সাবরিনার বিরুদ্ধে শিগগিরই চার্জশিট: পুলিশ

5
Spread the love

ঢাকা অফিস:

ডা. সাবরিনা জেকেজির চেয়ারম্যান নন, হলেও প্রধান কর্মকর্তা বলে উল্লেখ করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ‘এ কারণে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে প্রতারণার যে অভিযোগ উঠেছে, সে দায় তিনি এড়াতে পারেন না। সেভাবে শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে।’

বুধবার (২২ জুলাই) ডিবি পুলিশের এই অতিরিক্ত কমিশনার এসব কথা বলেন।

এদিকে, সাবরিনার মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরীক্ষার নামে জেকেজির ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মিলেছে। এখন কাকে, কোন সময় সনদগুলো দেওয়া হয়েছে সেই ভুক্তভোগীদের তালিকা করা হচ্ছে। এজন্য জেকেজি থেকে উদ্ধার হওয়া কম্পিউটারের হার্ডডিস্ক থেকে সেসব নাম নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের নাম-ঠিকানা বের করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অভিযোগ আছে, করোনার প্রর্দুভাব শুরুর পর থেকে ডা. সাবরিনা জেকেজির হেলথ কেয়ারে করোনা পরীক্ষার অনুমোদনের জন্য উঠেপড়ে লাগেন। প্রভাব খাটিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে নমুনা সংগ্রহের অনুমোদন নেন। কিন্তু প্রতিষ্ঠানটি অনুমোদন নিয়ে করোনা পরীক্ষার নামে ভুয়া সনদ বিক্রি শুরু করে। এভাবে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ১৫ হাজার ৪৮০টি সনদ বিক্রি করে। প্রতিটি সনদের মূল্য নেওয়া হয় ৩ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এই টাকা সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী তাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখেন।