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
করোনা মহামারী চলাকালীন তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরাসরি মানুষের উপস্থিতি ছাড়াই অনলাইনের মাধ্যমে কেনাকাটার প্রসার বেড়েছে এবং ই-কমার্স এর ক্ষেত্রে বাংলাদেশসহ বিশে^ ব্যাপক অগ্রগতি হয়েছে। এখন খুব সহজেই মানুষ ঘরে বসে তার কাঙ্খিত পণ্যটি অনলাইন থেকে ক্রয়-বিক্রয় করতে পারছেন। তবে আনলাইনে পণ্য বিক্রি করার বিষয়টি সহজসাধ্য নয়। ব্যবসায়িক স্ট্র্যাটেজি ও অনলাইন ব্যবহার করে গ্রহকের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই করোনা মহামারীতে অনেক তরুণ-তরুণি বেকার হয়েছেন। অনেকেই তার উৎপাদিত পণ্য অথবা বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করে নিজের আর্থিক অবস্থা চলমান রাখার চেষ্টা করছে। কিন্তু সঠিক জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে তাদের কাঙ্খিত ফলাফল পাচ্ছেন না।
অনলাইনে বিক্রয় করার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ যার মাধ্যমে খুব সহজে একজন উদ্যোক্তা তার পণ্য অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে পারবে। বেকার তরুণ-তরুণীদের খুব সহজেই বিনামূল্যে অইলাইনে পণ্য বিক্রয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে নিজের ও পরিবারের অর্থনীতির গতি সঞ্চয় ও জাতীয় উন্নয়নে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। একই সাথে বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিকে দ্রুত এগিয়ে নিতে বিশেষ অবদান রাখবে।
পাইকগাছায় কোবলা দলিলে জমি কিনে বিপাকে ক্রেতা : থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কোবলা দলিলে জমি কিনে বিপাকে পড়েছে ক্রেতা। দখল বুঝে দেয়ার দু’বছর পর ঘেরা বেড়া ভাংচুর করে জবর দখলের পায়তরা। থানায় বিক্রেতার বিরুদ্ধে জিডি হয়েছে।
জিডি সুত্রে জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত জগদীশ সাধুর ছেলে চম্পক সাধু একই এলাকার অধীর সাধুর ছেলে সমিরণ সাধুর কাছে ০.০৭৭৫ একর জমি বিক্রি করে। যার দলিল নং- ১৩৭৫, তাং- ০৪/০৬/২০১৮ইং। বিক্রি অন্তে দখলসহ যাবতীয় কাগজ পত্র ক্রেতার কাছে হস্তান্তর করে। প্রায় ২ বছর ভোগ দখলে থাকাবস্থায় পারিবারিকভাবে বিরোধ দেখা দেয়ায় উক্ত জমি থেকে উচ্ছেদ করতে বিক্রেতা চম্পকরা ক্রেতা সমিরণ সাধুকে জমি থেকে উচ্ছেদের হুমকি দেয়। সোমবার জমির ঘেরা বেড়া ভাংচুর ও নানাভাবে হুমকি-ধামকি দেয়ায় পাইকগাছায় থানায় সমিরণ সাধু বাদী হয়ে চম্পকের বিরুদ্ধে জিডি করেছে। এ ব্যাপারে বিক্রেতা চম্পদ সাধু জানান, বিক্রিকালে মৌখিকভাবে জমি ফেরত দেয়ার কথা ছিল। তা ফেরত না দেয়ায় আমি ঘেরা-বেড়া কেটে দিয়েছি। সমিরণ সাধু জানিয়েছে, আমার কাছ থেকে ইতোপূর্বে আর্থিক সুবিধা পেত। কিন্তু বর্তমানে বন্ধ করে দেয়ায় আমার খরিদকৃত জমি জবর দখলের পায়তারা করছে।
পাইকগাছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রাড়–লী ইউনিয়নে সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রাড়–লী ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঁকা মৎস্য মার্কেটে ইউনিয়ন আ’লীগ সভাপতি শংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। আরশাদ আলী বিশ্বাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ উপজেলা সভাপতি ও প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আনিছুর রহমান মুক্ত, আবুল কালাম আজাদ, আব্দুল মজিদ গোলদার, আনন্দ মোহন বিশ্বাস, এ্যাড. আবুল কালাম আজাদ, ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, জি,এম, ইকরামুল ইসলাম, মুনছুর আলী বিশ্বাস, উত্তম দাশ, অশোক অধিকারী, প্রাণ কৃষ্ণ দাশ, আনিছ গাজী, বিমল পাল, রায়হান পারভেজ রনি, আজিজুর রহমান, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, সোবহান সরদার ও রমজান সরদার।
শুক্রবার শ্রমিক জনসভা থেকে নতুন কর্মসূচি ঘোষনা করা হবে
মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। ৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রবীন শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, মোঃ আঃ সালাম, ইউপি সদস্য হুমায়ুন কবির, নিজাম উদ্দিন, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । বিক্ষোভ সমাবেশ শেষে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মিলের সিবিএ নেতাদের সহযোগিতায় মিল মালিক শ্রম আইনের তোয়াক্কা না করে এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী কর্মকতাদের চাকুরীচ্যুত করার ৭ বছর অতিবাহিত হলেও শ্রমিকদের কোন পাওনা পরিশোধ করেনি। এতে ৬৫ জন শ্রমিক তাদের মিলে লক্ষাধিক টাকা পাওনা থাকা সত্বেও অর্ধাহাওে অনাহাওে মৃত্যুবরণ করেছে। তাই মালিকের ক্ষতিপূরণ সহ সকল পাওনা পরিশোধ অনতিবিলম্বে না হলে আগামী ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমণি শহীদমিনার চত্বরে জনসভার মাধ্যমে ফুলতলা থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত রাজপথ অবরুদ্ধসহ কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
খানজাহান আলী থানা ছাত্রদল নেতা তাজিম সড়ক দুর্ঘটনায় আহত : সুস্থতা কামনা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খানজাহান আলী থানা ছাত্রদল নেতা মোঃ সাইফুল্লাহ তাজিম গত সোমবার রাত সাড়ে ১১ টায় গিলাতলা ক্যান্টনমেন্ট স্কুল রোড সংলগ্ন মিরবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি কিনিকে চিকিৎসাধীন রয়েছেন । গুরুতর আহত ছাত্রদল নেতা তাজিমের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্নআহবায়ক আল – আমিন, মাসুম বিল্লাহ, রাসেল, মিরাজুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন, আলমগির , আশরাফুল ইসলাম মিলন, ওয়ালিদ হোসেন, আকাশ শেখ প্রমুখ ।
খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
আহাদ আলী, স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিসিপ্লিনের শিক্ষক মীর সোহরাব হোসেন সৌহার্দ্যর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুললেন তারই আত্মীয়া (ভাগ্নি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষকের আত্মীয় পরিচয় দিয়ে জেরিন তাসনিম নামে এক তরুণী অভিযোগ করেন। আমি আমার ঘর থেকেই প্রথম প্রতিবাদ শুরু করলাম। এই শিরোনামেই শুরু করেন তার প্রতিবাদ।
জেরিন তাসনিম লিখেছেন-আজ আমি সব নোংরামি এক্সপোজ করব। আর চুপ থাকা নয়। যৌন নিপীড়কের, রেপিস্টদের সমাজে বাঁচার অধিকার নেই। তাহলে আমার মান সম্মান কমবে কেন? আমি কেন লজ্জা পাব? লজ্জা পাওয়া উচিত সেই কুলাঙ্গারদের এবং সেই কুলাঙ্গারদের পরিবারের। আমার নয়, আমার পরিবারের নয়।
আমার লেখা আমার আত্মীয়দের কেউ পড়ে থাকলে, অবাক হলে বা ভাষার প্রয়োগ ঠিক না মনে হলে, আমার কিছু যায় আসে না। যারা এমন আত্মীয়দের পক্ষের সুর টানতে চায়, বা মনে ধারণ করে যে প্রকাশ করলে বংশ মর্যাদা হানি হয়, তাদেরকে আমিও আত্মীয় বলে মনে করিনা। এমন আত্মীয়ের প্রয়োজন নেই, যারা ঘুরিয়ে ফিরিয়ে রেপিস্ট টাইপ লোকদের ব্যাপারে মৌন সাপোর্ট দেয় চুপ থেকে। আপনারা রেপিস্ট টাইপ লম্পট, অপরাধীদের নিয়ে যদি গর্বিত হন, তাহলে আপনার মুখে এক দলা থু থু দিলাম!
