যুবদলের থানা কমিটির পদ প্রত্যাশিদের ‘তথ্য ফরম বিতরন ও সংগ্রহ’ কার্যক্রম শুরু শুক্রবার

367
Spread the love

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহনগর শাখার এক বিশেষ জরুরি সভা কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে এবং খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে খুলনা মহানগরীর আওতাধীন ০৫(পাঁচ)টি থানা কমিটি গঠনকল্পে থানা কমিটিতে পদ প্রত্যাশিদের মাঝে ‘তথ্য ফরম বিতরন ও সংগ্রহ’ কার্যক্রম গ্রহনের লক্ষ্যে একটি উপ কমিটি গঠিত হয়। কাজি নেহিবুল হাসান নেহিমকে আহবায়ক করে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম-আহবায়ক হলেন, যথাক্রমে সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, খান ইমরান আহম্মেদ, সদস্য হলেন যথাক্রমে খোরশেদ জাহান রানা, মোঃ শাকিল আহম্মেদ, ইয়াছির আরাফাত, মোঃ আলমগীর কবির খান, নাছিম আহম্মেদ ইমন, আব্দুল হাই কালু, মোঃ সোহেল রানা। এছাড়া খুলনা মহানগর যুবদলের ০৫(পাঁচ) থানা কমিটি গঠন সহায়তা উপ-কমিটি আজ শুক্রবার ও শনিবার খুলনার ৬নং কেডি ঘোষ রোডস্থ  দলীয় কার্যালয় থেকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক সরবরাহকৃত তথ্য ফরম বিতরণ করবেন এবং পদ-প্রত্যাশিগণ উক্ত তথ্য ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ২৬ জুলাই দলীয় কার্যালয়ে সকাল ১১টা হতে দুপুর ২টার মধ্যে সংগ্রহ/জমা গ্রহন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী ২৭ জুলাই ফরম যাচাই বাছাই পূর্বক পরবর্তী সিদ্ধান্ত গৃহিত হইবে। এমতাবস্থায় খুলনা মহানগরীর আওতাধীন ০৫(পাঁচ) থানার বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের পদ-প্রত্যাশিগণদের উক্ত আহবায়ক কমিটির কাছ হতে যথাসময়ে যথাস্থান হতে তথ্য ফরম সংগ্রহ পূর্বক উল্লেখিত দিন ও সময়ে জমাদানের বিশেষ অনুরোধ করা হয়েছে।