খবর বিজ্ঞপ্তি
খুলনা, ২১ জুলাই ২০২০ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি মুজিববর্ষ উদ্যাপন উপল্েয এক কোটি গাছের চারা রোপন কর্মসূচি গ্রহণ করেন। ‘জাতীয় বৃরোপন অভিযান ২০২০’ এ দেশের মোট বনভূমির ২৫ শতাংশ বনায়নে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেন।
তিনি সকলকে নিজ নিজ বাসগৃহের পার্শ্ববর্তী এলাকা, পতিত জমি, যার যতটুকু জায়গায় আছে সেখানে গাছ লাগানোর আহ্বান করেন। এরই অংশ হিসেবে ‘মুজিববর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন’ সোগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার দিক-নির্দেশনায় পটুয়াখালীতিস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা কর্তৃক পরিকল্পিত এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
গাছের উপকারিতা, পরিবেশ রায় গাছের ভূমিকা, খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণ বিবেচনা করে নৌ সদস্যরা ঘাঁটির অভ্যন্তরে ৩০০ (তিনশত) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। নৌবাহিনীর এই উদ্যোগে দেশের ২৫ শতাংশ বনায়ন কর্মসূচিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।