ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২০’ শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল শুক্রবার সকালে পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে ১৯-০৪ পয়েন্টে বাংলাদেশ আনসার বেসবল দলকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জিতে নেয় পুলিশ। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো রানার্স-আপ হয় বাংলাদেশ আনসার।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিএইচআরও মো. কামরুজ্জামান, রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা।
এবারের আসরে অংশ নেওয়া আটটি দলের মধ্যে ছিল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, কমিউনিটি স্পোর্টস কাব, স্যান্ড এনজেল বেসবল কাব, ডিসিসি বেসবল কাব ও এসএসসি। বাংলাদেশে করোনা বিরতির পর বেসবলের এটি ছিল দ্বিতীয় টুর্নামেন্ট। গত ৯ থেকে ১১ সেপ্টেম্বর ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন ও বাংলাদেশ পুলিশ রানার্সআপ হয়েছে।
পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই
ক্রীড়া প্রতিবেদক
জয়ের পথে ফিরে এল মুম্বাই ইন্ডিয়ান্স। আর কিংস ইলেভেন পাঞ্জাব রয়ে গেল হারের আবর্তে। বৃহস্পতিবার আবুধাবিতে রোহিত শর্মাদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না লোকেশ রাহুলের পাঞ্জাব। মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে গেল তারা। ৪৮ রানে জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলে ৪ ম্যাচের মধ্যে মুম্বইেয়ের এটি দ্বিতীয় জয়। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাব হেরে গিয়েছে তিনটিতেই।
টসে জিতে আগে মুম্বাইকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন কিংস ইলেভেন অধিনায়ক লোকেশ রাহুল। উইকেট মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। প্রথম ওভারেই কটরেলের বলে বোল্ড হয়ে শূন্য হাতে মাঠ ছাড়েন কুইন্টন ডি’কক। শুরুতে একটু আড়ষ্টতা ছিল রোহিতের মধ্যেও। তা কাটিয়ে উঠতে তার বেশি সময় লাগেনি। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু সূর্য (১০) হঠাৎ রান আউট হয়ে যান। তরুণ ঈশান কিষাণের (২৮) সঙ্গে ৬২ রান যোগ করেন রোহিত। সেটাই মূলত মুম্বইকে বড় স্কোর গড়ার পথ করে দেয়। শেষ পর্যন্ত সামির বলে ৪৫ বলে ৭০ রান করে আউট হন হিটম্যান। মারেন ৮টি চার ও ৩টি ছয়। আইপিএলে পাঁচ হাজার রানও এদিন পূর্ণ করলেন রোহিত। অধিনায়ক ফিরে যাওয়ার পর কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান। পোলার্ড ২০ বলে ৪৭ ও হার্দিক ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯১ রান।
জবাবে পাঞ্জাবের হয়ে এদিনও আশা জাগিয়েছিলেন ফর্মে থাকা দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বিনা উইকেটে ৩৮ রান তোলার পরেই ছন্দপতন। ১৮ বলে ২৫ রান করে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে যান মায়াঙ্ক। তিন নম্বরে নেমে করুণ নায়ারও (০) এদিও হতাশ করলেন। চাপের মুখে নিকোলাস পুরানকে পাশে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন রাহুল। কিন্তু সেট হয়ে গিয়েও দলকে টানতে পারলেন না তিনি। ১৯ বলে ১৭ রান করে রাহুল চাহারের বলে আউট হন রাহুল। ৬০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কিছু লড়াই চালিয়েছিলেন পুরান। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। কিন্তু তাকে সঙ্গে দিতে পারেননি ম্যাক্সওয়েল (১১), নিশামরা (৭)। হারের গ-ি থেকে বেরতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবও। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পোলার্ড।
