কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

5
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল আহত ৯ জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া জানিয়েছেন, গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।