তথ্য বিবরণী:
খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাইনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসাররা যুক্ত ছিলেন।