পেয়াজের রফতানি মূল্য ২২০ ডলার থেকে বাড়িয়ে প্রতিটন ৭৫০ মার্কিন ডলারে রফতানির অনুমতি

0
Spread the love

বেনাপোলে এক ট্রাক পেয়াজ ও প্রবেশ করেনি

বেনাপোল  প্রতিনিধি

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকে থাকা পেঁয়াজের কোন ট্রাক বাংলাদেশে আজও প্রবেশ করেনি।

কবে নাগাদ আসবে তা নিশ্চিত করে বলতে পারেননি ওপারের রফতানিকারকরা। শুক্রবার রাতে ওপারে শুধুমাত্র আটকে থাকা পেয়াজের ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অনুমতি দেয় ভারতীয় বানিজ্য মন্ত্রনায়।

১৫ তারিখে যেসব পেয়াজের চালান কাস্টমস রেজিস্ট্রারে এনিট্র আছে শুধুমাত্র সে সব পেয়াজের চালান বাংলাদেশে রফতানি হবে বলে ওপারের সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান।

বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে  আটকে থাকা ট্রাকের পেয়াজ ৪০ থেকে ৫০ পারসেন্ট পচে যাওয়ায় পেয়াজের ট্রাকগুলো গত বৃহস্পতিবার রাতে ফিরিয়ে নিয়ে গেছে রফতানিকারকরা। তারা লোকাল বাজারে ও বিভিন্ন আড়তে কম দামে বিক্রি করে দিয়েছে। ফলে তাদের মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে।

আজ রোববার  বনগাও এলাকায় ১৫টি পিয়াজ বোঝাই ট্রাক গতরাতে ঘোজাডাংগা বন্দর থেকে ফিরিয়ে আনা হয়েছে পেট্রাপোল বন্দর দিয়ে রফতানির জণ্য ।

ওপারের রফতানিকারক ভজন দাস জানিয়েছেন পেয়াজের পূর্বের রফতানিমূল্য ২২০ ডলার থেকে বাড়িয়ে প্রতিটন ৭৫০ মার্কিন ডলারে নতুন করে এলসি দেয়া হলে তারা পেয়াজ রফতানি করতে পারবে। আমি কথা বলেছি বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান,বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি রফতানি চালু রয়েছে বর্তমানে।পেয়াজ আমদানি হলেও দ্রুত খালাশের জণ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।