স্টাফ রিপোর্টার
খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকা থেকে ৪৫০০ পিস ইয়াবাসহ নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মো. আনোয়ার হোসেন (৩১) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক বিধান চন্দ্র রায় আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের অবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা- শুনানির দিন আজ সোমবার ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আনোয়ার হোসেন খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ২নং কলোনীর সিম্মির বাড়ীর ভাড়াটিয়া নেয়ামুল হোসেন খোকনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ল্যাটেক্সের গেট সংলগ্ন আনোয়ারের কাঁচামালের দোকানের সামনে থেকে ৪৫০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই কাজী আবুল হাসান আনোয়ারের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন যার নং-১৩।