খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদয়পুর গ্রামের কারিশমা নামের ওই ব্যক্তি ঘরের খাটে বসা ও গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সম্প্রতি তিনি তার বাড়ি বিক্রি করেছিলেন। টাকা ও গহনার কারণে এ হত্যাকান্ড বলে দাবি পরিবারের। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশ।