মহেশপুরে ১৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

5
Spread the love

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুই অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন মহেশপুর থানা পুলিশ। গতকাল রবিবার রাতে মহেশপুর থানা পুলিশের অভিযানে উপজেলার যাদবপুর ইউপির ধান হাড়িয়ার পশ্চিম পাড়া থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ বড়বাড়ী বাজার পাড়ার মনু মিয়ার ছেল ইসমাইল হোসেন (২০) ও জাগুসা হঠাৎপাড়া থেকে ১০৮ বোতল ফেনসিডিলসহ যশোর কোতয়ালি থানার জগহাটি গ্রামের আনিচুর রহমানের ছেলে আবু বকর (রিপন) ৩২কে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাশেম এএসআই রওশন হোসেন পৃথক অভিযান চালিয়ে ধানহাড়িয়া ও জাগুসা থেকে ১৬৮ বোতল ফেনসিডিল ও একটি ১০০সিসি সিটি গান্ডেট মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকলে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।