খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

2
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনায় অস্ত্র মামলায় সুমন শেখ (২৩) নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুমন পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের বাসিন্দা। 

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-৬ সদস্যরা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মজিদ মোড়লের ইটভাটার সামনে থেকে সুমন শেখকে দেশি ওয়ান স্যুটারগান ও গুলিসহ গ্রেফতার করে। ওই ঘটনায় র‌্যাব-৬-এর ডিএডি জয়নাল আবেদীন পাইকগাছা থানায় অস্ত্র আইনে পৃথক ধারায় মামলা দায়ের করেন। 

আদালত সাক্ষ্য ও শুনানি শেষে বৃহস্পতিবার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সুমন শেখকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।