ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জলে দাঁড়িয়ে মানববন্ধন

4
Spread the love

যশোর প্রতিনিধি

ভবদহে টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, হরি, শ্রী, টেকা, মুক্তেশ্বরী নদীর সঙ্গে ভৈরবের সংযোগ, ২১ ও ৯ ভেন্টের মাঝ দিয়ে সরাসরি নদী সংযোগ, নদী ও খালের ওপর সব ধরনের পাটা-বাঁধ অপসারণের দাবিতে জলের ভেতর মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষজন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে ব্যতিক্রমী এই কর্মসূচিতে ভবদহ অঞ্চলের শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলা মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের জলমগ্ন মাঠে ভুক্তভোগী নারী-পুরুষ তাদের দাবি দাওয়া লিখিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এসময় স্থানীয়রা বলেন, জলাবদ্ধতার সমস্যা চলছে গত তিন মাস ধরে। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত, মাছের ঘের। পানি উঠে এসেছে ঘর-বাড়িতে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন জেলার ৪০ গ্রামের কয়েক লাখ মানুষ।

জলাবদ্ধতা সমস্যার সমাধান দাবিতে জলে দাঁড়িয়ে মানববন্ধনতারা আরও বলেন, ভবদহের সমস্যা প্রায় ৬০ বছরের। ভবদহের জলাবদ্ধতা নিরসনের নামে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লুটপাট ও বাণিজ্য করে চলেছেন। স্থানীয়রা এর থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সমাধান চান। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে পরিকল্পিত জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন ও পানি বের হওয়ার অন্যতম পথ আমডাঙ্গা খালটি ফের খননের মাধ্যমে প্রশস্ত করার দাবি জানান তারা। জলের ভেতর মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সংগঠনের আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্যসচিব অধ্যাপক চৈতন্য পাল, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, মফিজুর রহমান নান্নু, প্রদীপ হালদার, কার্তিক বকশী, অনিল বিশ্বাস প্রমুখ।