স্টাফ রিপোর্টার
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের জের ধরে খুলনা প্রেসকাবের সহকারী সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। গত শনিবার সাংবাদিক মুন্না খুলনা থানায় জিডি করেছেন।
জিডিতে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শুক্রবার বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার একটি ভিডিও প্রচারিত হয়। যেখানে দেখা যায় হাবিবুর রহমান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে কোপাতে, আবার কাউকে আঙুল কেটে দেয়ার হুমকি দিচ্ছেন। ভিডিও ও নিউজ প্রচার হওয়ায় তিনি প্তি হয়ে সাংবাদিক মুন্নাকে একাধিকবার হুমকি প্রদান করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক প্রবাহ’র সম্পাদক আশরাফ উল হক, সাধারন সম্পাদক দৈনিক প্রবর্তন’র সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মাদ আলী সনি, কোষাধ্য দৈনিক তথ্য’র সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক খুলনাঞ্চল’র সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সংযোগ বাংলাদেশ সম্পাদক’র এড. আব্দুল মজিদ, দৈনিক পাঠকের পত্রিকা’র সম্পাদক খালেদীন রশিদী সুকর্ণ, দৈনিক আমার একুশ’র সম্পাদক আতিয়ার পারভেজ, সাম্পাহিক আমদের খুলনা’র সম্পাদক মিজানুর রহমান মিজান, সাপ্তাহিক সত্যের সন্ধান’র সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদসহ অন্যান্যরা।
এক বিবৃতিতে তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে হুশিয়ারী দেন, অবিলম্বে হাবিবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর আন্দোলনে নামবেন খুলনার সাংবাদিকরা।
উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) আঞ্চলিক তথ্য অফিসের প থেকে গত ১৩ আগস্ট অফিস সহায়ক মো. হাবিবুর রহমান কর্তৃক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও মারধরের বিষয়টি উল্লেখ করে অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল খুলনা সদর থানায় সাধারণ ডায়রি করেছেন।