স্টাফ রিপোর্টার
খালিশপুর ওয়ান্ডাল্যান্ড শিশু পার্কের সামনে থেকে একহাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের খালিশপুর থানার মাদক মামলার এক আসামিকে ১১বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬মাস কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজার জেলার রামু থানার হিমছড়ি পেচার দ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আলী হোসেন (৩২)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৮টায় খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ওয়ান্ডাল্যান্ড শিশু পার্কের সামনে থেকে একহাজার পিস ইয়াবাসহ আলী হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় এসআই কানাই লাল মজুমদার বাদী হয়ে আলী হোসেনের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৪৩। একই বছরের ২৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এস আই কাজী বাবুল হোসেন আদালতে আলী হোসেনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।