আমাদের শৈশব, কৈশোর আতংকে কেটেছে যার জন্য সে কিন্তু বাইরের কেউ নয়! সে হল মীর সোহরাব ওরফে সৌহার্দ্য নামের একজন কুলাঙ্গার, যে কিনা সম্পর্কে আমাদের মামা লাগে। এই শুয়োরটা কিন্তু অশিক্ষিত না। বরং এতই শিক্ষিত যে এখন খুলনা ভার্সিটির প্রফেসর! ক্যাডেটে পড়াশুনা করেছে। এখন বিয়ে করে বউ, বাচ্চা নিয়ে খুব সুখের সংসারও করে বেড়াচ্ছে.. নামায পড়তে পড়তে এখন কপালে দাগও বসিয়ে ফেলেছে! শুয়োরটা বাসায় এলেই আমরা সব বোন ভয়ে, আতংকে দরজা বন্ধ করে বসে থাকতাম। না যাওয়া পর্যন্ত খুলতে চাইতাম না। কিন্তু ঐ যে! আত্মীয় ! আমরা নাকি অসামাজিক হয়ে যাচ্ছি, মেহমান এলে বেয়াদবের মত দরজা লাগিয়ে বসে থাকি এই দোষে আমাদের শেষ মেশ দেখা করতে বাধ্য করা হত। আদরের উছিলায় আমাদের ছোট্ট শরীরের সব জায়গায় ঐ সৌহার্দ্য নামক জানোয়ারটার নোংরা হাত ঘুরে বেড়াত। আম্মু মেহমানদারির জন্য রান্নাঘরে বা চোখের বাইরে গেলেই শয়তানটা ড্রেসের ভিতরে হাত ঢুকিয়ে নোংরামি করতেও এক সেকেন্ড দেরী করত না! না, রেইপ হইনি। কারণ, বাসা ফাঁকা থাকত না। যদি ফাঁকা থাকত তাহলে নিশ্চিতভাবেই রেইপ হয়ে যেতাম! আমি কেন, আমার অন্যান্য সমবয়সী মেয়ে কাজিনদের সাথেও একই কাজ করত- দুই একজন বাদে (যারা বয়সে বড় ছিল ও প্রতিবাদ করার মত সাহসী ছিল), তাও আমার চোখের সামনেই। এত কুৎসিত সেই দৃশ্য! ছিঃ।
এই লেখার মন্তব্য করেছেন আরও একজন, সে বলেন, সেই আতংকের কথা কি আর বলবো। এত ছোট বয়সে হারাসড হয়েছি যে হ্যারাসমেন্ট কি সেটাই বুঝতে পারতাম না। খালি মনে হত যে উনি তো মামা। হয়তো উনি আমাকে স্নেহ করে কিন্তু উনার কাজ আমার কাছে এত জঘন্য কেন লাগে। হয়তো এটা আমারই দোষ। অনেক বড় হয়ে যখন ব্যাপারটা বুঝতে পেরেছি ততদিনে কাউকে বলার রুচি মানসিকতা কিছুই আর ছিলনা। তোমাকে অনেক ধন্যবাদ মুখ খোলার জন্য।তবে এ বিষয়ে শিক্ষক মীর সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, তার স্বামী (শিক্ষক মীর সোহরাব হোসেন) বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তিনি কারো সাথে কথা বলতে পারবেন না। তবে তিনি জেরিন তাসনিম এর অভিযোগের বিষয়ে বলেন, এটা তার বিষয়। আমার স্বামী খুব ভালো একজন মানুষ। যে এই সব আজেবাজে অভিযোগ করেছেন তিনি আমাদের আত্মীয়। কিন্তু কি করে এতো নোংরা অভিযোগ করলো তা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের পরিচালক মোসাঃ হোসনেয়ারা বলেন, একজনের মাধ্যমে লিংক পেয়ে আমি বিষয়টি দেখেছি। কিন্তু আমাদের কাজ হলো খুবি’র অভ্যন্তরে যদি কোন ঘটনা ঘটে তাহলে তা প্রতিরোধ করা। কিন্তু এটা বাইরের বিষয়। এই বিষয়ে কেউ অভিযোগও করেনি। আর অভিযোগ করলে তখন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষত দেখবে ।
কালিগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে অবশেষে ৯ টি শর্ত সাপেক্ষে দত্তক দেয়ার জন্য আদালতে সুপারিশ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশে বাজারের ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া নবজাতককে অবশেষে ৯ টি শর্ত সাপেক্ষে দত্তক দেয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে তাকে দত্তক নেয়ার জন্য গত দুই দিনে কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসারের কাছে বিশ^বিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন লিখিত ভাবে আবেদন জানান। কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ৯ জন সদস্য আজ মঙ্গলবার সকালে লিখিত আবেদন গুলো যাচাই বাছাই শেষে একজন নিঃসন্তান সরকারী কর্মকর্তাকে শিশুটিকে দত্তক দেয়ার বিষয়ে সাতক্ষীরার শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করেছেন। সেখান থেকে অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই সরকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। ৯ টি শতের্র মধ্যে উল্লেখ যোগ্য শর্ত গুলো হলো, যিনি শিশুটিকে দত্তক নিবেন তিনি ওই শিশুর নামে গ্রামে বসবাস করলে ৫০ শতক ও শহরে বসবাস করলে ১০ শতক জমি প্রদান করবেন, শিশুটির নামে ব্যাংকে ৩০ লাখ টাকা ৬ মাসের মধ্যে এফডিআর করবেন, দত্তক গ্রহনকারী পিতামাতার সম্পত্তি অংশিদার হবে শিশুটি, তাকে অনার্স- মাষ্টার্স পড়াতে হবে, পরবর্তী দ্বিতীয় কোন শিশু দত্তক নিতে পারবেন না। নিজ সন্তানের মত দেখভাল করতে হবে এবং সন্তানকেও পিতামাতার দেখভাল করতে হবে, উপজেলা শিশু কল্যাণ বোর্ড কর্তৃক যে কোন শর্ত পরবর্তিতে আরোপ করা যাবে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ২৯টি আবেদন যাচাই বাছাই শেষে একজন সরকারী কর্মকর্তাকে শিশুটিকে দত্তক দেয়ার জন্য শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে। সেখান থেকে অনুমতি পেলে শিশুটিকে ওই সরকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরো জানান।
৯ সদস্য বিশিষ্ট ওই বোর্ডের অন্যরা হলেন, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন প্রমুখ।
উল্লেখ্য ঃ গত রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছে ব্যাগের মধ্যে রাখা হয়েছিল শিশুটিকে। পথচারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের হেফাজতে রাখা হয় শিশুটি। তার নাম রাখা হয় মহারাজ। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে।
বাগেরহাটে ডাকাতির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতির প্রতিবাদ ও মামলা করার সন্দেহে থানা থেকে ফেরার পথে মোঃ জিয়া বক্স নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা।এ ঘটনায় হামলাকারীদের আটককরে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে কয়েকশ এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত অপরাধিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, চিংড়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোহেল খান, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদগ্র আলম তাজ বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক হাওলাদার, আহত জিয়া বক্সের বাবা মোঃ মোশারেফ বক্স, ভাই কামরুল ইসলাম, জিয়ার মা, বোনসহ স্থানীয় অনেকে।
বক্তারা বলেন, সম্প্র্রতি হাওয়া বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২৯ সেপ্টেম্বর মামলা করার জন্য হাওয়া বেগমের সাথে মোরেলেগঞ্জ থানায় যায় দিন মজুর জিয়া বক্স। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সালাম শিকদারের নির্দেশে রুমান শিকদার, সুমন শিকদার, রিপন বক্স, রাসেল হাওলাদার বাবুল হাওলাদার, মনির খানসহ কয়েকজন জিয়ার উপর হামলা করে। এসময় জিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপাই এবং পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে জিয়াকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল, পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জিয়া এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ ঘটনায় জিয়ার ভাই কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলেও পুলিশ কেউকে আটক করেনি।এঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নিরাপত্তা হীনতায় ভুগছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে অতিদ্র্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
