দুদকের ২ মামলা: সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ

5
Spread the love

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) ও তার স্ত্রীর বিরুদ্ধে ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক আলী আকবর বাদী হয়ে বুধবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাবেক এমপি আউয়াল দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য উল্লেখ করে তিনি দুদক আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি তার স্বামীর সহায়তায় অবৈধ উপায়ে ওই সম্পদ অর্জন করেছেন।