স্টাফ রিপোর্টার
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ শামসুদ্দিন নিলু (৭৬) আজ বুধবার সকাল ১১টায় নগরীর গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার নামাজে জানাযা বাদ আসর পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফজালুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজুল হাসান রাজু,
১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি, মুক্তিযোদ্ধা কমান্ডা শেখ মনিরুল ইসলাম, সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম, রবিউল ইসলাম, হাফেজ মুনসুর, এস এস মনির, সাবেক অধ্যক্ষ শেখ আবুল কালাম আজাদ, শেখ আমিনুল ইসলাম, শেখ আরিফুর জামান আরিফ, মাহাবুব, মোঃ মম, অধ্যাপক মোঃ আবুল বাসার, শেখ মোঃ আসকার, শেখ আকরাম হোসেন প্রমুখ।