হাওয়া বেগম বলেন, আমার বাড়িতে ডাকাতি করতে আসে ১০-১২ জন ডাকাত। এদের মধ্যে আমি দুই জনকে চিনে ফেলি। আমার ভাইপো জিয়া বক্সকে নিয়ে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ আমার লিখিত অভিযোগ রেখে দেয়। আমরা রাতে বাড়িতে ফেরার পথে জিয়ার উপর হামলা করে ডাকাতরা। আমাকে সহযোগিতা করাই কাল হল জিয়ার এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হাওয়া বেগম।
আহত জিয়া বক্সের বাবা মোঃ মোশারেফ বক্স বলেন, আমার ছেলেকে যারা কুপিয়ে আহত করেছে তারা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমার ছেলে এখন মৃত্যু শয্যায়। আমার ছেলেকে হামলাকারীদের বিচার চাই।
শালতা নদী খননে অনিয়ম ও লুটপাটের অভিযোগ!
ইলিয়াস হোসেন,তালাঃ
সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত শালতা নদী। নদীর দু-পাড়ের মানুষের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষে বর্তমান সরকার শালতা নদী খননে পশ্চিম শালতা নামে একটি প্রকল্প গ্রহণ করেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার নদী খনন প্রকল্পটি বাস্তবায়ন করছেন খুলনার এস কে ই (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসী ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও নদী খননে লুটপাটের অভিযোগ করেন। তবে খননের নামে লুটপাট হলেও সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষেই সাফাই গেয়েছেন। ইতিমধ্যে প্রকল্পের ২০১৯-২০ অর্থ বছরের পাক্ষিক অগ্রগতির প্রতিবেদনে প্রকল্পের কাজের ৯৪ ভাগ কাজ শেষ দেখানো হয়েছে। যেটুকু কাজ বাকি আছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী। তবে সংশ্লিষ্ট দপ্তর কাগজে-কলমে বাস্তবায়িত প্রকল্পের ৯৪ ভাগ কাজ শেষ দেখালেও বাস্তবতায় তার কোনো মিল নেই।
সরেজমিনে মাগুরখালী, তালতলা, হেতালবুনিয়া, মাছিয়াড়া, বৈঠাহারা, খোরের আবাদ, কাঠবুনিয়া, মুড়াবুনিয়া, চাড়িভাঙ্গা, গ্লাবদাহ এলাকায় ঘুরে দেখাগেল ভিন্নচিত্র। ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ইচ্ছামত কাজ করে গেছেন। নদী খনন করে নদী তীরে রাখা হয়েছে মাটি। আবার অনেক স্থানে এখনো খনন হয়নি। আবার অনেক স্থানে খনন হলেও নদীর একপাশ দিয়ে খনন করা হয়েছে। অবার সামান্য বৃষ্টিতেই নদী তীরে মাটি ধুয়ে আবার নদী ভরাট হয়ে যাচ্ছে। শালতা খননের সময়ে নদীতে বাঁধ দেওয়ার কথা না থাকলেও ঠিকাদার বাঁধ দিয়ে নদী খনন করছে। ফলে বৃষ্টির পানিতে তালার খলিলনগর ও ডুমুরিয়ার মাগুরখালি ইউনিয়নের ১০/১২টি গ্রাম পানিতে তলিয়ে যায়। এছাড়া পানি সরবরাহ না হওয়ায় নদী তীরের মৎস্য ঘের মালিকরা পড়েছে বিপাকে। এদিকে নদীর সাথে সংযোগ খালের কোনো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
খুলনা পানি উন্নয়ন বোর্ড-১ এর দপ্তর সূত্র জানাযায়, পশ্চিম শালতা নদী খনন নামে প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার খননে ১৪ কোটি ৬৩ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে খুলনার এস কে ই (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র হয়। পশ্চিম শালতা নদী খনন ২১ মার্চ ২০১৯ থেকে কাজ শুরু করে ২৫ জুন ২০২০ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়কারী ঠিকাদারী প্রতিষ্ঠান দু’দফায় কাজের মেয়াদ বাড়ালেও এখনো পর্যন্ত শেষ হয়নি নদী খনন।
চুক্তিপত্র অনুযায়ী নদীর উপরে অংশে ৩২ মিটার (চওড়া), তলদেশ ১৫ মিটার ,গভীরতা সাড়ে তিন মিটার করার কথা থাকলেও নিয়মের তোয়াক্কা না করে যেনতেন খনন কাজ করে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। শালতা খননের সময়ে নদীতে (ক্রসড্যাম) বাঁধ দেয়ার কথা না থাকলেও ঠিকাদার বাঁধ দিয়ে নদী খনন করছে। ক্রসড্যামের বাঁধ দিয়ে পানির মধ্যে নাম মাত্র খনন কাজ করা হচ্ছে। আবার অনেক স্থানে এখনও খনন কাজ শুরু করা হয়নি।
এ বিষয়ে মাগুরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা জানান, নদী খননে ব্যাপক অনিয়ম হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ইচ্ছামত কাজ করে গেছেন। নদী খননের সময়ে নদীর মধ্যে বাঁধ দেওয়ায় তার ইউনিয়নের ছয়টি গ্রাম পানিতে তলিয়ে যায়।
এছাড়া শালতা বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল জানান, নদী খননের নামে লুটপাট করা হচ্ছে। কোথাও নদীর একপাশে খনন করা হয়েছে। কোথাও এখনো খননই করা হয়নি। তাছাড়া নদীর মাঝখানে গভীরতা খুবই কম।
তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণে তার ইউনিয়নের ৫/৬টি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কিছু ব্যক্তি নদীর জমি দখল করে মাছ চাষ করায় নদী খননে জটিলতা সৃষ্টি হচ্ছে।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান জানান, টিআএম প্রকল্প চালু না করলে নদী খনন করে লাভ হবে না। আজ খনন করলে কাল পলি পড়ে ভরাট হয়ে যাবে খননকৃত নদী। পলি ব্যবস্থাপনার জন্য খনন প্রকল্পের সাথে টিআরএম চালু করার দাবী জানান তিনি।
তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, খননের নামে লুটপাট করার কারণে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৬/৭টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে মানবেতার জীবন-যাপন করেছে। এছাড়া খননে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হলেও সংশ্লিষ্ট দপÍর কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এসকেই (জেভি) এর মালিক শামিম আহম্মেদ বলেন, তিনি কাজে কোনো অনিয়ম করেননি। যদি খননে কোনো রকম অনিয়ম হয়, সেটা ঠিক করে দেয়া হবে বলে জানান তিনি।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তাদের কাজ চলমান আছে। যদি খননে কোনো রকম ত্রুটি হয় তাহলে ঠিক করে দেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী আরশাফুল আলম বলেন, প্রকল্পের কাজ ইতিমধ্যে ৯৪ ভাগ শেষ হয়েছে। যেটুকু কাজ বাকি আছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। নদী খননের দীর্ঘমেয়াদী সুফল পেতে প্রকল্প এলাকায় টিআরএম ব্যবস্থা চালু প্রয়োজন বলে মনে করেন তিনি। এ ব্যাপারে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ সম্প্রতি খলিলনগর ইউনিয়নের জলাবদ্ধতায় নিজজ্জিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, খুব দ্রুত নলতা বাটুলতলা স্লুইস গেট সংস্কার করে শালতার ক্রসড্যাম বাঁধ অপসারণ করে পানি নিস্কাষনের ব্যবস্থা করা হবে। একই সাথে আপদকালীন সময়ে বিকল্প পথ গ্লাবদাহ খাল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মোংলায় জাল পর্চা দিয়ে জমি রেজিষ্ট্রির অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার শেহলাবুনিয়া মৌজার কাইনমারী এলাকার জাল পর্চা দিয়ে ১১ শতক ভূমি রেজিষ্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী ওই ভূমির মালিক রুবিয়ারা বেগম।
