সাভার প্রতিনিধি
সাভারে চাঞ্চল্যকর নীলা রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকা-ে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম রাইজিং বিডিকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত ১০টার দিকে রাজফুলবাড়িয়া কর্নেল ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুই আসামি হলেন- সাকিব ও জয়। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। প্রধান আসামি মিজানুর সাভারের ৪নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যাকা-ের পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এরপর থেকে পলাতক ছিলেন আসামিরা। পরে গত মঙ্গলবার (২২ সেপ্টম্বর) মিজানুরের সহযোগী সেলিম পালোয়ান ও পরে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মিজানুরের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ অভিযান চালিয়ে মিজানুর ও তার দুই সহযোগীকে প্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানুরকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।