শরণখোলা প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল হিসাবে বৈচিত্রময় জীবন জীবিকার অংশ হিসেবে শরণখোলায় বৃষ্টির পানি সংরক্ষনের ট্যাংকি বিতরণ করেছে উন্নয়ন সংস্থা জে.জে.এস। ২৩ জু্লাই বৃহস্পতিবার দুপুরে তাফালবাড়ী জে.জে.এস কার্যালয় চত্বরে। তুলনামুলক সুবিধা বঞ্চিত ৪৯ টি পরিবারের মধ্যে ট্যাংকি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়েন্দা উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক ও রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। অন্যান্যের মধ্যে শরণখোলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, জে.জে.এস কর্মকর্তা সত্তরঞ্জন বিশ্বাস, ফিল্ড অফিসার তানিয়া মাহবুবা ও বিশ্বজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইট এর অর্থায়নে কোষ্টাল কমিউনিটি রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় উপজেলার ৪ ইউনিয়নের তুলনামুলক সুবিধা বঞ্চিত নারীদের ট্যাংক সহ পানি সংরক্ষনের অন্যান্য সরঞ্জাম ও উঠানে চাষের জন্য সবজি বীজ বিতরণ করা হয় বলে জে.জে.এস কর্মকর্তারা জানান। এর আগে তারা আরও ২৫০ টি ট্যাংকি বিতরণ করেন।
প্রকল্পের উপকারভোগী উত্তর তাফালবাড়ী গ্রামের নিলিমা রানী জানান, প্রায় ২ কিলোমিটার দুর থেকে তার খাবার পানি সংগ্রহ করতে হয়। এই ট্যাংকি পেয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে নিজ বাড়ীতেই তারা বিশুদ্ধ পানির অভাব দূর করতে পারবেন এবং সারা বছরের আমাদের ফ্যামিলিতে যে পরিমান পানি প্রোয়জন হবে তা মেটানো সম্বভ হবে।