অভিযোগ ও অভিযোগকারী এবং রেজিষ্ট্রিকৃত দলিল সূত্রে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর মোংলা সাব রেজিষ্ট্রারের দপ্তরে একটি আম-মোক্তার নামা দলিল রেজিষ্ট্রি হয়। যাহার নম্বর ১৩৪৬। দাতা- মনিন্দ্র বিশ্বাস, পিতা মৃত-হরিপদ বিশ্বাস ও সদানন্দ বিশ্বাস, পিতা মৃত-হরিপদ বিশ্বাস। দলিল গ্রহীতা সন্তোশ বিশ্বাস, পিতা-মৃত হরিপদ বিশ্বাস ও মোকলেছুর রহমান, পিতা মৃত মোকসেদ মোল্লা। রেজিষ্ট্রকৃত দলিলে দেখা যায়, খতিয়ান নং ডিপি/ বুজরত-২৩২৯, ডিপি নং-০৯, দাগ নং ২৮১১ এর ডোবা ৬০ শতক তাহার মধ্য হতে আম-মোক্তারকৃত সম্পত্তির পরিমাণ ১১ শতক। তবে অভিযোগকারী রুবিয়ারা বেগমের দাখিলকৃত খতিয়ান নং ডিপি-২৩২৯ এ দেখা যায়, রুবিয়ারা বেগমের নামে ৬০ শতক ভূমি খতিয়ানভুক্ত হয়। এবং তিনি দীর্ঘদিন সেখানে বসবাস করছেন। রুবিয়ারা বেগম জানান, দলিল দাতা ও গ্রহীতা উভয়ে জাল জালিয়াতি করে তাদের সম্পত্তি হাতিয়ে নিতে সাব রেজিষ্ট্রি অফিসের কতিপয় দুর্নীতিবাজদের সহায়তায় আর দলিল লেখক নামের কয়েকজন দালাল চক্রের মাধ্যমে জাল কাগজ দিয়ে দলিল রেজিষ্ট্রি করিয়েছে। ওই দলিল বাতিল করতে তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দিয়েছেন বলেও জানান।
জাল পর্চা দিয়ে দলিল গ্রহণের বিষয়ে জানতে চাইলে সন্তোশ বিশ্বাস বলেন, স্থানীয় এক ভেন্ডারের (ষ্ট্যাম্প বিক্রেতা) কাছ থেকে তিনি ওই পর্চাটি নিয়েছেন। তার দাবী দীর্ঘদিন বেহাত থাকা তাদের সম্পত্তি দখল নিতে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানকে আম-মোক্তার নামা দলিলে গ্রহিতা হিসেবে রেখেছেন।
তবে মোকলেছুর রহমান বলেন, দলিলদাতা যে কাগজপত্র দিয়েছেন তা দিয়ে তিনি মোংলা সাব রেজিষ্ট্রি অফিসে দলিল করিয়েছেন। তিনি এছাড়া আর কিছুই জানেন না।
এ বিষয়ে মোংলা উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ শাহাদাত হোসেন বলেন, তিনি দলিল দাতার মাধ্যমে একটি ডিপি পর্চা সংযুক্ত পেয়েছেন তাই রেজিষ্ট্রি করেছেন। সংযুক্ত ডিপি কাগজটি ভুয়া কিনা সেটি যাচাই করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মুল কপি তাদের দপ্তরে নেই, তাই যাচাই করার কোন সুযোগ নেই।
এদিকে ব্যাপক উন্নয়নের কারণে ভূমির মুল্য বাড়ার সাথে সাথে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে মোংলায়। ওইসব চক্রের ফাঁদে পড়ে প্রতিনিয়ত নানা ঝামেলায় পড়ছে ভূমি ক্রেতা-বিক্রেতারা এমন নানা অভিযোগও রয়েছে।
কয়রায় বাড়ীতে ঢুকে হামলা, ভাংচুর আহত ৩
কয়রা প্রতিনিধি
জমি বিরোধ নিয়ে খুলনা কয়রায় বসত বাড়ীতে সন্ত্রাসীদের হামলায় ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠির আঘাতে ৩ জন কে গুরুতর আহত করে। সোমবার দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে ইউনুস আলী গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ইউনুস আলী গাজী ও তার ছেলে আজিজুল। পরে গ্রামবাসী এগিয়ে এসে তাদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দেয়াড়া গ্রামের মাহমুদ মাওলা এর নেতৃত্বে তার সমর্থিত একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে দা, কুড়াল ও শাবল নিয়ে দেয়াড়া গ্রামের ইউনুসের উপরে হামলা চালিয়ে বাড়ির গেট, বাড়ীতে ব্যপক ভাংচুর চালায় ও কুপিয়ে ও লাঠির আঘাতে গুরুতর আহত করে । আহত আজিজুলের সাথে কথা হলে তিনি জানান, মাহমুদ মাওলার নেতৃত্বে আওয়াল তার ভাগ্নে রাসেল, কামরুল সহ ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা করে ব্যপক মারধর করে, বাড়ির গেট, বাড়ী, ভাংচুর করেছে। এলাকায় একাধিক মামলার আসামীসহ বখাটের সংঘবদ্ধ করে মাহমুদ একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এ সন্ত্রাসী দলটি এলাকার নিরীহ মানুষদের হামলা, লুটপাট, মারধর ও নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হুমকী ও হয়রানি করারও বহু অভিযোগ রয়েছে বলে জানান। এ ব্যপারে সাংবাদিকরা জানতে চাইলে মাহমুদ মাওলা ঘটনার কথা অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কয়রা থানা অফিসার রবিউল ইসলাম বলেন, এ ব্যপারে কেউ এখনও লিখিত অভিযোগ করিনি। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
দৌলতপুরে ড্যাব ও সাবেক ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের আয়োজনে এবং খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা বিএনপির তত্ত্বাবধানে নগরীর দৌলতপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় অসহায় ও দরিদ্র পরিবারের সু-স্বাস্থের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়। ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাব’র সাধারণ সম্পাদক ডাঃ পলাশ।
দিনব্যাপী (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত) এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেখ সাদী, মুর্শিদ কামাল, আবুল কালাম জিয়া, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ ইমাম হোসেন, রুবায়েত বাবু, সুলতান মাহমুদ, মতলেবুর রহমান মিতুল, শেখ আনসার আলী, আবু সাইদ হাওলাদার আব্বাস, নিঘাত সীমা, খবির উদ্দিন, নুর ইসলাম বাচ্চু, মোল্লা সোহেল, এম এম জসিম, নাজিম জিয়া, রতন, সামাদ, মাহবুব, লিটন, মৃদুল প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা ও সোলামে শ্রমিকদের মাঝে নৌবাহিনীর বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। দরিদ্র, এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর ও নৌ ঘাঁটি সোলামে ৩৫ জন শ্রমিক ও তাদের পরিবারের জন্য ৭০টি শাড়ি, ৩৫টি লুঙ্গি এবং ৩৫টি থ্রি পিছ বিতরণ করা হয়। খুলনা নৌ কমান্ডের উদ্দ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম সকলের জন্য অনুকরণীয় ও প্রশংসনীয়।
যশোরের শার্শায় বাসের চাকায় পিস্ট হয়ে ২ ভাই মারা গেছে
বেনাপোল প্রতিনিধি
বাসের চাকায় পিষ্ট হয়ে যশোরের শার্শা উপজেলার দুই সহদর মারা গেছে। মঙ্গলবার সকাল ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনী মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মৃত দু’সহদর আপন খালাতো ভাই যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)। তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজ শেষে ভাড়ায় মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ জানান, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজ শেষে মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ি ফেরার পথে নাভারণ কলোনী মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে ডিজেল পাচারকালে তিন চোরকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদেরকে কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ট্রলারও। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বিদেশী জাহাজ থেকে নামিয়ে পাচারকালে ১ হাজার ৫শ ৫০ লিটার ডিজেল ও একটি ট্রলারসহ তিন চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা। আটককৃতরা হলো মোংলার কানাইনগর এলাকার ফারুক খাঁনের ছেলে হাবিব খাঁন (৪৫), আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)। জব্দকৃত মালমালসহ আটককৃতদের মঙ্গলবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর হস্তান্তরকৃত চোরাকাবারীদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।
