কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের নাহারুল ইসলাম (৫২), শেরপুর সেনপাড়া এলাকার ইরাজুল ইসলাম (৪৮), নাটনাপাড়া গ্রামের কামাল হোসেন (২৫) ও মহিবুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, দুপুরে নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন (৪৫) গুররুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য করূপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে কামাল হোসেন (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষক গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় বাড়িতে নেওয়া হয়। পরিবারের লোকজন মৃত ভেবে তাদের দাফনের প্রস্তুতি নিতে থাকে। একপর্যায়ে দু’জনের শরীর নড়ে উঠলে দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক সুমাইয়া জাহান দু’জনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছে।
অপরদিকে শেরপুর সেনপাড়া এলাকায় কৃষক ইরাজুল মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বাড়িতে নেওয়া হয়। একই সময়ে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক আতিয়ার রহমান (৫৫) বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
দৌলতপুর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার এসব ঘটনার নিশ্চিত করেছেন।