প্রশ্নফাঁস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জবাব বাতিলের দাবি হারুনের

1
Spread the love

ঢাকা অফিস

সোমবার প্রশ্নফাঁস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জবাব সঠিক ছিল না মন্তব্য করে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ। মঙ্গলবার জাতীয় সংসদে পয়ন্টে অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন। স্পিকারের উদ্দেশ্যে হারুন অর রশীদ বলেন, মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ে গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি সঠিক উত্তর দেননি। এ কারণে তা বাতিলের করা হোক। বিএনপির এ এমপি জানান, স্বাস্থ্যমন্ত্রী তার জবাবে সেদিন বলেছিলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ভর্তি পরীক্ষা নেয়া হয়। অসৎ উপায়ে ভর্তির কোনও অভিযোগ কোনও পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রীর ওই জবাব একেবারেই সঠিকছিল না বলে’ বলে মন্তব্য করেন হারুন। গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে হারুন বলেন, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইসি তদন্ত করে সত্যতা পেয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে প্রশ্নফাঁস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মন্ত্রী যে উত্তরটি দিয়েছেন এটি সঠিক নয়’। এই উত্তর বাতিল করার দাবি জানান তিনি। এসময় সংসদে সরকার দলীয় সদস্যরা হৈ চৈ করে ওঠেন। এর পরে স্পিকার সংসদ আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।