জাতীয় মহিলা বেসবলে আনসার চ্যাম্পিয়ন

2
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শুক্রবার সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত নয় ইনিংসের ফাইনালে ১৭-১০ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার।
এ নিয়ে চতুর্থবার শিরোপা জিতলো আনসার। ২০১৭ ও ২০১৮ সালে তারা চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৯ সালে তৃতীয় আসরে বৃষ্টির কারণে পুলিশের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল তারা। এবার অবশ্য আবার একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো। ধরে রাখলো শিরোপা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আনসার ও রানার্স-আপ পুলিশ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া উভয় দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া সবগুলো দলের খেলোয়াড়দের ট্রাক-স্যুট ও জার্সি দেওয়া হয়েছে।
পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। উপস্থিত থাকবেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, এআইজি (স্পোর্টস এন্ড কালচার) শরীফ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তগুলো পুরোপুরিভাবে মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে এই প্রতিযোগিতা।

সিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্নের মতো এক টুর্নামেন্ট খেললো ত্রিনবাগো নাইট রাইডার্স। পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ তো হারেইনি তারা, উল্টো জিতেছে চারটি দলের দ্বিগুণ ম্যাচ। আর সেই সুবাদেই পেয়েছে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়নের তকমা। পুরো আসরে নিজেদের ১২টি ম্যাচের সবকয়টি জিতে চতুর্থবারের মতো সিপিএল শিরোপা জিতেছে নাইট রাইডার্স।
চলতি আসর শুরুর আগেই তিন শিরোপা নিয়ে সিপিএলের ইতিহাসের সফলতম দল ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার সেটিকে বাড়িয়ে তারা জিতল চতুর্থ শিরোপা। পুরো আসরের মতো ফাইনাল ম্যাচেও তাদের কাছে পাত্তা পায়নি প্রতিপক্ষ সেইন্ট লুসিয়া জুকস। বৃহস্পতিবার রাতে ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায় সেইন্ট লুসিয়া। জবাবে শুরুটা খানিক ভয় জাগানিয়া হলেও শেষপর্যন্ত ১১ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে নাইট রাইডার্স। রান তাড়া করতে নেমে মাত্র ১৯ রানেই সাজঘরে ফিরে যান ওপেনার টিয়ন ওয়েবস্টার (১১ বলে ৫) ও তিনে নামা টিম সেইফার্ট (২ বলে ৪)। টুর্নামেন্টে অল্প রান ডিফেন্ড করার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখানো সেইন্ট লুসিয়ার জন্য এমন শুরুটা ছিল খুবই আশা জাগানিয়া। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ড্যারেন স্যামির দলের সব আশা-প্রত্যাশা ধুলোয় মিশিয়ে দেন লেন্ডল সিমনস ও ড্যারেন ব্রাভো। দুজন মিলে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ১৩৮ রান, তাও মাত্র ৮৮ বলে। এ জুটির কল্যাণেই ১১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।
ফাইনালের ম্যাচসেরা সিমনস খেলেন ৮৪ রানের ইনিংস। ৪৯ বলের এই ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ৪ ছয়ের মারে। চার নম্বরে নেমে দলকে নির্ভরতা দেয়া ড্যারেন ব্রাভো ৪৭ বলে ২ চার ও ৬ ছক্কার মারে ৫৮ রান করে অপরাজিত থাকেন। এর আগে সেইন্ট লুসিয়াকে দেড়শ রানের সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব মার্ক দেয়াল (২৭ বলে ২৯), আন্দ্রে ফেচার (২৭ বলে ৩৯), রস্টোন চেজ (২২ বলে ২৪) ও নাজিবউল্লাহ জাদরানের (১৪ বলে ২২)। শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি তারা।
নাইট রাইডার্সের পক্ষে বল হাতে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক কাইরন পোলার্ড। পুরো আসরজুড়ে ব্যাটে-বল সমান অবদান রেখে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করায় ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতেছেন এ মারকুটে অলরাউন্ডার।

বাফুফে নির্বাচনে সবার মনোনয়নপত্রই বৈধ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বিকেলে বাছাইয়ের পর নির্বাচন কমিশন জানিয়েছে, জমা পড়া সব মনোনয়নপত্রই বৈধ।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের পর থেকেই প্রত্যাহার শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যদিও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরের দিন রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই জানা যাবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা থাকেন।

বিসিবির হোসেন ইমাম আর নেই

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আজ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি পরলোক গমন করেন। সপ্তাহ খানেক ধরেই অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। জানা গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

লঙ্কা প্রিমিয়ার লিগ নিলামে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর থেকে। যার নিলাম হবে ১ অক্টোবর। নিলামের জন্যই বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৫০ জনের এই তালিকায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান।
লঙ্কান বোর্ড জানিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। আর এই তালিকা থেকে ৫টি দলে জায়গা পাবেন সর্বোচ্চ ৩০জন আন্তর্জাতিক ক্রিকেটার। তবে স্থানীয় ক্রিকেটারের বেলায় সংখ্যাটা আরও বেশি। ৫টি দল মিলে মোট ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন। শুরু হবে ১৪ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকবে ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।