টোয়েন্টি সিরিজের প্রস্তাব বিসিবি’র না
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট আয়ারল্যান্ডের দেওয়া চার জাতি টি-টোয়েন্টি সিরিজের আমন্ত্রণ প্রত্যাখান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুক্রবার আসরটি হওয়ার কথা ডিসেম্বরে। টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর এই প্রস্তাব পেয়েছিল বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানান, ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করায় তারা এই আমন্ত্রণ প্রত্যাখান করছেন। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্ট আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ছাড়াও থাকার কথা আরেকটি সহযোগী দেশ। তবে তার নাম এখনও ঠিক হয়নি। করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে কোনো প্রতিযোগীতামূলক ক্রিকেটে নেই বাংলাদেশ। ক্রিকেটারদের আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচিত ঢাকা প্রিমিয়ার লিগ এবং দেশের ঐতিহ্যবাহী ৫০ ওভারের কাব টুর্নামেন্টও চলতি বছরের শুরুতে বাতিল করতে হয়।
র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কাকে ঘিরে দুঃসংবাদ, শ্রীলঙ্কাকে ঘিরেই সুসংবাদ। পুরুষ দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরের জন্য ঘাম ঝরানো প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময়ে সফর স্থগিত হয়ে গেল। বাধ্য হয়েই এখন নিজেদের মধ্যে ব্যাট-বলের প্রস্তুতি চালাচ্ছেন মুশফিক-তামিমরা।
সফর স্থগিত হওয়ার দুঃসংবাদ যখন মানিয়ে নেয়ার চেষ্টায় পুরুষ দল, তখন এই শ্রীলঙ্কাকে ঘিরেই একটি সুসংবাদ পেল নারী ক্রিকেট দল। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে ওঠে এসেছেন সালমা-জাহানারারা। এশিয়া কাপজয়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬১। নয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কা অনেকটাই পিছিয়ে গেছে, তাদের রেটিং ৪৭। বাংলাদেশের ঠিক ওপরে থাকা পাকিস্তান অবশ্য বেশ দূরত্বে। ৭৭ পয়েন্ট নিয়ে সাতে আছে দলটি। ওয়ানডেতে বরাবরের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১৬০ রেটিং পয়েন্ট নিয়ে রীতিমতো ধরাছোঁয়ার বাইরে তারা। ১২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভারত, ১১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। বাংলাদেশের মতো র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ১০৭ রেটিং পয়েন্টধারী দক্ষিণ আফ্রিকারও। ৯৪ রেটিংয়ের নিউজিল্যান্ডকে হটিয়ে পাঁচ নম্বরে ওঠে এসেছে তারা। আর সেরা দশের একদম শেষ দল হিসেবে আছে আয়ারল্যান্ড।
চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে মেসি-রোনালদোরা
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার রাতে হয়ে গেলো ২০২০-২১ মৌসুমের গ্রুপপর্বের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। যার মানে দাঁড়ায় গ্রুপপর্বেই একে-অপরের মুখোমুখি হতে চলেছেন বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের খেলা শুরু হবে ২০ অক্টোবর থেকে। গ্রুপপর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ২০ ও ২১ অক্টোবর।
চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ ‘এ’ বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সালজবার্জ ও লোকোমোটিভ মস্কো। গ্রুপ ‘বি’ রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ইন্টার মিলান ও বরুশিয়া মনশেনগ্লাডবাখ। গ্রুপ ‘সি’ পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস ও মার্শেই। গ্রুপ ‘ডি’ লিভারপুল, আয়াক্স, আটলান্টা ও মিতুইল্যান্ড। গ্রুপ ‘ই’ সেভিয়া, চেলসি, ক্রাসনোদার ও রেঁনে। গ্রুপ ‘এফ’ জেনিত সেইন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাজিও ও কাব ব্রুজ। গ্রুপ ‘জি’ জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ ও ফেরেন্সভারোস। গ্রুপ ‘এইচ’ প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লাইপজিগ ও ইস্তানবুল বাসাকসেহির।
উইন্ডিজ নারী দলের কোচ হলেন ওয়ালশ
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের কোচ হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ২০২২ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের দায়িত্ব থাকবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
ওয়েস্ট কিংবদন্তি পেসার ওয়ালশ ২১০৬ সালে আগস্ট থেকে গত বছর পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন। তারও আগে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবেও কাজ করছেন তিনি। আর সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করেছেন এই কিংবদন্তি।
ফাতির দুরন্ত গোলে জিতল বার্সা
ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে ফের দ্যুতি ছড়ালেন আনসু ফাতি। পেলেন গোলের দেখা। আর সেল্টা ভিগোর মাঠে লা লিগার ম্যাচে বার্সেলোনা জিতল ৩-০ গোলে। ১৭ বছরের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে লা লিগায় ১০ গোল করার রেকর্ড ছুঁলেন তরুণ তুর্কি ফাতি।
ম্যাচের ১১তম মিনিটে সফরকারীদের এগিয়ে দেন ফাতি। তার গোলে সহায়তা করেন ফিলিপ্পে কুতিনহো। ৪২তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় কাতালানরা। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান কেমেন্ট লেঙ্গলেট। ৫১তম মিনিটে আত্মঘাতী গোল দিয়ে বসেন লুকাস ওলাজা। ইনজুরি টাইমে (৯০+৫ মিনিটে) বার্সার জয়ের ব্যবধান বাড়িয়ে দেন সার্জি রবার্তো।
উয়েফার বর্ষসেরা ফুটবলার লিওয়ানডোস্কি
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পরই দাবি করেছিলেন, এ বছরের ব্যালন ডি’অরটি তারই প্রাপ্য। করোনার জেরে এ বছরের ব্যালন ডি’অর বাতিল হলেও ফুটবলে ২০১৯-২০ মৌসুম দারুণ কাটানো বায়ার্ন মিউনিখ তারকা রবার্তো লিওয়ানডোস্কি নিজের শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ প্রথমবার উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।
গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে লিওয়ানডোস্কির নাম ঘোষণা করা হয়। ম্যানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনেকে পেছনে পুরস্কারটি জিতেছেন এই পোলিশ স্ট্রাইকার। উয়েফার বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার ও বর্ষসেরা কোচ চারটি পুরস্কারই জিতেছেন বায়ার্ন মিউনিখের সদস্যরা। বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্নের হান্সি ফিক। মৌসুমের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বায়ার্নের খেলোয়াড় ম্যানুয়েল নয়্যার।
উয়েফা বর্ষসেরা নারী ফুটবলার হার্ডার
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের খেতাবে ভূষিত হয়েছেন ড্যানিস ফরোয়ার্ড পার্নিল হার্ডার। বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সম্প্রতি চেলসিতে যোগ দেয়া এই নারী ফুটবলারের হাতে এই খেতাব তুলে দেয়া হয়।