কালীগঞ্জে মানবতার চাদরে মহত্বের ছড়াছড়ি
সাবজাল হোসেন
ঝিনাইদহ কালীগঞ্জের ময়ধরপুর গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ এক মানসিক প্রতিবন্ধি। ময়লা মাখা শরীর কিন্ত মানুষ তো। সে সময়ে দেখতে ভীড় করেছেন গ্রামের লোকজনসহ উৎসুক পথচারীরা। সন্ধ্যা গড়িয়ে ঘনিয়েছে রাত। সে সময়ে যারা সামনে গেছেন শুধু মুখের দিকে ফ্যালফেলিয়ে তাকাচ্ছিলেন এই প্রতিবন্ধী। ফলে বোঝা যাচ্ছিল তখনও বেঁচে আছেন। শুধু দরকার জরুরী চিকিৎসাসেবা। কিন্ত কে দায়িত্ব নিয়ে ঝামেলা পোহাবেন। এমন ভেবে সময় যত গড়িয়েছে কমেছে উৎসুক জনতার ভীড়। তাই বলে একজন মানুষ চোখের সামনে চিকিৎসার অভাবে মারা যাবে। এটাও হতে পারে না। এমন ভাবনা থেকেই দিনমজুর আমজাদ সমাজসেবক আব্দুর রশিদসহ গ্রামের বেশ কয়েকজন এগিয়ে এসেছেন। তারা গাঁটের টাকায় গাড়ি ভাড়া করে নিয়ে আসেন কালীগঞ্জ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের মুখে কথা শুনে তো তারা কিংকর্তব্যবিমুঢ়। কেননা তিনি বললেন মেয়েটি অন্তঃসত্ত্বা। এখন তার খাবার আর বিশ্রাম দরকার। এদিকে একটু সুস্থ হতেই হাসপাতালের বেডে শুয়ে প্রতিবন্ধি শুরু করেন পাগলামী। বাধ্য হয়ে তাকে নিয়ে তারা আবার ফেরেন এলাকায়। এরপরের চিত্র আরও ভিন্ন। এমন অবস্থায় কে দাঁড়াবেন তার পাশে? উৎসুক জনতার কাতার থেকে অনেকে বলেছেন এই প্রতিবন্ধি কোলাবাজারে প্রায় দুই মাস ধরে ঘুরে বেড়াচ্ছে। অন্যরা যাই ভাবুকনা কেন এই অসহায় মানসিক প্রতিবন্ধির পাশে দাঁড়িয়েছেন দিনমজুর আমজাদ। তিনি প্রতিবন্ধিকে সাথে নিয়েই বাড়ি ফিরেছেন। সংসারে অভাব আছে তারপরও আমজাদের স্ত্রী ছাকিরন বেগমও স্বামীর কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন। অনেক সময় নিজেদের চুলা জ্বলে না। কিন্ত প্রতিবন্ধিকে নিজের সংসারের সদস্য মনে করে তিনিও মানবিক হয়েছেন। মহত্বের পরিচয় দিয়ে বাড়িতে রেখে প্রতিবন্ধির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা ও যাবতীয় সেবাযতœ দিয়েছেন। আমজাদ-ছাকিরনের দম্পতির এমন মহত্বের কথা তুলে ধরে ২ অক্টোবর ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক সংবাদ ও খুলনাঞ্চালের প্রথম পাতায় ”দিনমজুর আমজাদের মানবিকতার দৃষ্টান্ত” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ওইদিন বিকালেই কালীগঞ্জ হাসপাতালে প্রতিবন্ধি ফুটফুটে চেহারার কন্যা সন্তানের জন্ম দেন। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে অজোপাড়াগায়ের এমন ঘটনায় প্রধানমন্ত্রী মা ও সন্তানের দায়িত্বভার গ্রহনের মহৎ ঘোষনায় সর্বমহলে প্রশংসায় ভেসেছেন। নবজাতকটির জন্মের পরেই স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ছুটে গিয়ে মা ও নবজাতকের চিকিৎসার যাবতীয় খোঁজখবর নিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। পরে রাতে হাসপাতালে ছুটে আসেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ও স্থানীয় গনমাধ্যমকর্মিরা। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ নবজাতকটিকে আদরে কোলে নিয়ে নাম দেন আদরী। তিনি আশ্রয়দাতা আমজাদ- ছাকিরন দম্পতির হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা তুলে দিয়ে মহত্বের পরিচয় দেন। বিষয়টি নিয়ে গত ৩ অক্টোবর দৈনিক সংবাদ ও খুলনাঞ্চাল আবার প্রথম পাতায় আবার ”সেই মানসিক প্রতিবন্ধী নারীর পাশে সরকার” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। মা ও মেয়ে আদরীর চিকিৎসাসহ যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হবে জেলা প্রশাসকের এমন উদারতাপূর্ণ ঘোষনা দেশব্যাপি বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে ৫ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল লতিফ শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ আদরীকে কোলে তুলে নেন। সাথে সাথে আমজাদ- ছাকিরন দম্পতির হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করে মহত্বের পরিচয় দেন। ফুটফুটে চেহারার আদরীকে অনেকে নিতে চেয়েছেন। কিন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু কল্যান বোর্ড সভায় আমজাদ – ছাকিরন দম্পতির হাতেই তুলে দেয়ার মহৎ সিদ্ধান্ত হয়। যা ৫ গত অক্টোবর দৈনিক সংবাদের প্রথম পাতায় ”কালীগঞ্জের সেই প্রতিবন্ধী ও কন্যা আদরীর ঠিকানা আমজাদের বাড়ি শিরোনামে পুনরায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ৬ অক্টোবর ফেসবুক ভিত্তিক কালীগঞ্জের আঞ্চলিক ভাষা গ্রুপ ওই পরিবারের হাতে ১৪ হাজার ৫শ টাকা তুলে দিয়ে মহত্বের পরিচয় দেন।
অন্যদিকে এমন অসহায় প্রতিবন্ধীকে নিয়ে ধারাবাহিক মানবিক প্রতিবেদন প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক সংবাদের কপি সংশ্লিষ্ঠ পোষ্ট দিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। সাথে সাথে মুঠোফোনে সংবাদ প্রতিবেদক ও সংবাদ পরিবারকে ধন্যবাদ দিয়ে মফস্মল পর্যায়ের সকল মিডিয়াকর্মিদের এমন মানবিক প্রতিবেদন লেখনির মাধ্যমে তুলে ধরার জন্য উৎসাহিত করে মহত্বের পরিচয় দিয়েছেন। অন্যদিকে গ্রামের একজন অসহায় মানসিক প্রতিবন্ধীর প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে যে মহত্বের পরিচয় দিয়েছেন এবং স্থানীয় জেলা প্রশাসক যেভাবে সংবাদকে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়েছেন সে জন্য সংবাদ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। অসহায় প্রতিবন্ধির খবর প্রকাশের পর থেকে এ পর্যন্ত মা মেয়ের কল্যানে যা কিছু হয়েছে সবই যেন মানবতার চাদরে মহত্বের ছড়াছড়ি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খুলনা মহানগর কমিটি গঠন
