স্টাফ রিপোর্টার
নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়স্থ ডাচবাংলা ব্যাংক অভ্যন্তরে ৩ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ধীরেন চন্দ্র দেবনাথ এর ২ লাখ ৮০ হাজার টাকা চুরির মামলার দু’আসামির একদিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। গত ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. খালিদ উদ্দিন আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের অবেদন করেছিলেন। দু’আসামি হলেন পিরোজপুর জেলার কাউখালি থানার আইরন বাজার এলাকার মৃত. আবু জাফরের ছেলে নিটুল মাহমুদ (২৬) ও বাগেরহাট জেলার রামপাল থানার গৌরম্ভা গ্রামের মো. হুমায়ুন শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, ৩ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ধীরেন চন্দ্র দেবনাথ কমিউনিটি ব্যাংক থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা লোন নেয়। ওই টাকা থেকে ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়স্থ ডাচবাংলা ব্যাংকে ২ লাখ ৮০ হাজার টাকা ঠাকুরগাঁও ফাঠানোর জন্য আসেন। তিনি টেবিলের পাশে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের জমা ফরম পূরণ করছিলেন। এসময় একজন টাকার ব্যাগটি একটু আড়াল করে তার মোবাইল চাপছিলেন। হঠাৎ দেখেন টাকা ভর্তি ব্যাগটি নেই। তিনি সাথে সাথে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেয়। কিন্তু ততোক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রতারক সন্দেহে নিটুল মাহমুদ আটক করা হয়। তার স্বীকারোক্তিতে পরে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় ধীরেন চন্দ্র দেবনাথ বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং-৩১। মামলার অপর দু’আসামি হলেন বাগেরহাট জেলার রামপাল থানার গৌরম্ভা গ্রামের মৃত. মোসলেম শেখের ছেলে আলামিন শেখ মনির (৩৬) ও জালাল (৩৫)।