জাকারিয়া- মিলটন সহ সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

3
Spread the love

মশিয়ালী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন

খানজাহান আলী থানা প্রতিনিধি:

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক নজরুল ইসলাম, দিনমুজুর গোলাম রসুল ও কলেজ ছাত্র সাইফুল শেখের হত্যাকারিদের অতিদ্রত খুজে বের করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ২৭ জুলাই সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মশিয়ালী গ্রামবাসীর উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের ইষ্টান জুট মিলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে এলাকার শত শত নারী,পুরুষ, সহ বিভিন্নরাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বেও মোঃ রেজওয়ান রাজার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, দিশারী যুব পর্ষদের সাধারন সম্পাদক কাজী আজাদুর রহমান হিরক, আঃ সাত্তার মোল্যা, ইউপি সদস্য মোঃ বখতিয়ার , হুমায়ুন কবির ,

শিরোমনি তরুন সংঘের সভাপতি ও যুবলীগ নেতা শে খ তরিকুল ইসলাম, শেখ শাহিনুর রহমান, আব্দুর রব মোল্লা, তবিবুর রহমান, সালাম গাজী, ইউসুফ গাজী, ইমদাদুল মোল্যা, মনিরুল ইসলাম ছোট্ট, আমিরুল ইসলাম সরদার, মীর আব্দুর রউফ,হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ মুন্সি শামীম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন মশিয়ালী গ্রামের নির্মম এই হত্যাকান্ডের ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও মুল আসামি জাকারিয়া – মিলটনকে পুলিশ আটক করতে পারেনি অতিদ্রত তাদেরকে আটক ও হত্যাকান্ডে ব্যাবহারিত অবৈধ অস্ত্রউদ্ধার করতে হবে। এছাড়া ঈদুল আযহার আগের দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৫ টায় হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মশিয়ালি মাদ্রসার সামনে থেকে এলাকাবাসির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে , এর মধ্যে যদি ঘাতক আসামিরা আটক না হয় তাহলে সকলকে সাথে নিয়ে কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন মানববন্ধনে অশংগ্রহন করা নেতৃবৃন্দ ।