# কবির সভাপতি ও নাছিমা সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খুলনা মহানগর কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মুজাহিদুর রহমান হেলো সরকার এবং লায়ন মোঃ মুজিবুর রহমান হাওলাদার এ কমিটির অনুমোদন দেন। ১৯৮৯ সালের ২০ শে ফেব্রুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের হাতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত, গভঃ রেজিঃ নং ০৯৭৫২। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। সংগঠনটি খুলনা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও গ্লোবাল টেলিভিশনের খুলনা প্রতিনিধি আনিছুর রহমান কবির,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, পল্লীমঙ্গল বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নাছিমা সুলতানা। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, নাহিদ রেজা রানা,শেখ নুরুউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক নুর হাসান জনি, সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু,,কোষাধক্ষ্য মোহাম্মদ মারুফ আজাদ, দপ্তর সম্পাদক মোঃ রায়হান মোল্লা , প্রচার সম্পাদক এসএম মিশকাতুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক কাজী মিকু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহারিয়ার হোসেন সজিব, কার্যনির্বাহী সদস্য ফরিদ আহম্মেদ, মোহাম্মদ শাহাবুউদ্দীন মুনির, ইয়াকুব রাজা, শাহানা পারভীন, পূর্বাশা জামান উর্মি, মোঃ আরিফ হোসেন, মোঃ সাগর খান, তাসকিন আহমেদ শরীফ, শেখ শাফরিমা আক্তার মুক্তা,মোঃ নাঈমুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স, শাহ আরাফাত রাহীব, মোঃ সিয়াম,ইসলাম মৃধা ইমন,আসমা আক্তার, মোঃ মুকিতুজ্জামান আরিফ,শেখ রেজাউল করিম, মুসফিকার সামস মেনান, সৈয়দ মুরতাজা আল কামরুজ্জামান, আইজাজ কবির আলিফ, রাকিব হাসান, আশরাফুল কবীর রাজন, মোঃ রাকিবুল ইসলাম,মোঃ তৌহিদুর জামান,শেখ রাকিবুল ইসলাম রাজু, ওসমান গনি জুয়েল, কাজী রমিজ বাবু, লাবনী আক্তার।
জেলা আ’লীগের উদ্যোগে এ্যাডভোকেট সালাহউদ্দিন ইউসুফের মৃত্যু বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর আজীবন সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, খুলনা জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি এ্যাড. সালাহউদ্দিন ইউসুফের ১৯তম মৃত্যু বার্ষিকী পালন ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মাতা আলহাজ্ব নুরজাহান বেগমের মৃত্যুতে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভাপতির বক্তৃতায় হারুনুর রশীদ বলেন, এ্যাড. সালাহউদ্দিন ইউসুফ ছিলেন একজন সাহসী নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমাদের সকলকে তার আদর্শ ও নীতি অনুসরন করে পথ চলা উচিত। সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। তিনি বলেন, আ ফ ম বাহাউদ্দিনের মাতা আলহাজ্ব নুরজাহান বেগম ছিলেন রতœগর্ভা নারী, আমরা আজকের এই সভায় তার আত্মার শান্তি কামনা করি।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্দে এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, বি এম এ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অধ্যাক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, কাজী শামিম আহসান, রফিকুর রহমান রিপন, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ মোঃ আবু হানিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী হোসনেয়ারা চম্পা, দেব দুলাল বাড়ই বাপ্পী, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, জামিল খান, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, অমিয় অধিকারী, মাহফুজুর রহমান সোহাগ ও বিধান চন্দ্র রায় প্রমূখ।
রুপসায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামীলীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
রুপসা উপজেলার টিএসবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান এর স্ত্রী ও রুপসা উপজেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ মাগদুম এর মাতা মোসাঃ আসমা বেগম (৭০) এর মৃত্যুর খবর শুনে তার উত্তর খাজাডাঙ্গাস্থ নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, যুবলীগ নেতা জামিল খান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মোরশেদুল আলম বাবু, বিধান চন্দ্র রায়, নোমান ওসমান রিচি, মজিদ শেখ, ইমন গাজী, অরুপ কুন্ডু, আজিজুল, রুবেল, জাহিদ, অঞ্জন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শ্রীউলায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ: থানায় মামলা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলায় মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভিকটিমের মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভিকটিমের মাতা ও অভিযোগ সূত্রে জানাগেছে, ধর্ষক তরিকুল আমার ফুফু শ্বাশুড়ির ছেলে। আমার ঘরের পাশেই তাদের ঘর। সোমবার দুপুরে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে আমার ৭ বছর বয়সী শিশু মেয়েকে তার ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ের ডাক-চিৎকার শুনে তরিকুলের ঘরের মধ্যে গেলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় মেয়ে বিবস্ত্র অবস্থায় কান্না-কাটি করছিল। গ্রামবাসীদের সহযোগিতায় ওই রাতেই তিনি মেয়ের চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতালে নেওয়া হয়। এঘটনায়, ভিকটিমের মাতা বাদী হয়ে তরিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০৮(১০)২০ নং ধর্ষণ মামলা দায়ের করেছেন। থানাসূত্রে জানাগেছে, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক পালাতক রয়েছে।
কপিলমুনিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় প্লাস্টিকের বস্তা ব্যাবহার করার অপরাধে চাউল ব্যবসায়ী স্বপন কুমার সাহাকে ১হাজার ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন করার অপরাধে হোটেল ব্যবসায়ী জাকির হোসেনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। আদালত চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও এ এস আই মোল্লা নাজির হোসেনসহ সংগীয় ফোর্স
বটিয়াঘাটা জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজন গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় সম্মেলন কক্ষে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিমচন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ্জামান হাদী, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, নির্বাহী কর্মকর্তার সিও মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যানের সিও মোঃ হারুন অর রশিদ, সাংবাদিক আহসান কবীর, সাংবাদিক এস এমন এ ভূট্টো প্রমূখ ।
মোড়েলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন মো. আসাদুল ইসলাম(আহ্বায়ক) ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান হাওলাদার। যুগ্ম আহ্বায়ক মো. সাইমুন শেখ, মো. ইব্রাহিম খানসহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদ দিয়েছেন উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান স্বাক্ষরিত ৪ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর এপিএস মো. এনামুল হক, তাঁতীলীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খানের সাথে এক সৌজন্য স্বাক্ষাত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল পাচ্ছেন ৪০ হাজার শিশু
