স্টাফ রিপোর্টার
রূপসা থানাধিন বঙ্গবন্ধু কলেজের সামনে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৭দিনের রিমা- আবেদনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ রিমা- মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন রূপসা থানার হোসেনপুর গ্রামের লুৎফর রহমান শেখের ছেলে মো. আব্দুর রউফ শেখ (৪২), তেরখাদা থানার আজগড়া গ্রামের মৃত. কাশেম শেখের ছেলে মো. ওমর শেখ (৪০) ও লবণচরা থানার মোহাম্মদনগর গ্রামের মৃত. শামীম মৃধার ছেলে মো. সুমন মৃধা (২৩)।
মামলার বিবরণে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল রূপসা থানাধীন আইচগাতী গ্রামের সরকারি বঙ্গবন্ধু কলেজের পূর্ব পাশে অভিযান চালিয়ে ২টি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ ৩জনকে গ্রেফতার করে। এঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়।











































