স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলা সদরের সাতক্ষীরা ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৩৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের পুরাতন সাতক্ষীরা মাদ্রাসা পাড়ার মো. আবু মোসলেম এর মো. আব্দুর রহমান (৫৩)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সাতক্ষীরা জেলা সদরের সাতক্ষীরা ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ফিলিং ষ্টেশনের পিছনে আল্লাহর দান মটরস নামক দোকানের সামনে থেকে ২৩৮ পিস ইয়াবাসহ আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদরের সাতানি এলাকার মৃত. সোলেমান গাজীর ছেলে মো. সাইদুল (৩৮)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন শিকড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় শিকড়ি গ্রামের ছয়কুড়া যাত্রী ছাউনির সামনে থেকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ মো. সাইদুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ৮৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন পাশপাতিলা এলাকায় অভিযান চালিয়ে ৮৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার চৌগাছা থানার ইলিশমারী (স্কুলপাড়া) এর আসাদুল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২০)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন পাশপাতিলা এলাকায় অভিযান করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কড়ই তলা বাজার থেকে ৮৪০ গ্রাম গাঁজাসহ শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।