খুলনা-৬ সাবেক এমপি এ্যাড. নুরুল হক আর নেই

5
Spread the love

পাইকগাছা প্রতিনিধি

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নুরুল হক (৮৬) আর নেই। বুধবার দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য ছিলেন। তার বড় ছেলে আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৃতদেহ পাইকগাছায় আনা হবে। নিজ গ্রামে জানাযা নামাজ শেষে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের দাফন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল আলীম (৭০) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন। বুধবার সকাল ১০ টায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযা পূর্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকরী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম ও  ওসি তদন্ত  আশরাফুল আলম। জানাযায় অংশ গ্রহণ করেন, সাবেক মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা  কাজী তোকারেম হোসেন টুকু, রনজিৎ সরকার, মোঃ অনোয়ার হোসেন মোল্যা, মোঃ বজলুর রহমান, অব্দুল মজিদ সানা, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আমির আলী সারদার, রহমত আলী, সৈয়দ অলী জোয়াদ্দার। মৃতুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ও ৩ কন্যাসহ অসংখ্যা গুনগ্রহী রেখেগেছেন।