মোঃ আশাদুল ভূঁইয়া. কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
“আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে সমতার”এই শ্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
(৩০শে সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা , পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনর রশীদ, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার,উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আজিজ, বেসরকারি সংস্থা ঊসা সমাজ কল্যান সংস্থা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।