বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব কোভিড-১৯ এর কবল থেকে মুক্ত হলেও শেষবার করোনা পরীক্ষা করানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
সানাই মাহবুব বলেন, দ্বিতীয়বার করোনা পরীক্ষার পর রেজাল্ট পজেটিভ আসে। তৃতীয়বার করোনা পরীক্ষা পর রেজাল্ট নেগেটিভ এসেছে। গত ৬ সেপ্টেম্বরই তৃতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তবুও চতুর্থবারের মতো করোনা পরীক্ষা করাতে হবে। এখন সেই অপেক্ষায় আছি।
গত জুলাই মাসের শেষের দিকে সানাই মাহবুবের শরীরে করোনার লক্ষণ প্রকাশ পায়। তাই সন্দেহ থেকে করোনা পরীক্ষা করান তিনি। গত ৫ আগস্ট তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সানাইয়ের শ্বাসকষ্ট বাড়ায় তাকে আইসিইউ নেয়া হয়।
সানাই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এখন অন্য কোনো সমস্যা নেই। অ্যাজমা ও সাইনোসাইটের কারণে এসব জটিলতা তৈরি হয়েছিল বলে জানান এই মডেল।