ঢাকা অফিস
রাজধানীর ঢাকার এক বস্তিতে অগ্নিকা- ঘটেছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। মিরপুরের ভাষানটেক এলাকার ধামালকোট বস্তিতে ওই আগুন লাগার ঘটানাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ৩০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ধামালকোট বস্তিতে আগুন লাগার ঘটনাটি ঘটে।