নৌবাহিনীর টহল ও ত্রাণ বিতরণে সহায়তা অব্যাহত

0
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনা, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার  করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার সোনাইতলা ইউনিয়নে ২৭৫টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রদান করে। এছাড়া মোংলা উপজেলার সোনাইতলা, হলদিবুনিয়া, দিগরাজ বাজার, আপাবাড়ি, মামারঘাট ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক ১৯০টি লিফলেট বিতরণ করে। এছাড়া প্রধান প্রধান সড়ক সমূহে ১০% ক্লোরিন মিশ্রিত পানি ছিটিয়ে এলাকা এবং যানবাহন জীবাণুমক্ত করে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করছে।