ভক্তদের সুখবর দিলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

করোনার ভয়াল থাবা কেড়েছে অনেক প্রাণ। অনেক জায়গায় প্রকোপ কিছুটা কমে গেলেও মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন সংখ্যা। তাই প্রিয় মানুষটার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনলে মনের মধ্যে ভয় আর উৎকণ্ঠা বাসা বাঁধে।
নেইমারের ভক্তরাও এতদিন উৎকণ্ঠার মধ্যে দিন পার করছিলেন। চলতি মাসের শুরুতেই যে করোনাভাইরাসে আক্রান্ত হন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে স্বস্তির খবর হলো, করোনাকে হারিয়ে দিয়েছেন নেইমার। শুধু সুস্থ হয়ে ওঠাই নয়, অনুশীলনেও নেমে পড়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবল তারকা। এখন প্রতিযোগিতামূলক ম্যাচে ফের নামার অপেক্ষা।

উঠে গেলো মেসির নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

গত বছরের কোপা আমেরিকার স্থান নির্ধারণী ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। যাতে অটোমেটিক এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে বিষয়টি নিয়ে লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সঙ্গে আলোচনায় বসেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আলোচনায় সুখবরই মিলেছে মেসি ও আর্জেন্টিনা ভক্তদের জন্য। নিষেধাজ্ঞা উঠে গেছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। আগামী মাসের বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে আর কোনও বাধা নেই তার।
মেসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর নিশ্চিত করেছেন এএফএ সভাপতি কাউদিও তাপিয়া। গত বছরের কোপা আমেরিকায় স্থান নির্ধারণী ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে ৩৭তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। চিলির গ্যারি মেদেলের সঙ্গে ঝামেলায় জড়ানোর দায়ে তাকে লাল কার্ড দেখালেও রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। কারণ টিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, লাল কার্ড পাওয়ার মতো কোনও অপরাধ করেননি মেসি।

পরাজয়ে শুরু নেইমারদের নতুন মৌসুম

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হয়ে গেছে আরও আগেই। তবে প্রথম রাউন্ডে খেলেনি লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফাইনালে খেলায় তাদের দেয়া হয়েছিল বাড়তি বিশ্রামের সুযোগ। কিন্তু এতে খুব একটা লাভ হয়নি থমাস টুখেলের শিষ্যদের।
নতুন মৌসুমের প্রথম ম্যাচটা জিততে পারেনি নেইমার-এমবাপেদের দল। এর পেছনে অবশ্য করোনাভাইরাসের একটি কারণও বলা যায়। কেননা নেইমার, এমবাপে, ডি মারিয়া ও লেওনার্দো পারেদেসসহ দলটির মোট ৭ খেলোয়াড় আক্রান্ত করোনায়। তাদের ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচে লেন্সের কাছে ০-১ গোলে হেরেছে পিএসজি। করোনা আক্রান্ত খেলোয়াড়দের বাইরে রাখায় রীতিমতো দ্বিতীয় একাদশ নামাতে হয়েছিল টুখেলকে। যারা মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণ করলেও পারেনি ক্ষুরধার আক্রমণ করতে। যে কারণে ম্যাচে প্রায় ৮০ ভাগ সময় বল দখলে রাখলেও, বলার মতো আক্রমণ হয়েছে মাত্র একটি।

রোনালদোকে টপকে শীর্ষে মেসি

ক্রীড়া প্রতিবেদক

আর কদিন পরই আসতে চলেছে ফিফার পরবর্তী ভিডিও গেম ফিফা ২১। লিওনেল মেসি এটিতেও রয়েছেন শীর্ষে। তবে বার্সেলোনা ও আর্জেন্টিনার মহাতারকার রেটিং পয়েন্ট এবার কমেছে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফিফা ২১ ভিডি গেমে মেসির রেটিং পয়েন্ট ৯৩, রোনালদোর ৯২।
ইএ স্পোর্টসের ফিফা ২০ সংস্করণে মেসি শীর্ষে ছিলেন ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর পয়েন্ট ছিল ৯২। এবার মেসির রেটিং কমার কারণ ২০১৯-২০ মৌসুমে কোনও শিরোপা জিততে পারেননি। অন্যদিকে রোনালদো জুভেন্টাসকে জিতিয়েছেন সিরি-আ শিরোপা। করোনার কারণে ব্যালন ডি’অর পুরস্কারটা এবার বাতিল না হলে ওটা নিশ্চিতই উঠতো বায়ার্ন মিউনিখের লেভানডভস্কির হাতে। অসাধারণ একটা মৌসুম কাটানো পোলিশ স্ট্রাইকার সান্ত¡না পুরস্কার পেলেন কিনা ৯১ রেটিংধারী চার খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়ে! ফিফা ২১ ভিডিও গেমের শীর্ষ দশে ৯১ রেটিংধারী অন্য তিন খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হওয়া ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, প্যারিস সেন্ত জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আতলেতিকো মাদ্রিদের গোলকিপার ইয়ান ওবলাক।

