রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবি: ২ জন নিখোঁজ

3
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট

রাজশাহী মহানগরীর নবগংগা হারুপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়ানোর সময় এ ঘটনা ঘটে।

বেড়ানোর শেষে ফিরে আসার সময় নদীর হারুপুর আইবাঁধ এলাকায় নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ১১ জন যাত্রী সাঁতরে তীরে ফিরে আসলেও দুইজন নিখোঁজ থাকে। নিখোঁজ ২ জনের মধ্যে সুচনা আর শিশু রিমন বলে জানা গেছে। নিখোঁজ ২ জনকে উদ্ধারে রাজশাহীর ফয়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।