উপকূলীয় এলাকায় নৌবাহিনীর বৃক্ষরোপন ও টহল অব্যাহত

2
Spread the love

খবর বিজ্ঞপ্তি:

খুলনা, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২০’ এ দেশের মোট বনভূমির ২৫ শতাংশ বনায়নে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে ‘মুজিববর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন’ সে­াগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার দিক-নির্দেশনায় পটুয়াখালীস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা কর্তৃক গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণ বিবেচনা করে ঘাঁটির অভ্যন্তরে ৪৩০ (চারশত ত্রিশ) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। নৌবাহিনীর এই উদ্যোগে দেশের ২৫ শতাংশ বনায়ন কর্মসূচিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

অপরদিকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বরগুনা ও মংলায় নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার কচুবুনিয়া, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা ও ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার চালনা পোর্ট ফাজিল মাদ্রাসা এবং মংলা পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে ১৫০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা সচেতনতামূলক টহল পরিচালনা করে।

উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সর্ম্পকিত ১২০টি লিফলেট বিতরণ করে। নৌ কন্টিনজেন্ট দু’টি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।