পুরুষদের কাবে যোগ দিলেন নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়তে চলেছেন ইউকি নাগাসাতো। প্রথম নারী ফুটবলার হিসেবে পেশাদারিভাবে পুরুষদের কাবে খেলবেন শিকাগো রেড স্টার্সের ৩৩ বছর বছর বয়সী ফরোয়ার্ড।
ধারে জাপানের কাগাগাওয়া প্রেফ্যাক্চার লিগের কাব হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাপানের হয়ে নারী বিশ্বকাপজয়ী নাগাসাতো। বৃহস্পতিবার দুই পক্ষই খবরটি নিশ্চিত করেছে জানিয়েছে টোকিও ভিত্তিক গণমাধ্যম কিয়োডা নিউজ। ২০১৭ সালে রেড স্টার্সে যোগ দেন নাগাসাতো। তার আগে তিনি জাপান জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে ২০১১ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছেন এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার মেডেলজয়ী দলের অংশ ছিলেন।

সরকারের নিয়ন্ত্রণে প্রোটিয়া ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে স্থানীয় সরকার। এর ফলে আইসিসির নিয়ম অনুসারে আন্তর্জাতিক লেভেলে ক্রিকেট খেলার যোগ্যতা হারাতে পারে প্রোটিয়ারা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে তারা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কে পাঠানো এসএএসসিওসি’র (দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যাান্ড অলিম্পিক কমিটি) চিঠি হাতে পেয়েছে। যেখানে সিএসএ বোর্ড, বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী, সিএফও ও সিওওকে সরে যেতে বলা হয়েছে। এসএএসসিওসি দ্বারা পরিচালিত এক তদন্তে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপশাসন ও অন্যায় আচরণের প্র্রমাণ উঠে এসেছে।
এসএএসসিওসি জানিয়েছে বিভিন্ন অন্যায় কার্যকলাপের মাধ্যমে সিএসএ জনগণ, স্টেকহোল্ডার, স্পন্সর ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ক্রিকেটারদের বিশ্বাসযোগ্যতা ও আত্মবিশ্বাস হারিয়েছে। সবমিলে এটা ক্রিকেটকে কলঙ্কিত করেছে।

ইউএস ওপেনের ফাইনালে অ্যাজারেঙ্কা-ওসাকা

ক্রীড়া প্রতিবেদক

সাত বছর পর মধুর প্রতিশোধ। সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এবছরের ইউএস ওপেনের ফাইনালে উঠলেন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা। এক ঘণ্টা, ৫৬ মিনিটের খেলার ফল ১–৬, ৬–৩, ৬–৩। ২০১৩ সালে ইউএস ওপেনের ফাইনালেই সেরেনার কাছে হেরেছিলেন তিনি।
তারপর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন অ্যাজারেঙ্কা। নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন এবারও অধরা রয়ে গেল সেরেনার। জয়ের পর অ্যাজারেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে এমন একজন সেরা চ্যাম্পিয়নের সঙ্গে খেলে আমি কৃতজ্ঞ। ফাইনালের পথে আপনাকে সেরা খেলোয়াড়দেরই হারাতে হয়, এবং নিশ্চিতভাবে আজ তেমনই একটা দিন ছিল।’ প্রথম সেটে ১–৬–এ হারলেও পরের দুটি সেরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সেরেনার হাত থেকে বের করে নেন অ্যাজারেঙ্কা। সেকথা উল্লেখ করে ৩১ বছরের অ্যাজারেঙ্কা বলেছেন, ‘আমি নিজেকে একটা বড় গর্তে ফেলে দিয়েছিলামÍও আমাকে প্রথম সেটে ওই বড় গর্তে ফেলে দিয়েছিল। আমাকে ওখান থেকে বেরনোর জন্য একের পর এক চড়াই উঠতে হয়েছে। আমি খুশি যে আমি সেটা করতে পেরেছি।’

পিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব

ক্রীড়া প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সবচেয়ে বড় সমালোচক বোধহয় তিনিই। আইসিসি র‌্যাংকিং’য়ে পাকিস্তানের ক্রমাগত অবনতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স। সবকিছু নিয়ে দলের হেড কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের সমালোচনায় দিনকয়েক আগে মুখর হয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু পিসিবি’র অন্দরমহলে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে মতপার্থক্য সরিয়ে খুব শীঘ্রই মিসবার সঙ্গে দলের উন্নতির স্বার্থে কাজ করতে দেখা যেতে পারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে।
মিসবাহকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক পদে শোয়েব আখতারের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে ক্রমশ। বৃহস্পতিবার এব্যাপারে পিসিবি’র সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিলেন খোদ আখতার। একটি ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে প্রাক্তন স্পিডস্টার খোদ জানিয়েছেন, ‘একথা আমি একবারের জন্যও অস্বীকার করছি না। পিসিবি’র সঙ্গে এব্যাপারে আমার কথাবার্তা চলছে এবং আমি পাকিস্তান ক্রিকেটের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক। তবে এখনও চূড়ান্ত নয় কিছুই।’