আরিফুল ইসলাম আরিফ,মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৪০ হাজার শিশুকে নীল ও লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় চলবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, এ উপজেলায় এবারে ভিটামিন এ ক্যাপসুল ৪০ হাজার শিশুদের ৩৮৫টি ক্যাম্পে খাওয়ানো হচ্ছে।
এর মধ্যে ৩৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্রে ১ জন হেল্প এসিসট্যান্ড পরিবার পরিকল্পনার মাঠকর্মী স্বেচ্ছাসেবক ও এনজিও কর্মীরা কাজ করছেন। ৬ মাস থেকে ১২ মাস বয়সি প্রতিটি শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১১ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল পাচ্ছেন।
বেতাগায় সার্বিক সাক্ষরতা বিষয়ক ওরিয়েন্টেশন সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় সার্বিক সাক্ষরতা,দূর্যোগ জনিত ঝুঁকি হ্রাস ও ভার্চুয়াল বাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা মঙ্গলবার বিকাল ৪টায় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরোজ কুমার রায়, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ ও ইউপি সচিব এস এম দাউদ আলী প্রমূখ। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান বিদ্যালয়ের চেঞ্জ রুম ও ওয়াশ জোন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
আঁঠারমাইলে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রবিউল ইসলামের গণসংযোগ
আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রবিউল ইসলাম (রবি) মঙ্গলবার বিকালে ৬টি ওয়ার্ডে প্রায় ২শতাধিক মোটর শোভাযাত্রা সহকারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন এনামুল হক, কামরুজ্জামান টুকু, রাশিদুল ইসলাম, ইউনুছ আলী বিশ্বাস, ইকবল হোসেন শেখ, আব্দুস সেলিম মোড়ল, মোবারেক মোড়ল, গোলজার মোড়ল, বুলবুল কবির, মামুন, রাজু, রেজাউল, রায়হান, শফিকুল প্রমুখ।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর
সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ সরকার ও জাইকার সহযোগিতায় অভয়নগর উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে নতুন অ্যাম্বুলেন্স। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অ্যাম্বুলেন্স ও চাবি গ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলিমুর রাজিব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, প্রকৌশলী কামরুল ইসলাম সরদার, জাইকার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, মফিজ উদ্দিন, বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মোহাম্মদ আলী, নওয়াপাড়া প্রেস কাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার প্রায় চার লাখ মানুষের জন্য ছিল একটিমাত্র অ্যাম্বুলেন্স। যা প্রায় সময় বিকল হওয়ার কারণে চরম ভোগান্তীর শিকার হত রোগীরা। দীর্ঘ প্রচেষ্টার পর জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন এ অ্যাম্বুলেন্স দেয়া সম্ভব হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স জনগণের ভোগান্তী লাঘবে সহায়ক হবে।
কোটচাঁদপুরে ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় (৬ অক্টোবর) মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার সময় গোপন সংবাদে সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী বাজার হতে জাহিদ হাসান রুবেল (২৪)নামে ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল ১ টি মোবাইল ও ২ টি সিমকার্ড সহ আটক করে। আটককৃত আসামি জনৈক পারলাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়।
তেরখাদায় ভাসমান সবজি ও মশলা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল সকাল ১০টায় তেরখাদা উপেেজলা প্রশিক্ষণ কেন্দ্রে ভাসমান বেডে সবজি চাষ ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ জনপ্রিয়তা করণ প্রকল্পের আওতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খুলনা মোঃ হাফিজুর রহমান। উপজেলার ৩০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
তেরখাদায় জন্মনিবন্ধন দিবস পালিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল সকাল ১০টায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, অরুবিন্দ প্রসাদ সাহা, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগনের মধ্যে শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদাউস হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল ও যুব উন্নয়ন অফিসার মো: আমজাদ হোসেন সরদার সহ বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটক-২৬
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গত ২দিনে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশু সহ ২৬জনকে আটক ৫৮ বিজিবি। ৫৮বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, মঙ্গলবার ভোরে অবৈধভাবে শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে নারী ও শিশু সহ ২২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে শ্যামকুড় বিওপি। অন্যদিকে শনিবার রাতে লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় লড়াইঘাট বিওপি একজনকে আটক করে। একই সময়ে অবৈধভাবে মাটিলা সীমান্ত পার হওয়ার সময় ৩ বাংলাদেশীকে আটক করে লড়াইঘাট বিওপি। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি পৃখক অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দরে সামনে থেকে ২০ টি হাতবোমা জব্দ করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে সামনে থেকে আজ মংগলবার দুপুরে পরিত্যক্ত আবস্থায় ২০ টি হাতবোমা জব্দ করেছে বিজিবি। ৪৯ বিজিবির কামন্ডি অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, নাশকতার উদ্যেশে আনা বেশ কিছু হাতবোমা বন্দরে সামনে গোপনে রাখা হয়েছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বন্দরের সামনে রশিদের বাড়িতে অভিযান চালিয়ে টয়েলেট থেকে ২০ টি হাতবোমা জ্ব্দ করে। এ ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাঠ পযায়ের গোয়েন্দা সংস্থা গুলো তদন্তে মাঠে নেমেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দাকোপের সাড়ে তিনশ’ পরিবার ‘নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ’ পেলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার দাকোপ উপজেলার আরো ৩৫০টি পরিবার “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” পেয়েছেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এই সব পরিবার শাড়িসহ ১৭ ধরণের উপকরণ পেয়েছেন। কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন সাইকোন আম্ফান সাড়াদান প্রকল্পের আওতায় খুলনা জেলার মঙ্গলবার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের পিনাকপানি মাধ্যমিক বিদ্যালয় ও আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩৫০টি পরিবারের মধ্যে নারীর মর্যাদা সুরক্ষায় ১৭ ধরণের উপকরণ প্রদান করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এই উপকরণাদি হস্তান্তর করা হয়। নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য সঞ্জীব কুমার ম-ল, রিনা সরদার, কেয়ার বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট অফিসার আব্দুল মতিন তালুকদার প্রমুখ। উল্লেখ্য, কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তর এই প্রকল্পের আওতায় খুলনা জেলার কয়রা ও দাকোপে সর্বমোট ৪,৬০০ পরিবারের মধ্যে “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” (উরমহরঃু করঃং) বিতরণ কার্যক্রম গত আগস্টে শেষ হয়। পরে এই দুই উপজেলায় আরো ১৫৭৩টি পরিবারের মাঝে “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” বিতরণ করা হচ্ছে।
