কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা) //
দেবহাটা থানা পুলিশের একাধিক বিশেষ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলী তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা শনিবার রাতে (২৬ই সেপ্টেম্বর) এসআই হুমায়ুন কবির ,এএসআই রসিদুল ইসলাম এএসআই সোহেল উদ্দীন, দেবহাটা থানা এলাকা হইতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার মামলা নং- ০৪(০৯)২০২০ এর আসামী মোঃ তরিকুল ইসলাম লিটন (২১), পিতা- সবুজ শেখ স্থায়ী : গ্রাম- মালতিয়া (চুকনগর) , উপজেলা – ডুমুরিয়া, খুলনা, ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ ও দেবহাটা থানার পুরাতন মামলার পলাতক আসামী ২।মোঃ সেলিম হোসেন (৩৫), পিতা-মোঃ নুর আলী সরদার, গ্রাম-বহেরা, থানা-দেবহাটা , গ্রেফতার করেন এবং নন-জিআর ১/১৮ (দেব), এর আসামী ৩। মো: শফিকুল সানা, পিতা-দবির উদ্দীন সানা, সাং- উত্তর গোবরাখালী, থানা-দেবহাটা, গ্রেফতার করেন।আসামীদেরকে বিচারার্থে রবিবার (২৭ই সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।