নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল

5
Spread the love

খুলনাঞ্চল ডেস্ক

অর্ধশতাব্দি পর প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মঙ্গলবার সুইডিশ সংবাদমাধ্যম ডেইলি ডাগেনস নেইহিতার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে না। প্রতি বছর ১০ ডিসেম্বর  সুইডেনের স্টকহোম কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রায় এক হাজার ৩০০ অতিথি যোগ দিয়ে থাকেন। নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন বলেছেন, ‘দুটি সমস্যা রয়েছে। আপনি এতো লোককে এক জনের পাশে আরেকজন এভাবে জড়ো করতে পারবেন না। তাদের চাওয়া অনুযায়ী, লোকজন সুইডেন সফরে আসতে পারবে কিনা তাও নিশ্চিত নয়।’ এ ব্যাপারে নোবেল ফাউন্ডেশনের তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে ১৯৫৬ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।