২৭ বছর বয়সী হার্ডার উল্ফসবার্গকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছেন। ফাইনালে অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন লিওঁর কাছে হেরে যায় তার কাব। বর্ষসেরার খেতাবে ভূষিত হবার পর এক ভিডিও বার্তায় হার্ডার বলেন, ‘আমি অত্যন্ত খুশি এবং খুবই গর্বিত।’ বুন্দেসলিগার গত আসরে ২২ ম্যাচের প্রতিযোগিতায় তিনি ২৭ গোল করেছেন। এ সময় লীগ শিরোপা জয় করে তার কাব উল্ফসবার্গ। প্রায় সাড়ে তিন বছর জার্মানির এই কাবে থাকা হার্ডার সর্বমোট ১১৩ ম্যাচে অংশ নিয়ে ১০৩ গোল করেছেন।
ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
কে কত তাড়াতাড়ি ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠতে পারেন তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে এবারের ফরাসি ওপেনের ট্রফির দৌড়ে থাকা দুই তারকার। রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচের।
বুধবার নাদাল ১ ঘণ্টা ৪০ মিনিটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জিতেছিলেন। জকোভিচের বৃহস্পতিবার সেখানে তৃতীয় রাউন্ডে উঠতে লাগল ১ ঘণ্টা ২৩ মিনিট। অবাছাই প্রতিপক্ষ লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে ৬-১, ৬-২, ৬-২ চূর্ণ করে ফরাসি ওপেনে ৭০তম ম্যাচ জিতলেন জকোভিচ। মেয়েদের সিঙ্গলসে বৃহস্পতিবার বড় অঘটন ঘটালেন প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা অস্তাপেঙ্কো। এ বছর অবাছাই হিসেবে খেলতে নামা লাটভিয়ার তারকা দ্বিতীয় রাউন্ডে ছিটকে দিলেন দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে।
লিভারপুলকে বিদায় করে দিলো আর্সেনাল
ক্রীড়া প্রতিবেদক
আগের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দল দুটি, এই অ্যানফিল্ডেই। প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ক্ষতে প্রলেপ দেওয়া সুযোগটা লুফে নিতে ভুল হয়নি গানারদের। হিসাব মিটিয়ে নিয়েছে তারা লিভারপুলকে বিদায় করে দিয়ে। ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতেই থেমে গেছে ইয়ুর্গেন কপের দলের যাত্রা। গোলশূন্য নির্ধারিত সময় শেষে পেনাল্টি শুটআউটে তাদের ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।
মিকেল আর্তেতার দলের জয়ের নায়ক গোলকিপার বার্নড লেনো। জার্মান স্টপার টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকালেন, এর আগে ম্যাচে করেছেন দুর্দান্ত সব সেভ। তাই বল পজেশন কিংবা সুযোগ তৈরিতে অনেকটা এগিয়ে থাকলেও লিভারপুলকে বিদায় নিতে হয়েছে লিগ কাপ থেকে। পার্থক্যটা গড়ে দিয়েছেন লেনো। নির্ধারিত সময়ে সেভ করেছেন তিনি সাতটি। ২০১২ সালে ভিতো মানোনির পর প্রথম গানার গোলকিপার হিসেবে অ্যানফিল্ডে কিনশিট রাখার কীর্তি গড়েছেন এই জার্মান। তিন দিন আগে এই অ্যানফিল্ডেই মুখোমুখি হয়েছিল লিভারপুল-আর্সেনাল। অলরেডদের ৩-১ গোলে জেতার ওই ম্যাচ থেকে দুই দলই বড় পরিবর্তন এনেছিল একাদশে। সুযোগ নষ্ট ও লেনোর অসাধারণ সব সেভে এবার হারের পাশে লিভারপুলের নাম। চলতি মৌসুমের কয়েকদিনেই তিনবার মুখোমুখি হলো দল দুটি! এর আগে কমিউনিটি শিল্ডেও টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছিল আর্সেনাল। গানারদের দায়িত্ব নেওয়ার পর কপের সঙ্গে চারবারের লড়াইয়ে তিনবারই জিতলেন আর্তেতা। টাইব্রেকারে প্রথম মিস করেছিল কিন্তু আর্সেনালই। যদিও মোহামেদ এলনেনির ব্যর্থতায় খারাপ কিছু হতে দেননি লেনো। আর্সেনাল গোলকিপার পরে প্রতিহত করেছেন ডিভোক ওরিগি ও হ্যারি উইলসনের শট। তাতে ষষ্ঠ শট নেওয়া জো উইলক বল জালে জড়াতেই জয়ের আনন্দে মাতে আর্সেনাল।
২৪ শটের পেনাল্টিতে মিলানের জয়
ক্রীড়া প্রতিবেদক
হারতেই বসেছিল এসি মিলান। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে তারা। পরে ২৪ শটের পেনাল্টি শ্যুটআউটে প্রতিপক্ষ রিও অ্যাভেকে ৯-৮ গোলে হারিয়ে ইউরোপা লিগের গ্রুপপর্বে পৌঁছে গেছে মিলানের জায়ান্ট কাবটি।
ম্যাচের অতিরিক্ত সময়ে মাত্র কয়েক সেকেন্ড যখন বাকি, তখনও ২-১ গোলে পিছিয়ে ছিল মিলান। এমন সময় পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। পেনাল্টির সুযোগটা কাজে লাগিয়ে সমতা এনে দেন হাকান কালহানোগ্লু (১২০+২ মিনিটে)। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেও শুরু হয় নাটকীয়তা। ১২ রাউন্ডের স্পট কিক শেষে ৯-৮ ব্যবধানে জেতে কোচ স্তেফানো পিওলির দল।
গ্রুপ পর্বের টিকিট কাটল টটেনহ্যাম
ক্রীড়া প্রতিবেদক
হ্যাটট্রিক করলেন হ্যারি কেন। প্রতিপক্ষের জালে বল জড়ান ডেলে আলিও। সুবাদে ৯ গোলের থ্রিলার ম্যাচে জিতল টটেনহ্যাম হটস্পার। ইসরায়েলি কাব মাক্কাবি হাইফাকে ৭-২ গোলে ধসিয়ে দিয়ে ইউরোপা লিগের গ্রুপ পর্বে পৌঁছে গেছে কোচ হোসে মরিনহোর দল।
হ্যারিকেনের হ্যাটট্রিকের সঙ্গে স্পারদের হয়ে জোড়া গোল করেন লো সেলসো। বিজয়ীদের বাকি দুই গোল আসে লুকাস মাউরা ও ডেলে আলির কল্যাণে। সফরকারী প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেন তজারোন চেরি ও নিকিতা রুকাভিস্তিয়া।
ফ্রান্স দলে ফিরলেন পগবা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পজিটিভ হওয়ায় গত মাসের আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন না পল পগবা। তবে প্রাণঘাতী ভাইরাস থেকে পুরোপুরি সেরে ওঠায় আবারও জাতীয় দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তাকে নিয়ে কোচ দিদিয়ের দেশমের ঘোষিত ২৪ জনের স্কোয়াডে নতুন মুখ আর্সেনালের ‘টার্গেট’ মিডফিল্ডার হুসেম আওয়া।
স্কোয়াড: গোলরক্ষক- উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক ম্যাইগোঁ। ডিফেন্ডার- লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, কিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, দায়োত উপামেকাও। মিডফিল্ডার- এনগোলো কঁতে, পল পগবা, করেতিঁ তোলিসো, স্টিভেন জনজি, আদ্রিয়েন রাবিয়োট, এদুয়ার্দো কামাভিঞ্জা। ফরোয়ার্ড- উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আতোঁয়া গ্রিজমান, কাইলিয়ান এমবাপে, আন্থোনি মার্সিয়াল, হুসেম আওয়ার।
মাঠে দর্শক ফেরার অনুমতি দিল উয়েফা
ক্রীড়া প্রতিবেদক
করোনা মহামারির কারণে দর্শকশূন্য মাঠেই খেলছে দলগুলো। সদ্য সমাপ্ত উয়েফা সুপার কাপে সেই দৃশ্যে কিছুটা বদল আসে। ইউরোপীয় ফুটবলের বড় কোনো ম্যাচে প্রথমবারের মতো দর্শক উপস্থিতি দেখা যায়। এবার বাকি সব ম্যাচেও দর্শক ফেরানোর অনুমতি দিল উয়েফা।
উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও সেভিয়া। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ওই ম্যাচে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যা স্টেডিয়ামটির মোট দর্শক ধারণক্ষমতার প্রায় এক তৃতীয়াংশ। সুপার কাপের ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রতি স্টেডিয়ামে ৩০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে উয়েফা। তবে এজন্য আয়োজক দেশ বা শহর কর্তৃপক্ষের অনুমতিও লাগবে। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।