ইন্দুরকানীতে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৮জন গ্রেফতার
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানা থাকা ৮জনকে গ্রেফতার করেছে ইন্দরকানী থানা পুলিশ । মঙ্গলবার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী গ্রামের মৃত জবেদ আলী শেখের ছেলে জিআর মামলায় ৫বছর তিন মাস সাজাপ্রাপ্ত আসামী আঃ হালিম শেখ (৪০)কে সহ ০৪টি জিআর ও ০২টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মোট ৮জন আসামীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত আসামী সহ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ৮জনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
আলসারের যন্ত্রণায় বৃদ্ধার গলায় ফাঁস
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে পেটের আলসারের যন্ত্রণা সইতে না পেরে সতী রানী (৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৫ অক্টোবর) গভীররাতে উপজেলার ভরতপুর দক্ষিণ পাড়ায় এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের অনিল ম-লের স্ত্রী। মণিরামপুর থানার এসআই সাহাবুল আলম বলেন, বৃদ্ধা সতী রানী দীর্ঘদিন ধরে আলসারে ভুগছেন। তিনি বাড়ির পাশের এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রান্নাঘরে ঘুমাতেন। বৃদ্ধার বড়ছেলে জন্ম থেকে অসুস্থ। সোমবার রাতে তার পেটের ব্যাথা বেড়ে যায়। সেই জ্বালা সইতে না পেরে রাত দেড়টার দিকে ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় বৃদ্ধার ছেলে অনিল ম-ল বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে লাশ মর্গে না পাঠিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপায় মায়ের উপর অভিমান করে শিক্ষার্থী সাদিয়ার আত্মহত্যা
সম্রাটহোসেন শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে সাদিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঘটেছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কামরুল হাসানের কন্যা ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পিতা কামরুল হাসান জানান, সকালে সাদিয়া কোচিং শেষ করে বাড়িতে আসে। পরে মায়ের সাথে নানা বাড়ি যাবে বলে জানান। পড়াশোনা ক্ষতি হবে বলে তার মা নানা বাড়ি যেতে নিষেধ করে। অভিমান করে বাড়ির সবার চক্ষু আড়াল নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ষোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ, জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
আ.লীগ নেতা শাহজাহান পারভেজ এর মৃত্যুতে মহানগর বঙ্গবন্ধু পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আ.লীগের সিনি. সহ-সভাপতি শাহজাহান পারভেজ এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু পরিষদের খুলনা জেলা সভাপতি (স্বাস্থ্য) আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া, মহানগর কার্যনির্বাহী সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবির, আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম সম্পাদক ও সোনাডাঙ্গা থানার সভাপতি ডা. হাফিজুর রহমান সোহেল, জাকির হোসেন বিপ্লব, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, এ্যাড. সোহেল পারভেজ, কমান্ডার কাজী আলী আজম, কালাম মোল্লা, গাজী রকিব উদ্দিন সোহাগ, সাংবাদিক মামুন রেজা, কবি আসাদুজ্জামান মিথুন, অহিদুল সিকদার, আলহাজ্ব এস এম জিয়া উদ্দিন, কে এম নুরুল হক, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম মোল্লা, মোঃ রেজাউল করিম, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, মশিউর রহমান মিলন, ইঞ্জি. শান্তনু বৈরাগী, বিশ্বজিত কুমার মন্ডল, এ্যাড. মেহেদী ইনছার, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, মোস্তাফিজুর রহমান বিপু, মিসেস মুক্তা হক, এইচ, এম আরিফ, আদম গাজী মান্দার, আফজাল হোসেন আমজালা, টিটু মল্লিক, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সিকদার, লিয়াকত হোসেন, রায়হান চৌধুরী, কাজী আলী আহাদ প্রমুখ।
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার এর উপ পরিচালক দেব প্রসাদ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা-হেনা, শিশু কর্মকর্তা মো. আসাদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন, সাংস্কৃতিক কর্মী শরিফা হেমায়েত, সাংবাদিক আজমল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু প্রতিনিধিরা।
তালায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
ইলিয়াস হোসেন, তালাঃ
“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে ৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার ও ইউনিসেফ এর সহযোগিতায় উপ-শহরে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, তালা থানার এসআই মদন মোহন অধিকারী এবং ইউনিসেফ প্রতিনিধি শ্রাবণী আক্তার প্রমুখ।
তালায় ছাত্রদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা থানার ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজের পিতা মোঃ মোবারেক আলী খাঁ (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৫ অক্টোবর) সকালে জেয়লা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোবারেক খাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, বিএনপি’র যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, যুবদল নেতা মোস্তফা হোসেন মন্টু, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, যুগ্ন-আহ্বায়ক মনিরুল ইসলাম, আবুল হাসান মোল্ল্যা, আজমল হোসেন জুয়েল, ইয়াছিন মোড়ল, সাইদুর রহমান, আবুল হোসেন, মোস্তফা আহম্মেদ রিপন, সালমান আব্রাহাম, মেহেদী ইমরান, খাদিজা খাতুন, সদস্য- মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, মেজবাহুর রহমান নাহিদ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, ফাহাদ হোসেন, মাসুম বিল্লাহ, সিদ্দিক হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহম্মেদ, সদস্য সচিব আবিদ হোসেন, তালা সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ রিপন ইসলাম, সদস্য সচিব রায়হান শেখ প্রমুখ।