বেনাপোল প্রতিনিধি
শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন বিদেশ ফেরত রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গত বুধবার রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রফিকুলের পিতা দিদার হোসেন বলেন, আমার ছেলে গত দুই সপ্তাহ হলো দেশে এসেছে। বিদেশে থাকা অবস্থায় রোজগারের সব সে বউয়ের অ্যাকাউন্টে পাঠাতো। দেশে ফিরে সে বউয়ের কাছে টাকা চাইলে, সে টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে ঝগড়ার পর ফেসবুক লাইভে এসে ও স্ট্যাম্পে লিখিত দিয়ে আত্মহত্যা করেছে। শার্শার নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে পাঠানো অর্থ নিয়ে রফিকুলের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে সে বিষপান করে। তিনি আরও বলেন, লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি। নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।