রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিভিন্ন নবনির্মিত বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সোমবার সকাল ১০ টায় উপজেলার সুন্দরপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, গিলতলা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী শিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভবন ও গিলতলা বাজার-কালিগঞ্জ বাজার ভায়া বাঁশতলী সড়ক, শ্রীফলতলা কুন্ডুপাড়া সড়ক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও সাধন কুমার বিশ্বাস, রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম,বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সিটি মেয়র উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ননএপিও ভূক্ত শিক-কর্মচারীদের মাঝে ৪৩ জনকে পাঁচ হাজার টাকা ও এক জনকে দুই হাজার পাঁচশত টাকা মোট ২ল ১৭ হাজার ৫শত টাকার চেক বিতরন করেন।